আজ ফাইনালে জামশেদপুরের মুখোমুখি এফসি গোয়া, এক নজরে একাদশ

Jamshedpur FC vs FC Goa: কিছু সময়ের অপেক্ষা। তারপরেই শুরু হতে চলেছে কলিঙ্গ সুপার কাপের ফাইনাল ম্যাচ। যদিকে নজর রয়েছে গোটা দেশের ফুটবলপ্রেমী মানুষদের। গতবছর শক্তিশালী ওডিশা এফসি‌কে হারিয়ে সর্বভারতীয় স্তরের এই ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছিল ইমামি ইস্টবেঙ্গল। প্রায় এক যুগের অবসান ঘটিয়ে জাতীয় স্তরের কোনও ট্রফি ঢুকেছিল ময়দানের সেই তাঁবুতে‌। এই মরসুমে সেই ছন্দ বজায় রাখার লক্ষ্য থাকলেও তা বাস্তবায়িত হয়নি অদ্ভুতভাবে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই ছিটকে গিয়েছে গতবারের বিজয়ী এবং রানার্স দল। তাঁদের পরিবর্তে টুর্নামেন্টের শুরু থেকেই দাপট দেখিয়েছে জামশেদপুর এফসির পাশাপাশি এফসি গোয়ার মতো দল।

যারফলে টুর্নামেন্টের ফাইনালে পৌঁছতে খুব একটা সমস্যা হয়নি এই দুই দলের। আজ ট্রফি জয়ের লড়াই। বলতে গেলে চূড়ান্ত সাফল্য পাওয়ার থেকে এক পা দূরে দুই পক্ষই। ম্যাচটা যে সহজ নয় সেইকথা ভালো মতোই জানেন উভয় দলের ফুটবলাররা। তাই সব দিক মাথায় রেখেই নিজেদের একাদশ সাজিয়েছেন দুই দলের কোচ। প্রথমেই নজর রাখা যাক জামশেদপুর এফসির একাদশে। অন্যান্য দিনের মতো আজ ও দলের গোলরক্ষক হিসেবে থাকছেন আলবিনো গোমস‌। রক্ষণভাগ সামাল দেওয়ার ক্ষেত্রে থাকছেন যথাক্রমে আশুতোষ মেহতা, স্টিফেন এজে, লাজার সিরকোভিচ এবং মুহম্মদ উভাইস।

দলের মাঝমাঠ সামাল দেওয়ার জন্য থাকছেন যথাক্রমে প্রনয় হালদার, রেই তাচিকাওয়ারা, এবং অধিনায়ক জাভিয়ের হার্নান্দেজ। আক্রমণ ভাগে থাকছেন স্প্যানিশ তারকা জাভিয়ের সিভেরিও টোরো, নিখিল বার্লা এবং জর্ডান মারি। তাঁদেরকে রেখেই একাদশ সাজিয়েছেন খালিদ জামিল। অপরদিকে এফসি গোয়ার গোলরক্ষক হিসেবে থাকছেন হৃতিক তিওয়ারি। রক্ষণভাগে থাকছেন যথাক্রমে সন্দেশ ঝিঙ্গান, আকাশ সাঙ্গওয়ান, ওদেই ওনাইন্ডিয়া। দলের মাঝে থাকছেন কার্ল ম্যাকহিউ, দেজান ড্রাজিচ‌, সাহিল টাভোরা, বোরহা হেরেরা। আপফ্রন্টে থাকছেন যথাক্রমে ইকের গ্যারেক্সোনা, উদান্তা সিং, বরিস সিং।

এছাড়াও পরিস্থিতি বুঝে বেশকিছু পরিবর্তন করতে দেখা যেতে পারে দলের কোচদের। শেষ পর্যন্ত কাদের দখলে যায় এই ট্রফি, এখন সেটাই দেখার বিষয়।

  • Related Posts

    অধিনায়কত্ব হারানোর ভয়ে টেস্ট ক্রিকেটে অবসর রোহিতের? জানুন আসল কারণ

    ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma ) টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করেছেন। এটি ভারতের ইংল্যান্ড সফরের মাত্র এক মাস আগে এসেছে। এই…

    SAFF U19 চ্যাম্পিয়নশিপে ঝড় তুলতে পারেন ব্লু কোল্টসের পাঁচ তারকা

    ৯ মে থেকে শুরু হচ্ছে SAFF U19 চ্যাম্পিয়নশিপ। সব ম্যাচ অনুষ্ঠিত হবে অরুণাচল প্রদেশের ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে। ভারত এই প্রতিযোগিতার আয়োজক এবং ছয়টি দলের…