হায়দরাবাদ টেক্কা! রায়নার দিকে নজর আইএসএলের একাধিক ক্লাবের

বর্তমানে জমজমাট হয়ে উঠেছে কলিঙ্গ সুপার কাপ। সময় যত এগোচ্ছে ততই নানা অঘটনের সাক্ষী থেকেছে সকলে। টুর্নামেন্টের প্রথম প্রি-কোয়ার্টার ফাইনালের ম্যাচে পরাজিত হয়েই ছিটকে গিয়েছে গতবারের চ্যাম্পিয়ন দল। এমনকি সেখানেই শেষ নয়। এই প্রথম রাউন্ডে হতশ্রী পারফরম্যান্স করে ছিটকে যেতে হয়েছে ওডিশা এফসিকে। যা নিঃসন্দেহে চমকে দিয়েছে সকলকে। অপরদিকে, কলকাতা ময়দানের অন্যতম প্রধান তথা মোহনবাগান সুপার জায়ান্ট এই টুর্নামেন্টে দলের রিজার্ভ ফুটবলারদের পাশাপাশি হাতে গোনা কয়েকজন ভারতীয় ফুটবলারদের স্কোয়াডে রাখার সিদ্ধান্ত অনেক আগেই জানিয়ে দেয়।

বর্তমানে তাঁদের হারাতে গিয়েই কার্যত কালঘাম ছুঁটে যাওয়ার মতো পরিস্থিতি অন্যান্য দলগুলির। গত শনিবার শক্তিশালী কেরালা ব্লাস্টার্সকে অনায়াসেই পরাজিত করে সেমিফাইনাল খেলার ছাড়পত্র সংগ্রহ করে ফেলেছে সবুজ-মেরুন। এবার সেই ম্যাচে ও জয়ের ধারা বজায় রাখতে চাইবেন সকলে। তবে এই টুর্নামেন্টে নজর দেওয়ার পাশাপাশি এখন থেকেই নতুন সিজনের জন্য ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে একাধিক দল। কলকাতা ময়দানের তিন প্রধানের পাশাপাশি খেলোয়াড়‌ দলে নেওয়ার জন্য কথাবার্তা অনেক আগেই শুরু করে দিয়েছে একাধিক ক্লাব ম্যানেজমেন্ট। আসলে এই মরসুমের ভুল ত্রুটি শুধরে নিয়ে আগামী সিজনে নিজেদের সেরাটা দেওয়ার পরিকল্পনা রয়েছে সকলের। সেই অনুযায়ী খেলোয়াড় নির্বাচন করতে মরিয়া প্রত্যেকে দল।

এক্ষেত্রে আইএসএলের পাশাপাশি আইলিগের একাধিক ফুটবলারদের দিকে নজর রয়েছে সকলের। তাঁর মধ্যেই এবার ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে মার্তন্ড রায়না (Martand Raina)। হিসাব অনুযায়ী দেখলে চলতি বছরের মে মাস পর্যন্ত আইলিগের ফুটবল ক্লাব রাজস্থান ইউনাইটেডের সঙ্গে যুক্ত রয়েছেন বছর চব্বিশের এই ডিফেন্ডার। শুধুমাত্র দলের রক্ষণভাগ সামাল দেওয়ার ক্ষেত্রেই নয়। ইতিমধ্যেই দলের হয়ে করে ফেলেছেন প্রায় চারটি গোল। এই সমস্ত কিছু খতিয়ে দেখেই তাঁকে নিয়ে আগ্ৰহ প্রকাশ করছে ইন্ডিয়ান সুপার লিগের একাধিক ফুটবল ক্লাব। তারমধ্যে বাকি দল গুলিকে টেক্কা দিয়ে অনেকটাই এগিয়ে ছিল হায়দরাবাদ এফসি। কথাবার্তাও এগিয়ে গিয়েছিল অনেকটা দূর।

তবে এবার উঠে আসতে শুরু করেছে নয়া তথ্য। শোনা গিয়েছে, বিরাট অঙ্কের ট্রান্সফার ফি দিয়ে তাঁকে দলে টানতে আগ্ৰহী মুম্বাই সিটি এফসি থেকে শুরু করে প্যানাজিওটিস ডিলমপেরিসের পাঞ্জাব এফসি। তাঁদের সঙ্গে ও নাকি কথাবার্তা এগিয়ে গিয়েছে রাজস্থানের। যারফলে আদৌও তিনি কোথায় সই করবেন সেটা এখনও স্পষ্ট নয়।

  • Related Posts

    আইএফএফ সিদ্ধান্তে স্থগিতাদেশে ইন্টারকাশির লড়াইয়ে নয়া মোড়

    ভারতীয় ফুটবলের আই-লিগ ২০২৪-২৫ মরসুমের শিরোপা নিয়ে চলমান বিতর্কে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্ট (CAS) হস্তক্ষেপ করেছে। ইন্টার কাশি এফসি (Inter Kashi FC), নামধারী এফসি,…

    ইডেনে কেকেআরের বৃষ্টির ধাক্কা, কোন অঙ্কে প্লে-অফে পৌঁছাবে নাইট বাহিনী?

    গত মরশুমে আইপিএলের শিরোপা জয়ী কলকাতা নাইট রাইডার্স (KKR ) এবারের মরশুমে প্লে-অফে পৌঁছানোর লড়াইয়ে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। নয়টি ম্যাচ খেলে মাত্র সাত পয়েন্ট নিয়ে…