Mumbai City FC Super Six: বেঙ্গালুরুকে হারিয়ে সুপার সিক্সে মুম্বাই, স্বপ্ন শেষ ওডিশার

অপেক্ষার অবসান। ইন্ডিয়ান সুপার লিগের ষষ্ঠ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করল মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। সেই নিয়ে যথেষ্ট খুশি সমর্থকরা। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যায় লিগের শেষ ম্যাচ খেলতে নেমেছিল পেট্র ক্র্যাটকির ছেলেরা। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল জেরার্ড জারাগোজার শক্তিশালী বেঙ্গালুরু এফসির সঙ্গে। সম্পূর্ণ সময় শেষে ২-০ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় সুনিশ্চিত করে ফেলে গতবারের আইএসএল জয়ীরা। এদিন দলের হয়ে গোল করেন যথাক্রমে লালিয়ানজুয়ালা ছাংতে এবং নিকোলাওস কারেলিস। এই জয়ের সুবাদে ২৪ ম্যাচে ৩৬ পয়েন্ট সংগ্রহ করল মুম্বাই।

বলাবাহুল্য, গত কয়েকদিন আগে পর্যন্ত ২৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে আইএসএলের পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে ছিল ওডিশা এফসি। মুম্বাই সিটি এফসির সঙ্গে সমান পয়েন্ট থাকলে ও এক ম্যাচ বাকি ছিল রণবীর কাপুরের ফুটবল দলের। স্বাভাবিকভাবেই চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে থাকতে মুম্বাই সিটি ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হত জগন্নাথের রাজ্যের এই ফুটবল দলকে। এই ম্যাচে বেঙ্গালুরু এফসি জয় নিশ্চিত করলে অনায়াসেই সুপার সিক্সের লড়াইয়ে চূড়ান্ত হয়ে যেত সার্জিও লোবেরার ছেলেরা। কিন্তু সেটা সম্ভব হয়নি। এদিন কান্তিরাভার বুকে ম্যাচ থাকলেও প্রথম থেকেই দাপট ছিল পেট্র ক্র্যাটকির ছেলেদের।

Also Read |  বুধে আইএসএলের শেষ লিগ ম্যাচে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই 

স্বাভাবিকভাবেই গোল তুলে নিতে খুব একটা সমস্যা হয়নি। ম্যাচের প্রথম কোয়ার্টারের মধ্যেই গোল করে দলকে এগিয়ে দেন ভারতীয় তারকা লালিয়ানজুয়ালা ছাংতে। যা নিঃসন্দেহে বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছিল দলের সকল ফুটবলারদের। তারপর থেকেই সময় যত এগিয়েছে ততই ভয়ঙ্কর হয়ে উঠেছে বিক্রম প্রতাপ সিং থেকে শুরু করে জর্জ ওর্টিসরা। তারপর ৩৬ মিনিটের মাথায় প্রতিপক্ষের ফাউল থেকে পেনাল্টি আদায় করে নেয় মুম্বাই। অনায়াসেই গোল করে দলের ব্যবধান বাড়িয়ে দেন নিকোলাওস। প্রথমার্ধের শেষে ২ গোলের ব্যবধানেই এগিয়েছিল দেশের বাণিজ্য নগরীর এই ফুটবল ক্লাব।

তবে দ্বিতীয়ার্ধে বেশ কয়েকবার গোলের সুযোগ পেয়ে গিয়েছিল বেঙ্গালুরু এফসি। কিন্তু কাজের কাজ হয়নি। যারফলে কিং পয়েন্ট সুনিশ্চিত করতে কোনও সমস্যা হয়নি আইএসএল জয়ী এই ফুটবল দলের। অপরদিকে বহুদিন পর্যন্ত সুপার সিক্সের আশা জিইয়ে রাখলে ও শেষ পর্যন্ত হতাশ হয়েই মরসুম শেষ করতে হল মুর্তাজা ফলদের।

Related Posts

ISL 2025: সেমিফাইনালে নিশ্চিত বাগান-গোয়া, প্লে-অফের লড়াইয়ে নতুন নিয়ম?

১২ মার্চ ২০২৫ ভারতীয় সুপার লিগ (ISL 2025) ২০২৪-২৫ মরশুমের লিগ পর্বের সমাপ্তি ঘটেছে। এর সঙ্গে প্লে-অফের মঞ্চও পুরোপুরি প্রস্তুত। মোহন বাগান সুপার জায়ান্ট ইতিহাস…

East Bengal vs Arkadag: কাজে এল না মেসির গোল, আরকাদাগের ঘরের মাঠে হার লাল-হলুদের

এএফসি চ্যালেঞ্জ লিগের স্বপ্ন শেষ ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal )। বুধবার বিকেলে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচ খেলতে নেমেছিল অস্কার ব্রুজনের ছেলেরা। পূর্ণ সময়ের শেষে…