আইএসএল জয়ের লড়াই! এক নজরে মোহনবাগান এবং বেঙ্গালুরুর একাদশ

আধঘন্টা ও বাকি নেই। তারপরেই সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে শুরু হবে ইন্ডিয়ান সুপার লিগের ফাইনাল‌। যেখানে লড়াই করবে কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। তাঁদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে জেরার্ড জারাগোজার শক্তিশালী বেঙ্গালুরু এফসি। খাতায় কলমে দেখতে গেলে বেঙ্গালুরুর তুলনায় মোহনবাগান অনেকটা এগিয়ে থাকলেও লড়াইটা যে খুব একটা সহজ হবে না সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবে দলের ধারাবাহিক পারফরম্যান্স নিঃসন্দেহে আত্মবিশ্বাস জোগাবে জোসে মোলিনাকে।

অন্যদিকে যুবভারতী চেনা পরিবেশ হলেও এমন হাইভোল্টেজ ম্যাচকে হালকাভাবে নিতে নারাজ সুনীল ছেত্রীরা। উল্লেখ্য, এবারের ইন্ডিয়ান সুপার লিগের দুইটি লেগের ম্যাচের মধ্যে প্রথমটিতে জয় আসলেও দ্বিতীয়টিতে জয়ের ধারা বজায় রাখা সম্ভব হয়নি তাঁদের পক্ষে। যা নিঃসন্দেহে বড়সড় ধাক্কা ছিল বেঙ্গালুরুর কাছে। তবে সেই সমস্ত হতাশার দূরে ঠেলে এবার ইন্ডিয়ান সুপার লিগের ফাইনালে বদলা নিতে মরিয়া কর্নাটকের এই ফুটবল ক্লাব। অপরদিকে জয়ের ধারা বজায় রেখেই আইএসএল চ্যাম্পিয়ন হতে চান মোলিনা। সেইমতো নিজেদের একাদশ সাজিয়েছে উভয় দল।

অন্যান্য দিনের মতো আজও সবুজ-মেরুনের তিন কাঠির দায়িত্বে থাকছেন বিশাল কাইথ। পাশাপাশি রক্ষণভাগ সামাল দেওয়ার জন্য অধিনায়ক শুভাশিস বসুর সঙ্গে থাকছেন টম অলড্রেড, আলবার্তো রদ্রিগেজ এবং আশীষ রাই। দলের মাঝমাঠের দায়িত্বে থাকছেন অনিরুদ্ধ থাপা, আপুইয়া, এবং অজি বিশ্বকাপার জেসন কামিন্স। দুই উইংয়ে থাকছেন লিস্টন কোলাসো এবং মনবীর সিং। ফরোয়ার্ডে থাকছেন জেমি ম্যাকলারেন। দিমিত্রি পেত্রাতোস থেকে শুরু করে গ্ৰেগ স্টুয়ার্টের‌ মতো ফুটবলাররা আপাতত রিজার্ভ বেঞ্চে থাকলেও পরিস্থিতি অনুযায়ী তাঁদের মাঠে নামানোর সিদ্ধান্ত নেবেন কোচ।

অপরদিকে বেঙ্গালুরু এফসির হয়ে দলের তিন কাঠির নিচে থাকছেন গুরপ্রীত সিং সান্ধু‌। রক্ষণভাগে থাকছেন নাওরেম রোশন সিং, রাহুল ভেকে, চিংলেসানা সিং এবং নামগিয়াল ভুটিয়া। মাঝমাঠে থাকছেন সুরেশ সিং, পেদ্রো কাপো, আলবার্তো নগুয়েরা। আপফ্রন্টে সুনীল ছেত্রীর পাশাপাশি থাকছেন এডগার মেন্ডেজ এবং রায়ান উইলিয়ামস। জর্জ পেরেইরা দিয়াজ থেকে শুরু করে আলেকজান্ডার জোভানোভিচদের আপাতত রিজার্ভে রাখছেন জারাগোজা।

  • Related Posts

    স্বচ্ছতার প্রশ্নে সুপার কাপ থেকে নাম প্রত্যাহার চার্চিল ব্রাদার্সের

    ভারতীয় ফুটবলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে চার্চিল ব্রাদার্সের (Churchill Brothers) সুপার কাপ ২০২৫ থেকে নাম প্রত্যাহারের সিদ্ধান্ত। শনিবার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) কাছে এই…

    এফসি গোয়ার ব্রিসন পেলেন আইএসএল সেরা উদীয়মানের খেতাব

    ইন্ডিয়ান সুপার লিগ (ISL 2025) ২০২৪-২৫ মরসুমে এফসি গোয়ার মিডফিল্ডার ব্রিসন ফার্নান্ডেস (Brison Fernandes) নির্বাচিত হয়েছেন ‘ইমার্জিং প্লেয়ার অফ দ্য সিজন’। এই পুরস্কার ভারতীয় ফুটবলের…