India vs New Zealand: বিরাট-রোহিতের সামনে পুরনো ২৫ ‘বদলায়’ ২৫

গ্ৰুপ পর্বে নাটকীয় জয়ের পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ ফাইনালে (Champions Trophy 2025 Final) আবারও মুখোমুখি হতে চলেছে ভারত (India) ও নিউজিল্যান্ড (New Zealand)। একসময় সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারতীয় দলের স্বপ্নভঙ্গ করেছিল নিউজিল্যান্ড। ১৯৯৯ সালে সেই ভয়াবহ হার, যেখানে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা নিজেদের দখলে নিয়েছিল কিউইরা, আজও ভারতীয় ক্রিকেটের অনেক বড় এক ক্ষত। ২৫ বছর পরে এবার সেই ইতিহাসের বদলা নেওয়ার সুযোগ রোহিত শর্মা (Rohit Sharma) এবং বিরাট কোহলির (Virat Kohli) মতো তারকাদের সামনে।

প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল ভারত। সেই মুহূর্তে রোহিত-বিরাটদের উপর প্রত্যাশার চাপ ছিল বড়, কিন্তু তারা নিজের দায়িত্ব পালন করে ভারতীয় দলের ফাইনালে জায়গা নিশ্চিত করেছে। অন্যদিকে, নিউজিল্যান্ডও দ্বিতীয় সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে তাদের চূড়ান্ত লক্ষ্য অর্জন করেছে। নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের দাপটে তাদের সংগ্রহ ছিল ৩৬২ রান, যেখানে রাচিন রবীন্দ্র এবং কেন উইলিয়ামসন শতরান করেন।

এদিকে দক্ষিণ আফ্রিকা, যার ক্রিকেট ইতিহাসে বহুবার ‘চোকার্স’ তকমা লেগেছে, আবারও সেই পরিচিত বাস্তবতায় ফিরে যায়। ডেভিড মিলারের সেঞ্চুরি এবং রাসি ভ্যান ডার ডুসেন ও তেম্বা বাভুমার হাফ সেঞ্চুরি সত্ত্বেও দক্ষিণ আফ্রিকা শেষ পর্যন্ত ৫০ রানে হেরে যায়।

তাই আগামী রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল ম্যাচ শুধুমাত্র শিরোপার জন্য নয়, ভারতীয় ক্রিকেটের গর্ব এবং আত্মসম্মানের জন্যও গুরুত্বপূর্ণ। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে ১৯৯৯ সালের ফাইনালে ভারত হারলেও, এখন রোহিত শর্মা, বিরাট কোহলি, এবং তাদের সতীর্থদের সামনে রয়েছে প্রতিশোধের সুযোগ। ২৫ বছর পর সেই হার ঘোচানোর আরেকটি সুযোগ এসেছে। কিউইদের বিরুদ্ধে এই মহা ফাইনালেই শেষ হয়ে যাবে পুরনো হতাশার কষ্ঠ! সেই দিকেই নজর কোটি কোটি ভারতবাসী থেকে ক্রিকেট প্রেমীদের।

  • Related Posts

    Champions Trophy 2025: মোদীর তৃতীয় দফায় ICC-খরা কাটছে ভারতের

    ২০০৭ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ৷ এগারোতে বিশ্বকাপ৷ তেরোতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি৷ মহেন্দ্র সিং ধোনির হাতে তখন আইসিসির সব ট্রফি৷ তবে তেরোতেই যেন শেষ৷ তারপর আইসিসি…

    India Celebration: মরুশহরে ‘ইতিহাস’, কলকাতা থেকে মুম্বই-দিল্লিতে উচ্ছ্বসিত দেশবাসী

    ৯ই মার্চ, ২০২৫ ইতিহাস গড়ল ভারত (India)। চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ ফাইনালে (Champions Trophy 2025 Final) পরাজিত নিউজিল্যান্ড (New Zealand)। ভারতের ক্রিকেট দলের এই ঐতিহাসিক জয়ের…