Kerala Blasters FC news: পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন জেসুস, কবে যোগ দেবেন দলে?

বহু প্রত্যাশা নিয়ে এবারের আইএসএল শুরু করেছিল কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters FC)। ঘরের মাঠে প্রথম ম্যাচে পরাজিত হতে হলেও সেখান থেকে ঘুরে দাঁড়াতে খুব একটা সমস্যা হয়নি দক্ষিণের এই ফুটবল ক্লাবের। সুইডিশ কোচ মিকেল স্ট্যাহরের তত্ত্বাবধানে জয়ের মুখ দেখেছিল কেরালা। কিন্তু সেটা বেশিদিন বজায় থাকেনি। পরবর্তীতে একের পর এক ম্যাচে ধাক্কা খেয়েছিল আইএসএলের এই ফুটবল ক্লাব। যার প্রভাব পড়েছিল দলের পয়েন্ট টেবিলে। এমন পরিস্থিতিতে ছাঁটাই করা হয়েছিল মিকেল স্ট্যাহরে সহ তাঁর সকল সাপোর্টিং স্টাফেদের। তারপর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দলের দায়িত্ব পালন করে আসছিলেন থেক্কাথারা পুরুষোথামণ।

যার তত্ত্বাবধানে ধীরে ধীরে নিজেদের পুরনো ছন্দে ফিরতে শুরু করেছিল কেরালা। যারফলে ইন্ডিয়ান সুপার লিগের প্রথম লেগে তাঁদের সক্রিয়তা বোঝা না গেলেও দ্বিতীয় লেগের শুরু থেকেই সুপার সিক্সের অন্যতম দাবিদার হয়ে উঠেছিল আদ্রিয়ান লুনাদের দল। কিন্তু সেক্ষেত্রে লিগের বাকি অধিকাংশ ম্যাচে জয় সুনিশ্চিত করতে হত দক্ষিণের এই ফুটবল ক্লাবকে। কিন্তু সেটা সম্ভব হয়নি। গত ম্যাচে খালিদ জামিলের শক্তিশালী জামশেদপুর এফসির বিপক্ষে এগিয়ে থেকে ও পয়েন্ট নষ্ট করতে হয় কোয়ামি পেপরাদের। যারফলে সুপার সিক্সের স্বপ্ন শেষ এই দলের। এছাড়াও রয়েছে দলের চোট আঘাতের সমস্যা।

Also Read | বেঙ্গালুরু বধেও ‘অপরিবর্তিত’ আইজওয়াল 

গত কয়েক ম্যাচ ধরেই চোট সমস্যায় ভুগছেন দলের তারকা ফুটবলার জেসুস জেমিনেজ। যারফলে জামশেদপুর ম্যাচে ও মাঠে নামতে পারেননি এই ফুটবলার। বর্তমানে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন এই স্প্যানিশ ফুটবলার। যারফলে আইএসএলের শেষ ম্যাচে পেট্র ক্র্যাটকির মুম্বাই সিটি এফসির বিপক্ষে খেলবেন না এই তারকা। যতদূর খবর আগামী কয়েক সপ্তাহ নিজের পরিবারের সঙ্গেই সময় কাটাবেন জেসুস জেমিনেজ। সব ঠিকঠাক থাকলে সুপার কাপের আগেই দলের সঙ্গে যোগদান করবেন এই তারকা।

এবারের ইন্ডিয়ান সুপার লিগের ভালো পারফরম্যান্স না থাকলেও সুপার কাপ থেকেই সাফল্য পেতে বদ্ধপরিকর দক্ষিণের এই ফুটবল ক্লাব। সেদিকেই নজর রয়েছে সকলের।

Related Posts

অনবদ্য সৌম্যা! এক ম্যাচ বাকি থাকতেই ওমেন্স লিগ জয় লাল-হলুদের

লিগের রঙ লাল-হলুদ। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার বিকেলে কল্যাণী স্টেডিয়ামে জাতীয় লিগের ম্যাচ খেলতে নেমেছিল অ্যান্থনি অ্যান্ড্রুজের মেয়েরা (East Bengal Women’s Team)। সম্পূর্ণ সময়ের…

বেঙ্গালুরুর সামনে মোহনবাগানের শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ

Kolkata, ১১ এপ্রিল ২০২৫: ভারতীয় ফুটবলের সবচেয়ে উত্তেজনাপূর্ণ মুহূর্ত এসে পৌঁছেছে। শনিবার সন্ধ্যায় কলকাতার বিখ্যাত সল্টলেক স্টেডিয়ামে ইন্ডিয়ান সুপার লিগ (ISL 2025) ২০২৪-২৫ মরশুমের ফাইনালে…