কারা জিতবে ট্রফি? মহারাজের ভবিষ্যদ্বাণী ঘিরে চাঞ্চল্য!

ভারতীয় ক্রিকেটের (India Former Captain) মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) আবারও একবার আইপিএল (IPL 2025) নিয়ে মুখ খুললেন। দেশের ক্রিকেটপ্রেমীদের কাছে তাঁর মতামত সবসময়েই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এবার তিনি যেভাবে কিছু নির্দিষ্ট দলকে ফেভারিট হিসেবে তুলে ধরেছেন, তাতে উত্তেজনা আরও বেড়েছে।

সৌরভ স্পষ্টভাবে বলেছেন, আইপিএল এমন একটি টুর্নামেন্ট যেখানে প্রতিটি মুহূর্তে খেলার চিত্র বদলে যেতে পারে। তিনি বলেন, “এখানে সব কিছু এত দ্রুত ঘটে যে কোন ম্যাচে হারটা ধাক্কা আর কোনটা নয়, তা বলা কঠিন।” তাঁর মতে, বোলিং আক্রমণই হচ্ছে আইপিএলের সবচেয়ে বড় অস্ত্র। যেসব দলের বোলিং ইউনিট শক্তিশালী, তাদের ট্রফি জেতার সম্ভাবনাও বেশি।

সৌরভের প্রাক্তন দল কলকাতা নাইট রাইডার্স (KKR) এই বছর বেশ কিছু চ্যালেঞ্জের মুখে পড়েছে। অধিনায়ক বদল হয়েছে, গৌতম গম্ভীর নেই মেন্টর হিসেবে এবং অনেকেই বলছেন কেকেআরের বোলিং ইউনিট যথেষ্ট ধারালো নয়। সৌরভ নিজেও কেকেআরের ব্যাটিং অর্ডার নিয়ে প্রশ্ন তুলেছেন। রিঙ্কু সিং কিংবা আন্দ্রে রাসেলের মতো পাওয়ার হিটারদের কেন এত দেরিতে ব্যাটিংয়ে নামানো হচ্ছে, তা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর মতে, এই ব্যাপারগুলিই কেকেআরের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে।

এবারের আইপিএলে সৌরভের চোখে বেশ কয়েকটি দল ফেভারিট হিসেবে উঠে এসেছে। তিনি পাঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালস, গুজরাট টাইটান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (আরসিবি)-এর কথা উল্লেখ করেছেন। সৌরভ বলেন, “এই দলগুলির বোলিং ইউনিট যথেষ্ট শক্তিশালী। আর সেটা আইপিএলের মতো টুর্নামেন্টে অনেক বড় ফ্যাক্টর।”

গুজরাট টাইটান্স ইতিমধ্যেই একবার ট্রফি জিতে নিয়েছে, কিন্তু পাঞ্জাব ও আরসিবি এখনও পর্যন্ত শিরোপার মুখ দেখেনি। তাই সৌরভের ভবিষ্যদ্বাণী যদি বাস্তবে রূপ নেয়, তাহলে এ বছর নতুন কোনও চ্যাম্পিয়নের জন্ম হতে পারে। বিশেষ করে আরসিবির ফ্যানদের জন্য এটা হতে পারে বহুদিনের স্বপ্নপূরণ।

তবে সৌরভ নিজেই বলেছেন, “সময়ই সব বলবে।” আইপিএল এক এমন প্ল্যাটফর্ম যেখানে এক ম্যাচেই চিত্র পাল্টে যায়, এক ইনিংসে ভাগ্য ঘুরে যায়। তাই এখনই কারও ট্রফি নিশ্চিত বলা মুশকিল। তবে একথা মানতেই হবে, সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিশ্লেষণ সবসময়ই যুক্তিযুক্ত ও বাস্তবসম্মত। এবার দেখার বিষয়, তাঁর ভবিষ্যদ্বাণী ঠিকঠাক মেলে কি না। যদি পাঞ্জাব কিংবা আরসিবি চ্যাম্পিয়ন হয়, তাহলে সেটি হবে নিঃসন্দেহে এক ‘ঐতিহাসিক’ মুহূর্ত।

  • Related Posts

    ISL স্বপ্নভঙ্গ ভুলে সুপার কাপে নতুন টার্গেটে মানোলোর গোয়া

    ব্যান্ডোদকার মেমোরিয়াল ট্রফি জয়, আইএসএল (ISL) শিল্ডের দৌড়ে শেষ পর্যন্ত টিকে থাকা এবং বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে সেমিফাইনালের দ্বিতীয় লেগে চমৎকার পারফরম্যান্স—সব মিলিয়ে এফসি গোয়া’র (FC…

    ISL সেমিফাইনালে বাগানের কাছে আটকে ‘মেন অফ স্টিল’ পাখির চোখ সুপার কাপ

    ২০২৫ সালের কালিঙ্গ সুপার কাপ (Super Cup 2025) শুরু হয়েছে কেরালা ব্লাস্টার্স (Kerala Blasters) বনাম ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC) প্রতিদ্বন্দ্বিতা দিয়ে। এর মধ্যেই ‘মেন…