বৃহস্পতিবার থেকেই অনুশীলনে নামছে সবুজ-মেরুন

বর্তমানে দারুণ ছন্দে রয়েছে মোহনবাগান (Mohun Bagan ) সুপার জায়ান্ট। এবারের ডুরান্ড কাপে চূড়ান্ত সাফল্য না আসলেও পরবর্তীতে ঘুরে দাঁড়াতে খুব একটা সমস্যা হয়নি জোসে মোলিনার ছেলেদের। দেশের প্রথম ডিভিশন লিগ তথা আইএসএলে একের পর এক শক্তিশালী দলকে টেক্কা দিয়ে লিগ শিল্ড জয় করেছে জেসন কামিন্সরা। যারফলে দেশের একমাত্র ফুটবল দল হিসেবে এই খেতাব জয় করেছে ময়দানের এই প্রধান। সেইসাথে লিগের পয়েন্টের ক্ষেত্রে ও টুর্নামেন্টের বাকি দল গুলিকে অনায়াসেই পিছনে ছেড়ে দিয়েছে ময়দানের এই প্রধান। বলতে গেলে লিগের সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহকারী হিসেবে ও রয়েছে মোহনবাগানের নাম।

Also Read | পার্থিব গগৈকে নিয়ে আগ্ৰহী মোহনবাগান সুপার জায়ান্ট

তবে সেখানেই থামতে নারাজ ছিলেন জোসে মোলিনা। শিল্ড জয়ের পাশাপাশি ইন্ডিয়ান সুপার লিগের লিগ কাপ জয়ের ও পরিকল্পনা ছিল টম অলড্রেড থেকে শুরু করে জেসন কামিন্সদের। পাশাপাশি ঘরের মাঠে ম্যাচ থাকায় যথেষ্ট আত্মবিশ্বাসী থাকতে দেখা গিয়েছিল দলের সকল ফুটবলারদের। আসলে দলের সমর্থকদের মাঠে থাকা নিঃসন্দেহে বাড়তি পাওনা হয়ে ওঠে যেকোনো দলের কাছেই। তাই পিছিয়ে থেকেও সমতায় ফিরতে খুব একটা সমস্যা হয়নি মেরিনার্সদের। শেষ পর্যন্ত সুনীল ছেত্রীদের টেক্কা দিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করে বাগান ব্রিগেড।

ভারতবর্ষের বুকে প্রথম দল হিসেবে এক মরসুমে শিল্ড জয়ের পাশাপাশি কাপ জয় করে সবুজ-মেরুন। এবার সেই ধারা বজায় রাখতেই সচেষ্ট বাগান ব্রিগেড। আগামী কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে যাবে কলিঙ্গ সুপার কাপ। সেই কথা মাথায় রেখেই এবার বৃহস্পতিবার থেকে অনুশীলন শুরু করছে মোহনবাগান। অন্যান্য দল গুলি আগেই শুরু করে দিলেও এবার সেলিব্রেশনের ঘোর কাটিয়ে অনুশীলনে ফিরতে তৎপর সকলে। তাই বৃহস্পতিবার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুশীলন শুরু করছেন দলের ফুটবলাররা।

Also Read | বেঙ্গালুরুর সুপার কাপ স্কোয়াডে জায়গা পেলেন কে কারা? জানুন বিস্তারিত

তবে এক্ষেত্রে সিনিয়র দলের ফুটবলারদের তুলনায় জুনিয়র দলের ফুটবলারদের সামনে রেখেই হয়তো টুর্নামেন্ট খেলতে নামবে বাগান শিবির। তবে ডার্বি হওয়ার মতো পরিস্থিতি দেখা দিলে সিনিয়র দলের বেশকিছু বিদেশি ফুটবলারদের মাঠে নামাতে পারেন কোচ। বলাবাহুল্য, এবারের আইএসএলে জোসে মোলিনার তত্ত্বাবধানে দল খেললেও এবারের এই সুপার কাপে মূলত জুনিয়র দলের কোচ বাস্তব রায়ের উপরেই হয়তো ভরসা রাখতে চলেছে ম্যানেজমেন্ট। বলাবাহুল্য, গত কয়েকদিন আগেই এই বাঙালি কোচের তত্ত্বাবধানে রিলায়েন্স ডেভেলপমেন্ট লিগ চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। সেই ধারা বজায় রাখাই এখন অন্যতম লক্ষ্য এই বাঙালি কোচের।

  • Related Posts

    হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনকে আজহারউদ্দিনের নাম মুছে ফেলার নির্দেশ

    হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উত্তর প্যাভিলিয়ন স্ট্যান্ড থেকে প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের (Mohammad Azharuddin) নাম মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনা…

    আরসিবির একাদশে বড় রদবদল, ‘বিগ হিটার’ লিভিংস্টোনের জায়গায় কেন শেফার্ড?

    আইপিএল ২০২৫-এর একটি উত্তেজনাপূর্ণ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB ) পাঞ্জাব কিংসের (Punjab Kings) মুখোমুখি হয়েছে। গত ম্যাচে পাঞ্জাবের কাছে লজ্জাজনক হারের পর আরসিবি-র জন্য…