বেঙ্গালুরুর সুপার কাপ স্কোয়াডে জায়গা পেলেন কে কারা? জানুন বিস্তারিত

এই সিজনের শুরু থেকেই দাপট দেখানোর চেষ্টা করেছে বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। ডুরান্ড কাপের সেমিফাইনালে ছিটকে যাওয়ার পর ইন্ডিয়ান সুপার লিগের শুরু থেকেই ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা ছিল দলের সকল ফুটবলারদের। সেইমতো কলকাতা ময়দানের অন্যতম ইমামি ইস্টবেঙ্গলকে পরাজিত করে এবারের আইএসএল শুরু করেছিল সুনীল ছেত্রীর দল। পরবর্তীতে বেশ কয়েকটি ম্যাচে সেই ধারা বজায় থাকলেও তা খুব বেশিদিন স্থায়ী হয়নি। পয়েন্ট নষ্ট করতে হয়েছিল বেশ কিছু ম্যাচে। স্বাভাবিকভাবেই যার প্রভাব পড়েছিল পয়েন্ট টেবিলে। তবে সেই হতাশা কাটিয়ে নতুন বছরের প্রথম থেকেই জয়ের মুখ দেখার ভাবনা থাকলেও সেটা সম্ভব হয়নি। নতুন বছরের প্রথমেই ধাক্কা খেতে হয়েছিল জামশেদপুর এফসির কাছে।

তারপর টানা পাঁচটি ম্যাচে জয়ের মুখ দেখা সম্ভব হয়নি সুনীল ছেত্রীদের। স্বাভাবিকভাবেই সুপার সিক্সে সুযোগ করে নেওয়া নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। কিন্তু গত ফেব্রুয়ারিতে বদলে যায় পরিস্থিতি। একের পর এক শক্তিশালী দলকে আটকে দিতে থাকে দল। তারপর ঘরের মাঠে ওয়েন কোয়েলের শক্তিশালী চেন্নাইয়িন এফসিকে পরাজিত করে দেশের এই প্রথম ডিভিশন লিগের প্লে-অফ নিশ্চিত করে ফেলেছিল আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব। সেই ধারা বজায় থেকেছে টুর্নামেন্টের প্রথম লেগের সেমিফাইনাল পর্যন্ত। তারপর এগ্ৰিগেডের ভিত্তিতে এফসি গোয়াকে টেক্কা দিয়ে ফাইনালে উঠে যায় জেরার্ড জারাগোজার ছেলেরা।

তারপর সেই ম্যাচে অনবদ্য লড়াই করে ও আসেনি জয়। সেই নিয়ে কিছুটা হলেও হতাশ সুনীল ছেত্রীরা। সেই হতাশা কাটিয়েই এবার ঘুরে দাঁড়ানোর লড়াই। সেইমতো বুধবার বিকেলে সুপার কাপের জন্য সম্পূর্ণ স্কোয়াড ঘোষণা করে বেঙ্গালুরু ব্রিগেড। যেখানে দলের গোলরক্ষক হিসেবে থাকছেন যথাক্রমে গুরপ্রীত সিং সান্ধু‌, সাহিল পুনিয়া এবং লালথুমাওয়াইয়া রালটে। দলের রক্ষণভাগ সামাল দেওয়ার জন্য থাকছেন যথাক্রমে রাহুল ভেকে, চিংলেনসানা সিং, আলেকজান্ডার জোভানোভিচ, মোহাম্মদ সালাহ, নামগ্যাল ভুটিয়া, হর্ষ পালান্দে, নিখিল পূজারী, নাওরেম রোশন সিং।

মাঝমাঠের জন্য থাকছেন হর্ষ পাত্রে, সুরেশ সিং, আলবার্তো নগুয়েরা, সোহম বর্ষণেয়া, পেড্রো ক্যাপো, শ্রেয়াস কেতকর, লালরেমতলুয়াঙ্গা ফ্যান, শিবালদো সিং, বিনীথ ভেঙ্কটেশ। আক্রমণভাগের শক্তি বাড়াতে থাকছেন রায়ান উইলিয়ামস, শিবশক্তি নারায়ন, সুনীল ছেত্রী, এডগার মেন্ডেজ, হালিচরন নার্জারি, জর্জ পেরেইরা দিয়াজ, রোহিত দানু এবং কেলভিন সিং।

  • Related Posts

    হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনকে আজহারউদ্দিনের নাম মুছে ফেলার নির্দেশ

    হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উত্তর প্যাভিলিয়ন স্ট্যান্ড থেকে প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের (Mohammad Azharuddin) নাম মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনা…

    আরসিবির একাদশে বড় রদবদল, ‘বিগ হিটার’ লিভিংস্টোনের জায়গায় কেন শেফার্ড?

    আইপিএল ২০২৫-এর একটি উত্তেজনাপূর্ণ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB ) পাঞ্জাব কিংসের (Punjab Kings) মুখোমুখি হয়েছে। গত ম্যাচে পাঞ্জাবের কাছে লজ্জাজনক হারের পর আরসিবি-র জন্য…