FC Goa vs Mohun Bagan: গোয়া ম্যাচে অনিশ্চিত বাগানের এই তারকা ফুটবলার

শনিবার সন্ধ্যায় ইন্ডিয়ান সুপার লিগের শেষ হোম ম্যাচ খেলতে নামবে মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। যেখানে তাঁদের লড়াই করতে হবে মানোলো মার্কুয়েজের শক্তিশালী এফসি গোয়ার বিপক্ষে। হিসাব অনুযায়ী দেখলে প্লে-অফের ক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ নয় এই ফুটবল ম্যাচ। লিগের অন্তিম ম্যাচে মাঠে নামার অনেক আগেই সুপার সিক্সের যোগ্যতা অর্জন করে ফেলেছে এই দুই ফুটবল ক্লাব। তাছাড়া পয়েন্টের ভিত্তিতে প্রতিপক্ষ দলগুলিকে বহু আগেই টেক্কা দিয়ে দিয়েছে মোহনবাগান। বিশেষ করে গত ওডিশা ম্যাচে জয় আসতেই টানা দ্বিতীয়বারের জন্য নিশ্চিত হয়ে গিয়েছে শিল্ড।

Also Read | Venkatesh Iyer: ভেঙ্কির বক্তব্যে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পছন্দের দল থেকে মোহনবাগান প্রসঙ্গ! 

তারপর থেকেই খেতাব হাতে পাওয়ার অপেক্ষা ছিল ফুটবলারদের। অবশেষে শনিবার গোয়া ম্যাচের পর বাগান ব্রিগেডের হাতে তুলে দেওয়া হবে এবারের আইএসএলের শিল্ড। যার সাক্ষী থাকতে মরিয়া আপামর বাগান জনতা। অপরদিকে গোয়ার কাছে নিয়ম রক্ষার ম্যাচ হলেও জয় সুনিশ্চিত করে সবুজ-মেরুনের সেলিব্রেশনে জল ঢেলে দেওয়ার পরিকল্পনা রয়েছে ব্রাইসন ফার্নান্দেজদের। সেইমতো নিজেদের একাদশ সাজাতে চাইবেন মানোলো মার্কুয়েজ। চলতি আইএসএলের দুইটি লেগেই সবুজ-মেরুনকে টেক্কা দিয়েছে গোয়া ব্রিগেড।

এবার সেই ধারা বজায় রেখেই প্লে-অফে নামতে চান দলের সকল ফুটবলাররা। অপরদিকে গোয়া ম্যাচ নিয়ে যথেষ্ট সাবধানী বাগান কোচ জোসে মোলিনা‌। নিয়ম রক্ষার ম্যাচ থাকায় ফুটবলারদের নিয়ে বাড়তি ঝুঁকি নিতে নারাজ আইএসএল জয়ী এই স্প্যানিশ কোচ। না হলে প্লে-অফের লড়াইয়ে সমস্যার মুখে পড়তে পারে কলকাতা ময়দানের এই প্রধান। তাছাড়া একাধিক হলুদ কার্ড রয়েছে দলের বেশকিছু ফুটবলারদের। যাদের মধ্যে রয়েছেন অজি বিশ্বকাপার জেমি ম্যাকলারেন। স্বাভাবিকভাবেই আগামীকালের ম্যাচে বেশ কিছু বদল দেখা যেতে পারে সবুজ-মেরুনের প্রথম একাদশে।

রিজার্ভ বেঞ্চে থেকেই শুরু করতে পারেন একাধিক তারকা ফুটবলার। যারফলে আগামী গোয়া ম্যাচে একাধিক জুনিয়র ফুটবলারদের মাঠে নামিয়ে হয়তো দেখে নিতে চাইবেন মোহনবাগানের স্প্যানিশ বস।

Related Posts

অনবদ্য সৌম্যা! এক ম্যাচ বাকি থাকতেই ওমেন্স লিগ জয় লাল-হলুদের

লিগের রঙ লাল-হলুদ। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার বিকেলে কল্যাণী স্টেডিয়ামে জাতীয় লিগের ম্যাচ খেলতে নেমেছিল অ্যান্থনি অ্যান্ড্রুজের মেয়েরা (East Bengal Women’s Team)। সম্পূর্ণ সময়ের…

বেঙ্গালুরুর সামনে মোহনবাগানের শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ

Kolkata, ১১ এপ্রিল ২০২৫: ভারতীয় ফুটবলের সবচেয়ে উত্তেজনাপূর্ণ মুহূর্ত এসে পৌঁছেছে। শনিবার সন্ধ্যায় কলকাতার বিখ্যাত সল্টলেক স্টেডিয়ামে ইন্ডিয়ান সুপার লিগ (ISL 2025) ২০২৪-২৫ মরশুমের ফাইনালে…