গোয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন আর্মান্দো সাদিকুর, কোথায় খেলবেন?

আইএসএলের শুরুটা খুব একটা ইতিবাচক ছিল না এফসি গোয়ার(FC Goa)। খালিদ জামিলের জামশেদপুর এফসির কাছে পরাজিত হতে হয়েছিল টুর্নামেন্টের প্রথম ম্যাচ। তারপর দ্বিতীয় ম্যাচ থেকেই ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি। আটকে যেতে হয়েছিল কলকাতা ময়দানের তৃতীয় প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে‌। কিন্তু সময় এগোনোর সাথে সাথেই নিজেদের পুরনো ছন্দ ফিরে পেয়েছিল মানোলো মার্কুয়েজের এফসি গোয়া। সেই সুবাদে অনায়াসেই তাঁরা উঠে এসেছিল পয়েন্ট টেবিলের অনেকটাই উপরের দিকে। এছাড়াও ম্যাচ যত এগোয় ততই সকলকে চমকে দিতে শুরু করেছিলেন ব্রাইসন ফার্নান্দেজ।

Also Read | মোহনবাগানের জয়ে মাঝে সুখবর, শুভাশিসের ঘরে আসছে নতুন অতিথি

যারফলে একটা সময় মোহনবাগান সুপার জায়ান্টের পাশাপাশি আইএসএলের লিগ শিল্ড জয়ের অন্যতম দাবিদার হিসেবে উঠে আসে এই ফুটবল ক্লাব। কিন্তু সেটা সম্ভব হয়নি। গত বছরের সেই ধারা নতুন বছরে বজায় থাকলেও চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে ধীরে ধীরে পিছোতে শুরু করে গোয়ার এই ফুটবল ক্লাব। পয়েন্ট নষ্ট করার ফলে হাতছাড়া হয় শিল্ড। তারপর লিগ কাপ জয়ের পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি। বেঙ্গালুরু এফসির কাছে এগ্ৰিগেডে পরাজিত হয়ে ছিটকে যেতে হয়েছিল দেশের এই প্রথম ডিভিশনের টুর্নামেন্ট থেকে। সেই হতাশা ভুলে আসন্ন কলিঙ্গ সুপার কাপে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা থাকলেও টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই ধাক্কা খেল দল।

Also Read | আইএসএল ডাবলের পর মোহনবাগানের লক্ষ্য সুপার কাপ ২০২৫

ইন্ডিয়ান সুপার লিগের এই দলের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে এবার চুক্তি বাতিল করলেন আর্মান্দো সাদিকু (Armando Sadiku)। বলাবাহুল্য, এবারের ফুটবল মরসুমের শুরুতে এই আলবেনিয়ান তারকাকেও দলে টেনেছিল মানোলো মার্কুয়েজের এফসি গোয়া। আগের সিজনে মোহনবাগানের জার্সিতে খুব একটা ভালো পারফরম্যান্স না থাকলেও এবার অনবদ্য ছন্দে ধরা দিয়েছিলেন তিনি। কিন্তু শেষ রক্ষা হলো কোথায়। সেমিফাইনালেই ছিটকে যেতে হয় বেঙ্গালুরু এফসির কাছে। সেই ম্যাচে ও গোল পেয়েছিলেন সাদিকু। কিন্তু কাজের কাজ হয়নি।

তারপরেই এবার চুক্তি ভাঙলেন ক্লাবের সাথে। সে নিয়ে খুব একটা খুশি নন গোয়ান সমর্থকরা। তাঁর অনুপস্থিতি নিঃসন্দেহে অনেকটাই চাপে ফেলে দিতে পারে বোরহা হেরেরাদের। কিন্তু গোয়া ছেড়ে আদৌ কোথায় খেলবেন এই তারকা সেটা স্পষ্ট হয়নি। মনে করা হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে সমস্ত কিছু।

  • Related Posts

    হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনকে আজহারউদ্দিনের নাম মুছে ফেলার নির্দেশ

    হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উত্তর প্যাভিলিয়ন স্ট্যান্ড থেকে প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের (Mohammad Azharuddin) নাম মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনা…

    আরসিবির একাদশে বড় রদবদল, ‘বিগ হিটার’ লিভিংস্টোনের জায়গায় কেন শেফার্ড?

    আইপিএল ২০২৫-এর একটি উত্তেজনাপূর্ণ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB ) পাঞ্জাব কিংসের (Punjab Kings) মুখোমুখি হয়েছে। গত ম্যাচে পাঞ্জাবের কাছে লজ্জাজনক হারের পর আরসিবি-র জন্য…