
কিছুদিনের অপেক্ষা। তারপরেই আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে চলেছে সুপার কাপের (Super Cup) নতুন মরসুম। যেদিকে নজর রয়েছে গোটা দেশের ফুটবলপ্রেমীদের। উল্লেখ্য, গত মরসুমে কলিঙ্গের বুকে শক্তিশালী ওডিশা এফসিকে পরাজিত করে সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছিল ইমামি ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব। এবার ও সেই জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য থাকবে দলের সকল ফুটবলারদের। বিশেষ করে গত কয়েক বছরের মতো এবারের ইন্ডিয়ান সুপার লিগে খুব একটা সুবিধা করতে পারেনি মশাল ব্রিগেড। কোচ অস্কার ব্রুজনের তত্ত্বাবধানে সমর্থকরা নতুন করে সুপার সিক্সের আশা দেখতে শুরু করলে ও কাজের কাজ কিছুই হয়নি।
এমনকি এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে ভালো পারফরম্যান্স করার লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি। দুই লেগেই পরাজিত হতে হয়েছে তুর্কমেনিস্তানের ক্লাব আরকাদাগ এফকের কাছে। সেই নিয়ে যথেষ্ট হতাশ সমর্থকরা। তাই সবদিক মাথায় রেখেই এবার সুপার কাপকে পাখির চোখ করছেন অস্কার ব্রুজন। তবে গতবারের তুলনায় এবার সম্পূর্ণ বদলে গিয়েছে প্রতিযোগিতার ফরম্যাট। গতবছর পর্যন্ত গ্ৰুপ পর্ব অতিক্রম করার পর নক আউট পর্বের খেলা শুরু হলেও এবার তা হচ্ছে না। সেইসাথে এবার মোট ১৬টি দলকে নিয়ে আয়োজিত হতে চলেছে এই টুর্নামেন্ট। যেখানে আইএসএলের তেরোটি দলের পাশাপাশি অংশগ্রহণ করতে চলেছে আইলিগের তিনটি ফুটবল ক্লাব।
Also Read | কেরালার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে শেষ করল হায়দরাবাদ, নবম স্থানে ইস্টবেঙ্গল
নয়া ফরম্যাট অনুযায়ী দেখলে সুপার কাপের রাউন্ড অফ সিক্সটিনে আইএসএলের অষ্টম স্থানে থাকা দলের সঙ্গে লড়াই করতে হবে নবম স্থানে থাকা ইমামি ইস্টবেঙ্গলের। বলাবাহুল্য, গত হায়দরাবাদ ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করার পর অষ্টম স্থানে শেষ করেছে কেরালা ব্লাস্টার্স। অর্থাৎ এবার কেরালা ব্লাস্টার্সের সঙ্গে কলিঙ্গ সুপার কাপের প্রথম ম্যাচ খেলবে মশাল ব্রিগেড। সেই ম্যাচে দুই দলের মধ্যে যারা জয় পাবে তাঁরা অনায়াসেই চলে যাবে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে। সেখান তাঁদের প্রতিপক্ষ হবে আইএসএলের শীর্ষস্থানে থাকা মোহনবাগান সুপার জায়ান্টের সাথে আইলিগের তৃতীয় স্থানে থাকা দলের জয়ী দল।
বলতে গেলে এবার এক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছে মশাল ব্রিগেড। তাই সবদিক মাথায় রেখেই ফুটবলারদের প্রস্তুত করতে চাইবেন লাল-হলুদ কোচ। সব ঠিকঠাক থাকলে শীঘ্রই জানা যাবে ম্যাচের দিনক্ষণ।