KKR-এর সহ অধিনায়ক ভেঙ্কটেশ, অধিনায়ক কে? জানুন 

২০২৪ আইপিএলে (IPL) শীর্ষস্থান অধিকারী কলকাতা নাইট রাইডার্স (KKR) সোমবার, ৩ মার্চ, তাদের নতুন অধিনায়ক হিসেবে অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane) কে এবং সহ-অধিনায়ক হিসেবে ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) কে ঘোষণা করেছে।

২০২৪ সালে শ্রেয়াস আয়ারের নেতৃত্বে আইপিএল জয়ী কেকেআর কিন্তু মেগা অকশনে তার সাথে সম্পর্ক ছিন্ন। অজিঙ্কা রাহানেকে দলে নেয়ার পর ভেঙ্কটেশ আইয়ারকে ২৩.৭৫ কোটি রুপিতে রেখে তাদের দল গঠন করেছে।

এ বিষয়ে কেকেআরের সিইও ভেঙ্কি মাইসোর বলেন, “আমরা অত্যন্ত আনন্দিত যে অজিঙ্কা রাহানে, যিনি তার অভিজ্ঞতা এবং নেতৃত্বের অভিজ্ঞতা নিয়ে আমাদের দলে যোগ দিচ্ছেন। পাশাপাশি ভেঙ্কটেশ আইয়ার কেকেআরের একজন মূল প্লেয়ার এবং তার মধ্যে অনেক নেতৃত্ব গুণাবলি রয়েছে। আমরা বিশ্বাস করি তারা দুজন একসাথে ভালভাবে কাজ করবে এবং আমরা আমাদের শিরোপা রক্ষা করতে সফল হব।”

অধিনায়কত্ব গ্রহণ করে অজিঙ্কা রাহানে বলেন, “কেকেআরকে নেতৃত্ব দেয়ার সুযোগ পাওয়া আমার জন্য সম্মানের বিষয়। এটি আইপিএলের সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজিগুলোর একটি। আমাদের দলে দুর্দান্ত এবং ব্যালেন্সড স্কোয়াড রয়েছে। আমি সবাইকে সাথে নিয়ে শিরোপা রক্ষার চ্যালেঞ্জ গ্রহণ করতে অপেক্ষা করছি।”

কলকাতা নাইট রাইডার্স তাদের আইপিএল ২০২৫ অভিযান শুরু করবে ২২ মার্চ, শনিবার, ইডেন গার্ডেনসে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে।

  • Related Posts

    Nita Ambani on India’s Win: চ্যাম্পিয়ন ট্রফি জয়কে ঐতিহাসিক বলে নীতার শুভেচ্ছা ‘বয়েজ ইন ব্লু’কে

    ভারতীয় ক্রিকেট দল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪ উইকেটের দাপুটে জয় ছিনিয়ে নিয়ে ইতিহাস গড়েছে। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রোববার অনুষ্ঠিত এই…

    Champions Trophy 2025: মোদীর তৃতীয় দফায় ICC-খরা কাটছে ভারতের

    ২০০৭ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ৷ এগারোতে বিশ্বকাপ৷ তেরোতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি৷ মহেন্দ্র সিং ধোনির হাতে তখন আইসিসির সব ট্রফি৷ তবে তেরোতেই যেন শেষ৷ তারপর আইসিসি…