India: সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে ৯ মে যাত্রা শুরু আয়োজক ভারতের

২০২৫ সালের সাফ অনূর্ধ্ব ১৯ চ্যাম্পিয়নশিপে (U19 Championship 2025) আয়োজক (Host) দেশ ভারত (India)। মঙ্গলবার কাঠমাণ্ডুতে আয়োজিত হয়েছিল এই টুর্নামেন্টের গ্ৰুপ ড্রয়ের অনুষ্ঠান। সেখানেই ভারতের (Indian Football Team) গ্রুপে পড়েছে নেপাল (Nepal) এবং শ্রীলঙ্কা (Sri Lanka)। ৯-১৮ মে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে অরুণাচল প্রদেশ রাজ্যের ওয়াইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে। বিশেষত ২০২৪ সালের মার্চে এই স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিল সান্তোষ ট্রফির ফাইনাল ম্যাচ।

এই প্রতিযোগিতায় মোট ছয় দেশ অংশগ্রহণ করবে। যাদের দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ ‘A’ তে রয়েছেন মলদ্বীপ, ভুটান এবং বাংলাদেশ। এছাড়া গ্রুপ ‘B’ তে রয়েছে আয়োজক দেশ ভারত সহ নেপাল এবং শ্রীলঙ্কা। প্রতিটি গ্রুপ থেকেই শীর্ষে থাকা দুই দল সেমিফাইনালে পৌঁছাবে। ১৬ মে অনুষ্ঠিত হবে সেমিফাইনালের জোড়া ম্যাচ এবং ১৮ মে অনুষ্ঠিত হবে ফাইনাল।

ভারত পূর্ববর্তী সংস্করণে চ্যাম্পিয়ন ছিল, ২০২৩ সালে পাকিস্তানকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জয় করেছিল। তবে, ২০২৪ সালে আয়োজিত অনূর্ধ্ব ২০ টুর্নামেন্টে বাংলাদেশের কাছে পেনাল্টিতে হেরেভারত সেমিফাইনাল থেকে বাদ পড়ে।

এটি হবে ভারতের চতুর্থবারের মতো একটি যুব তথা সাফ প্রতিযোগিতা আয়োজন, এর আগে ২০২২ সালে ভুবনেশ্বর (অনূর্ধ্ব ২০ পুরুষ), জামশেদপুর (অনূর্ধ্ব ১৮ মহিলা) এবং কল্যাণীতে (অনূর্ধ্ব ১৫ পুরুষ) টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। যদিও আসন্ন অনূর্ধ্ব ১৯ চ্যাম্পিয়নশিপে ভারত অভিযান শুরু করবে ৯ মে। প্রতিপক্ষ থাকবে শ্রীলঙ্কা। পরবর্তী ম্যাচ ১৩ মে নেপালের বিরুদ্ধে গ্ৰুপ পর্বের দ্বিতীয় এবং শেষ ম্যাচ। দুই ম্যাচ জিতে সেমিফাইনালে পৌঁছালে ভারতের খেলা থাকবে ১৬ মে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Indian Football (@indianfootball)

 

Related Posts

অনবদ্য সৌম্যা! এক ম্যাচ বাকি থাকতেই ওমেন্স লিগ জয় লাল-হলুদের

লিগের রঙ লাল-হলুদ। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার বিকেলে কল্যাণী স্টেডিয়ামে জাতীয় লিগের ম্যাচ খেলতে নেমেছিল অ্যান্থনি অ্যান্ড্রুজের মেয়েরা (East Bengal Women’s Team)। সম্পূর্ণ সময়ের…

বেঙ্গালুরুর সামনে মোহনবাগানের শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ

Kolkata, ১১ এপ্রিল ২০২৫: ভারতীয় ফুটবলের সবচেয়ে উত্তেজনাপূর্ণ মুহূর্ত এসে পৌঁছেছে। শনিবার সন্ধ্যায় কলকাতার বিখ্যাত সল্টলেক স্টেডিয়ামে ইন্ডিয়ান সুপার লিগ (ISL 2025) ২০২৪-২৫ মরশুমের ফাইনালে…