সুপার কাপে দলের সঙ্গে থাকছেন না হাবাস, কিন্তু কেন?

শেষ মরসুমে খুব একটা ভালো পারফরম্যান্স ছিল না ইন্টার কাশীর (Inter Kashi FC)। প্রথম সিজনে এসে সকলকে চমকে দেওয়ার পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি। লিগ টেবিলের চতুর্থ স্থানে থেকেই নিজেদের অভিযান শেষ করেছিল বারাণসীর এই ফুটবল ক্লাব। সেই নিয়ে যথেষ্ট হতাশ ছিল সকলেই। কিন্তু অতীত ভুলে নতুন সিজন থেকেই ঘুরে দাঁড়ানোর লক্ষ্য ছিল ইন্টার কাশীর। সেইমতো মরসুমের শুরুতেই স্প্যানিশ কোচ আন্তোনিও লোপেজ হাবাসের (Antonio Lopez Habas) হাতে তুলে দেওয়া হয়েছিল দলের দায়িত্ব। যা নিঃসন্দেহে বড়সড় চমক ছিল সকলের কাছেই। এই হাইপ্রোফাইল কোচের হাত ধরেই আইলিগ অভিযান শুরু করেছিল এডমুন্ড লালরিনডিকারা। যেখানে প্রথম থেকেই তাঁরা চমকে দিয়েছিল সকলকে।

Also Read | ক্লাব তাঁবুতে ট্রফি চাক্ষুষ করতে পারবেন বাগান সমর্থকরা, জেনে নিন দিনক্ষণ

প্রথম ম্যাচেই তাঁরা আটকে দিয়েছে স্পোটিং ক্লাব বেঙ্গালুরুকে। পরবর্তীতে ও বজায় থেকেছে সেই জয়ের ধারা। মাঝে চার্চিল ব্রাদার্সের পাশাপাশি রিয়াল কাশ্মীরের মতো দল গুলির কাছে আটকে যেতে হলেও সেখান থেকে ঘুরে দাঁড়াতে খুব একটা সমস্যা হয়নি সুমিত পাসিদের। বলাবাহুল্য এই ফুটবল সিজনে আইলিগ জয়ের অন্যতম দাবিদার হিসেবে উঠে আসতে শুরু করে ইন্টার কাশী ফুটবল ক্লাবের নাম। এক্ষেত্রে চার্চিল ব্রাদার্স তাঁদের অন্যতম প্রতিপক্ষ হলেও প্রথম থেকেই সকলের ফেভারিট থেকেছে হাবাসের দল।

বর্তমানে এই ছন্দ বজায় রেখেই কলিঙ্গ সুপার কাপে সাফল্য পাওয়ার পরিকল্পনা রয়েছে ইন্টার কাশীর। যেখানে তাঁদের লড়াই করতে হবে মানোলো মার্কুয়েজের শক্তিশালী এফসি গোয়ার সঙ্গে। লড়াইটা যে খুব একটা সহজ হবে না সেটা বলাই চলে। তবুও নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার পরিকল্পনা রয়েছে দলের সকল ফুটবলারদের। কিন্তু এই সর্বভারতীয় ফুটবল টুর্নামেন্টে দলের সঙ্গে থাকছেন না স্প্যানিশ কোচ আন্তোনিও লোপেজ হাবাস। আসলে এবার নতুন অতিথি এসেছে তাঁর পরিবারে। সেজন্যই দেশে ফিরে গিয়েছেন এই হাইপ্রোফাইল কোচ।

Also Read | বৈশাখের রাতে চাহালের স্পিনের ভেল্কিতে ধরা দিল কলকাতা! ৯৫ রানে স্তব্ধ KKR

ঘন্টা কয়েক আগেই দলের সোশ্যাল সাইটে আপলোড করা হয় সেই সম্পর্কিত একটি বিশেষ পোস্ট। যেখানে লেখা রয়েছে ” এখন গ্যাফার দাদুর কিছু ঘুমপাড়ানি গানের সময় এসেছে। ছোট্ট কারমেনকে পরিবারে দলে স্বাগতম।” অর্থাৎ এবার সম্পর্কে দাদু হয়েছেন হাবাস। এমন খুশির মুহূর্তে পরিবারের সঙ্গে থাকাটাই স্বাভাবিক। কিন্তু তাঁর অনুপস্থিতি কিছুটা হলেও প্রভাব ফেলতে পারে দলের পারফরম্যান্সের ক্ষেত্রে।

  • Related Posts

    হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনকে আজহারউদ্দিনের নাম মুছে ফেলার নির্দেশ

    হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উত্তর প্যাভিলিয়ন স্ট্যান্ড থেকে প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের (Mohammad Azharuddin) নাম মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনা…

    আরসিবির একাদশে বড় রদবদল, ‘বিগ হিটার’ লিভিংস্টোনের জায়গায় কেন শেফার্ড?

    আইপিএল ২০২৫-এর একটি উত্তেজনাপূর্ণ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB ) পাঞ্জাব কিংসের (Punjab Kings) মুখোমুখি হয়েছে। গত ম্যাচে পাঞ্জাবের কাছে লজ্জাজনক হারের পর আরসিবি-র জন্য…