India Announces Squad: বাদ পড়লেন গুরপ্রীত! এক নজরে ভারতীয় ফুটবল দলের স্কোয়াড

India Announces Squad: বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিরাট বড় চমকের সাক্ষী থেকেছে ভারতীয় ফুটবলপ্রেমীরা। অবসর ভেঙে পুনরায় জাতীয় দলে জার্সিতে ফিরতে চলেছেন সুনীল ছেত্রী। ঘন্টা কয়েক আগেই ভারতীয় ফুটবল দলের অফিশিয়াল পেজ থেকে প্রকাশ করা হয় সেই তথ্য। যা রীতিমতো চমকে দিয়েছে সকলকে। উল্লেখ্য, গত বছরের জুন মাসে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন সুনীল ছেত্রী। যারফলে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে কুয়েত ম্যাচের শেষে তাঁকে সম্বর্ধিত করেছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পাশাপাশি কলকাতা ময়দানের দুই প্রধান। তারপর কেটে গিয়েছে অনেকগুলো মাস।

ইগর স্টিমাচের পরিবর্তে বর্তমানে দলের দায়িত্ব সামাল দিচ্ছেন মানোলো মার্কুয়েজ। তারপর থেকে এখনও পর্যন্ত জয়ের স্বাদ পায়নি ব্লু টাইগার্সরা। সেই নিয়ে যথেষ্ট হতাশা দেখা দিয়েছিল দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে। বারংবার দলের আপফ্রন্টের ফুটবলারদের ভূমিকা নিয়ে উঠে আসতে শুরু করেছিল একাধিক প্রশ্ন। তবে এবার সুনীল ছেত্রীর ফিরে আসা নিঃসন্দেহে বাড়তি অক্সিজেন যুক্ত করবে দলের অন্দরে। হিসাব অনুযায়ী দেখলে এবারের মার্চ মাসের উইন্ডোতে দুইটি ম্যাচ খেলতে চলেছে ভারতীয় ফুটবল দল। যেখানে তাঁদের লড়াই করতে হবে মালদ্বীপের পাশাপাশি বাংলাদেশের বিপক্ষে।

Also Read | Sunil Chhetri comeback: অবসর ভেঙে বাংলাদেশ-মালদ্বীপের বিরুদ্ধে খেলবেন সুনীল ছেত্রী  

সেই কথা মাথায় রেখেই আজ কিছুক্ষণ আগে ২৬ জন ফুটবলারের একটি স্কোয়াড ঘোষণা করে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। যেখানে গোলরক্ষক নির্বাচনের ক্ষেত্রে এবার দেখা গিয়েছে বড়সড় বদল। বিগত কয়েক বছর ধরে গুরপ্রীত সিং সান্ধুকে প্রথম পছন্দ হিসেবে নির্বাচিত করা হলেও এবার এই স্কোয়াডে রাখাই হল না তাঁকে। বর্তমান সময়ে দাঁড়িয়ে ইন্ডিয়ান সুপার লিগের খারাপ পারফরম্যান্সের দরুন এবার বাদ পড়লেন গুরপ্রীত। এবার গোলরক্ষক হিসেবে রয়েছেন যথাক্রমে অমরিন্দর সিং, গুরমিত সিং এবং বিশাল কাইথ।

পাশাপাশি রক্ষণভাগের ফুটবলারদের মধ্যে থাকছেন যথাক্রমে আশীষ রাই, বরিস সিং, চিংলেসানা সিং, নামতে, মেহতাব সিং, রাহুল ভেকে, রোশন সিং, সন্দেশ ঝিঙ্গান, শুভাশিস বসু। মিডফিল্ডার হিসেবে থাকছেন আশিক কুরুনিয়ান, ব্রাইসন ফার্নান্দেজ, আয়ুষ ছেত্রী, ব্রান্ডন ফার্নান্দেজ, জিকসন সিং, আপুইয়া, লিস্টন কোলাসো, নাওরেম মহেশ সিং, সুরেশ সিং। ফরোয়ার্ড লাইনে থাকছেন সুনীল ছেত্রী, ফারুক চৌধুরী, ইরফান যাদব, মনবীর সিং, লালিয়ানজুয়ালা ছাংতে।

Related Posts

Chennaiyin FC vs Jamshedpur FC: জামশেদপুরের বিপক্ষে সহজ জয়, বাড়তি অক্সিজেন চেন্নাইয়িনের

ইন্ডিয়ান সুপার লিগের সুপার সিক্সে যাওয়ার আশা আগেই শেষ হয়ে গিয়েছিল চেন্নাইয়িন এফসির (Chennaiyin FC)। অনবদ্য পারফরম্যান্সের মধ্য দিয়ে দল টুর্নামেন্ট শুরু করলেও বজায় থাকেনি…

Chennaiyin FC Transfer: এই মরোক্কান তারকাকে দলে টানতে মরিয়া চেন্নাইয়িন

শক্তিশালী ওডিশা এফসিকে পরাজিত করে ইন্ডিয়ান সুপার লিগ শুরু করেছিল চেন্নাইয়িন এফসি‌ (Chennaiyin FC)। দ্বিতীয় ম্যাচে ময়দানের তৃতীয় প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে পরাজিত…