Mohammedan SC vs Punjab FC: দুরন্ত কামব্যাক মহামেডানের, হার বাঁচালেন রবি হাঁসদা

অমীমাংসিত ফলাফলের মধ্যে দিয়ে ইন্ডিয়ান সুপার লিগ (ISL) শেষ করল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC) । পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এদিন সন্ধ্যায় শক্তিশালী পাঞ্জাব এফসির (Punjab FC) বিপক্ষে খেলতে নেমেছিল কলকাতা ময়দানের এই তৃতীয় প্রধান। সম্পূর্ণ সময়ের শেষে ২-২ গোলের ফলাফলে শেষ হয় এই ফুটবল ম্যাচ। পাঞ্জাব এফসির হয়ে এদিন গোল করেন যথাক্রমে পুলগা ভিদাল এবং লুকা মাজসেন। অন্যদিকে মহামেডান দলের হয়ে গোল পান যথাক্রমে মার্ক আন্দ্রে শমারবোক এবং রবি হাঁসদা। যারফলে ২৪ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের অষ্টম স্থানে উঠে আসলো পাঞ্জাব শিবির।

অন্যদিকে শেষ ম্যাচ খেলে মোট ১৩ পয়েন্ট সংগ্রহ করে লিগের ১৩ নম্বরেই শেষ করল মহামেডান (Mohammedan SC) দল। তবে ম্যাচের শুরুটা খুব একটা ইতিবাচক ছিল না সাদা-কালো ব্রিগেডের কাছে। হিসাব অনুযায়ী দেখলে কিশোর ভারতী অর্থাৎ মহামেডানের হোম গ্রাউন্ড হলেও প্রথম থেকেই আধিপত্য দেখিয়েছে পাঞ্জাব এফসি। বিশেষ করে ম্যাচের প্রথম কোয়ার্টারের মধ্যেই পুলগা ভিদালের গোল অ্যাডভান্টেজ যুক্ত করেছিল দলের কাছে। ‌ তারপর থেকেই ঘন ঘন আক্রমণে‌ মহামেডান রক্ষণে চাপ বাড়াতে শুরু করেছিল প্যানাজিওটিস ডিলমপেরিসের ছেলেরা।

ব্যবধান বাড়ানোর সহজ সুযোগ ও চলে এসেছিল তাঁদের কাছে। কিন্তু বল টার্গেটে রাখতে পারেননি ভিদাল। না হলে প্রথমার্ধের শেষেই দুই গোলের ব্যবধানে এগিয়ে যেতে পারত আইএস এল ফুটবল ক্লাব। কিন্তু সেটা সম্ভব হয়নি। যারফলে ১-০ গোলেই এগিয়ে থাকে ডিলপেরিসের ছেলেরা। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোলের মুখ খুলতে মরিয়া ছিল সাদা-কালো ব্রিগেড। তবে ৫৬ মিনিটের মাথায় লুকা মাজসেনের গোল আরও ব্যাকফুটে ঠেলে দিয়েছিল কলকাতা ময়দানের এই প্রধানকে। তবে পরবর্তীতে শমারবোক এবং রবির উপস্থিতি অনেকটাই শক্তিশালী করে তুলেছিল দলের আপফ্রন্টকে।

লুকা মহাসেনের গোলের প্রায় মিনিট পাঁচেকের মধ্যেই প্রথম গোল তুলে নেয় ব্ল্যাক প্যান্থার্সরা। তারপর ৬৬ মিনিটের মাথায় ফ্রাঙ্কার পাস থেকে দুরপাল্লার শট নেন রবি হাঁসদা। যার কোনও জবাব ছিল না পাঞ্জাব গোলরক্ষকের কাছে। কোনও রকমে দলের হার বাঁচাতে সক্ষম হয় মহামেডান। শুরুটা আহামরি না হলেও দ্বিতীয়ার্ধে দলের পারফরম্যান্স নিয়ে খুশি সমর্থকরা।

Related Posts

East Bengal vs Arkadag: সোম থেকেই আরকাদাগ ম্যাচের প্রস্তুতি শুরু করেছে ইস্টবেঙ্গল, আসবে জয়?

এএফসি চ্যালেঞ্জ লিগের শুরুটা খুব একটা ভালো ছিল না ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal)। প্রথম ম্যাচে পারো এফসির সঙ্গে অমীমাংসিত ফলাফলে ম্যাচ শেষ করায় যথেষ্ট হতাশা…

East Bengal FC: তুর্কমেনিস্তানে ইস্টবেঙ্গলের দুঃস্বপ্ন! এএফসি চ্যালেঞ্জ লিগের আগে দলের কঠিন পরিস্থিতি

ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) ক্লাব ইস্টবেঙ্গল এফসি’র (Turkmenistan) এএফসি চ্যালেঞ্জ লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচের জন্য তুর্কমেনিস্তান সফর একটি দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এফকে আরকাদাগের বিরুদ্ধে…