
জয় দিয়েই এবারের আইএসএল শুরু করেছিল চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। প্রথম ম্যাচে অনায়াসেই তাঁরা পরাজিত করেছিল শক্তিশালী ওডিশা এফসিকে। কিন্তু পরবর্তীতে বজায় থাকেনি সেই ধারা। যারফলে স্বাভাবিকভাবেই প্রভাব পড়েছিল দলের পয়েন্ট টেবিলে। তারপর নতুন বছরের শুরু থেকে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি। গত ডিসেম্বরে বেঙ্গালুরু এফসির কাছে নাস্তানাবুদ হওয়ার পর জয়ের মুখ দেখতে অনেকটাই সময় লেগে গিয়েছে এই ফুটবল ক্লাবের। আটকে যেতে হয়েছে টানা পাঁচটি ম্যাচ। যারফলে সুপার সিক্সের লড়াই কার্যত অনিশ্চিত হয়ে যায় সেই দলের পক্ষে।