Manu Bhaker: ভারতীয় শুটিংয়ের নবজাগরণ ঘটানো মনু দিলেন সাফল্যের মন্ত্র, ভাগ করলেন প্যারিস অলিম্পিকের কথা

কলকাতায় (Kolkata) অনুষ্ঠিত টাটা স্টীল ট্রেইলব্লেজার্স কনক্লেভের তৃতীয় বর্ষের অনুষ্ঠানে (Tata Steel Trailblazers Conclave 3.0) উপস্থিত ভারতের অন্যতম শীর্ষ ক্রীড়া ব্যক্তিত্বরা (Indian Sporting Legends)। এই অনুষ্ঠানে তারা নিজেদের অনুপ্রেরণাদায়ী যাত্রা এবং অভিজ্ঞতার কথা ভাগ করে নিচ্ছনে। সেখানে উপস্থিত হয়েছিলেন স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম একই অলিম্পিকের জোড়া পদক জয়ী তথা ভারতীয় শুটিংয়ের নবজাগরণ ঘটানো মনু ভাকর (Manu Bhaker)।

২০২৪ প্যারিস অলিম্পিকে জোড়া পদক জিতে খবরের শিরোনামে চলে এসেছিলেন শুটার মনু। তবে পুজোর সময় কলকাতায় এসেও অলিম্পিকে পদক জয়ের প্রসঙ্গে তেমন কিছুই বলেননি তিনি। এবার তুলে ধরলেন জোড়া পদক জয়ের সাফল্যের মন্ত্র। তিনি বলেন, ‘সাফল্য পেতে হলে সমালোচনায় কান দেওয়া উচিত নয়। সোশ্যাল মিডিয়ায় কোথায় কী হচ্ছে আমি দেখতাম না।’ তাই সমালোচনায় কান না না দিয়ে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন মনু।

অলিম্পিকে পদক জয় করে নিজেকে প্রমান করার চ্যালেঞ্জ নিয়েছিলেন বলেও শুনতে পাওয়া গেল তার বক্তব্যে। এমনকি ক্রীড়া শুধু হারতে এবং জিততে শেখায় না বলে উল্লেখ করে বর্তমান ক্রীড়া জগতের আইকন মনু বলেন, ‘খেলা নিয়ম শৃঙ্খলা, ধৈর্য্য এবং সঠিক পথে চলার দিক নির্দেশ করে’।

২০২৪ প্যারিস অলিম্পিকে পদক জয়ে হ্যটট্রিকের সুযোগ এসেছিল তার সামনে। কিন্তু সামান্য কিছুর জন্য সেই লড়াই টেঘেকে তিনি ছিটকে যান এবং ওই ইভেন্টে চতুর্থ স্থানে শেষ করেছিলেন এই মহিলা শুটার। সেই সময় কতটা খারাপ লাগে সেই বিষয়ে আক্ষেপ করেন তিনি। ভারতীয় শুটাররা তীক্ষ্ণ বুদ্ধিমত্তার এবং খবুই অসাধারণ বলেও ব্যাখ্যা তার। পাশাপাশি ভারতীয়রা শুটিং, তীর ছোড়ায় এবং দাবাতে ভীষণ এগিয়ে বলেও জানিয়েছেন। তবে ভারতের তুলনায় আমেরিকা যুক্তরাষ্ট্র এবং চিন ক্রীড়া কাঠামোয় এগিয়ে আছে বলে জানান মনু।

ভারতীয় ক্রীড়া ক্ষেত্রে উন্নতির ক্ষেত্রে ভবিষ্যতে যুব ক্রীড়া বিকাশে সাহায্যের জন্য এগিয়ে আসার কথা জানিয়েছেন হরিয়ানা কন্যা। একইসঙ্গে নিজস্ব স্বাস্থ্য সচতেন থাকার কথা জানিয়েও আলু পরোটা ভীষণ প্রিয় বলেও হাসির ছলে বলে গেলেন মনু ভাকর।

Related Posts

যুক্তরাষ্টে নতুন রেকর্ড গড়ে এশিয়ার তৃতীয় গুলভীর

২৯ মার্চ ২০২৫ সালের ‘দ্য টেন’ (The Ten 2025) অ্যাথলেটিক্স মিটে ১০,০০০ মিটার দৌড়ে ভারতের (India) গুলভীর সিং (Gulveer Singh) নিজস্ব রেকর্ড ভেঙে নতুন জাতীয়…

সরকারি চাকরি, ৪ কোটি টাকা বা প্লটের প্রস্তাব ভিনেশ ফোগাটকে

প্রখ্যাত কুস্তিগীর থেকে কংগ্রেসের বিধায়ক হওয়া ভিনেশ ফোগাটের (Vinesh Phogat) জন্য হরিয়ানা সরকার একটি বিশেষ সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের ক্রীড়া নীতির আওতায় তাঁকে তিনটি সুবিধার বিকল্প…