Chennaiyin FC vs Jamshedpur FC: কার্ড সমস্যার জেরে জামশেদপুর ম্যাচে নেই রায়ান এডওয়ার্ডস

জয় দিয়েই এবারের আইএসএল শুরু করেছিল চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। প্রথম ম্যাচে অনায়াসেই তাঁরা পরাজিত করেছিল শক্তিশালী ওডিশা এফসি‌কে। কিন্তু পরবর্তীতে বজায় থাকেনি সেই ধারা। যারফলে স্বাভাবিকভাবেই প্রভাব পড়েছিল দলের পয়েন্ট টেবিলে। তারপর নতুন বছরের শুরু থেকে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি। গত ডিসেম্বরে বেঙ্গালুরু এফসির কাছে নাস্তানাবুদ হওয়ার পর জয়ের মুখ দেখতে অনেকটাই সময় লেগে গিয়েছে এই ফুটবল ক্লাবের। আটকে যেতে হয়েছে টানা পাঁচটি ম্যাচ। যারফলে সুপার সিক্সের লড়াই কার্যত অনিশ্চিত হয়ে যায় সেই দলের পক্ষে।

Also Read |  Chennaiyin FC vs NorthEast United FC: নর্থইস্টের কাছে পরাজিত হয়ে কী বললেন ওয়েন কোয়েল?

সেই নিয়ে ব্যাপকভাবে হতাশা দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। তবে শেষ কয়েকটি ম্যাচে জয় সুনিশ্চিত করেই ইন্ডিয়ান সুপার লিগের অভিযান শেষ করার পরিকল্পনা ছিল ওয়েন কোয়েলের ছেলেদের কাছে। কিন্তু সেটা সম্ভব হয়নি। গত সোমবার নিজেদের ঘরের মাঠেই জোর ধাক্কা খেয়েছে জর্ডান উইলমার গিলরা। অনায়াসেই তাঁদের পরাজিত করেছে হুয়ান পেদ্রো বেনালির নর্থইস্ট ইউনাইটেড। সম্পূর্ণ সময়ের শেষে তিনটি গোলের ব্যবধানে সেই ম্যাচে জয় পেয়েছে আইএসএলের এই ফুটবল ক্লাব। গোল করেছেন যথাক্রমে নেস্টর আলবিয়াচ থেকে শুরু করে জিথিন এমএস এবং আলাদিন আজারেই।

তবে সেই ম্যাচেই জোড়া হলুদ কার্ড তথা লাল কার্ড দেখতে হয়েছিল চেন্নাইয়িন এফসির তারকা ডিফেন্ডার রায়ান এডওয়ার্ডসডকে। যা নিঃসন্দেহে বাড়তি অ্যাডভান্টেজ যুক্ত করেছিল প্রতিপক্ষ দলের কাছে। যারফলে টুর্নামেন্টের শেষ ম্যাচে শক্তিশালী জামশেদপুর এফসির বিপক্ষে তাঁকে মাঠে পাবে না আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব। এক কথায় যা বিরাট বড় ধাক্কা হতে চলেছে সকলের কাছে। সেখান থেকেই এবার ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। পাশাপাশি গত ম্যাচের হতাশা ভুলে জয় দিয়েই এবারের আইএসএলের অভিযান শেষ করতে চাইবেন ওয়েন কোয়েল।

Related Posts

অনবদ্য সৌম্যা! এক ম্যাচ বাকি থাকতেই ওমেন্স লিগ জয় লাল-হলুদের

লিগের রঙ লাল-হলুদ। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার বিকেলে কল্যাণী স্টেডিয়ামে জাতীয় লিগের ম্যাচ খেলতে নেমেছিল অ্যান্থনি অ্যান্ড্রুজের মেয়েরা (East Bengal Women’s Team)। সম্পূর্ণ সময়ের…

বেঙ্গালুরুর সামনে মোহনবাগানের শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ

Kolkata, ১১ এপ্রিল ২০২৫: ভারতীয় ফুটবলের সবচেয়ে উত্তেজনাপূর্ণ মুহূর্ত এসে পৌঁছেছে। শনিবার সন্ধ্যায় কলকাতার বিখ্যাত সল্টলেক স্টেডিয়ামে ইন্ডিয়ান সুপার লিগ (ISL 2025) ২০২৪-২৫ মরশুমের ফাইনালে…