এই মরোক্কান ফরোয়ার্ডের দিকে নজর আইএসএলের একাধিক ক্লাবের

গত শনিবার শেষ হয়ে গিয়েছে ইন্ডিয়ান সুপার লিগ। যেখানে জেরার্ড জারাগোজার বেঙ্গালুরু এফসিকে পরাজিত করে এই খেতাব জয় করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। সেই নিয়ে খুশির আমেজ দেখা গিয়েছে বাগান সমর্থকদের মধ্যে। হাতে মাত্র কয়েকটা দিন তার পরেই শুরু হবে কলিঙ্গ সুপার কাপ। যেদিকে নজর থাকবে দেশের সকল ফুটবলপ্রেমীদের। সেইমতো বহু আগে থেকেই এই টুর্নামেন্টের প্রস্তুতি শুরু করে দিয়েছে একাধিক ফুটবল ক্লাব। নিজেদের সেরাটা দিয়ে ট্রফি জয় করে মরসুম শেষ করাই এখন প্রধান লক্ষ্য সকলের।

এছাড়াও এখন থেকেই নয়া মরসুমের জন্য ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে আইএসএলের পাশাপাশি আইলিগের একাধিক ফুটবল দল। কলকাতা ময়দানের তিন প্রধানের পাশাপাশি খেলোয়াড়‌ দলে নেওয়ার জন্য কথাবার্তা অনেক আগেই শুরু করে দিয়েছে একাধিক ক্লাব ম্যানেজমেন্ট। আসলে এই মরসুমের ভুল ত্রুটি শুধরে নিয়ে আগামী সিজনে নিজেদের সেরাটা দেওয়ার পরিকল্পনা রয়েছে সকলের। সেই অনুযায়ী খেলোয়াড় নির্বাচন করতে মরিয়া সকলে। সেক্ষেত্রে এবার উঠে আসতে শুরু করেছে কমল এল কেরার (Kamal El Keraa) নাম।

বর্তমানে মরক্কোর প্রথম ডিভিশনের ফুটবল ক্লাব সোয়ালেম ইয়ুথ স্পোর্টস অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত রয়েছেন এই তারকা ফুটবলার। এখনও পর্যন্ত মোট পঁচিশটি ম্যাচ খেলেছেন সেই দলের জার্সিতে। যারমধ্যে চারটি গোলের পাশাপাশি একটি অ্যাসিস্ট থেকেছে এই ফুটবলারের। পূর্বে সেই দেশের একাধিক ফুটবল ক্লাবের হয়ে খেলেছেন বছর তিরিশের এই অভিজ্ঞ ফরোয়ার্ড। শোনা যাচ্ছে এবার তাঁকে নিতেই নাকি আগ্রহ প্রকাশ করেছে ইন্ডিয়ান সুপার লিগের একাধিক ফুটবল ক্লাব। সেক্ষেত্রে নাকি অনেকটাই এগিয়ে দক্ষিণের ক্লাবগুলি।

তাই শেষ পর্যন্ত আদৌ তিনি কোথায় আসেন‌ এখন সেদিকেই নজর থাকবে সকলের। এই বিদেশি ফুটবলারের উপস্থিতি নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করে তুলতে পারে দলের আক্রমণভাগকে। কিন্তু সেক্ষেত্রে ভারতের পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারাটাই অন্যতম চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে তাঁর কাছে।

  • Related Posts

    হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনকে আজহারউদ্দিনের নাম মুছে ফেলার নির্দেশ

    হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উত্তর প্যাভিলিয়ন স্ট্যান্ড থেকে প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের (Mohammad Azharuddin) নাম মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনা…

    আরসিবির একাদশে বড় রদবদল, ‘বিগ হিটার’ লিভিংস্টোনের জায়গায় কেন শেফার্ড?

    আইপিএল ২০২৫-এর একটি উত্তেজনাপূর্ণ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB ) পাঞ্জাব কিংসের (Punjab Kings) মুখোমুখি হয়েছে। গত ম্যাচে পাঞ্জাবের কাছে লজ্জাজনক হারের পর আরসিবি-র জন্য…