Champions Trophy 2025: ফাইনাল জিতে ‘গ্যাংনাম স্টাইলে’ মাতোয়ারা ভারতীয় ত্রয়ী

চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) ফাইনালে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে শিরোপা জয় করল ভারত। উত্তেজনাপূর্ণ এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৫০ ওভারে ২৫২ রানের লক্ষ্য বেঁধে দেয়। জবাবে, ভারতীয় ব্যাটসম্যানরা আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাটিং করে সহজেই সেই লক্ষ্যে পৌঁছে যায়।

নিউজিল্যান্ডের ব্যাটিং পারফরম্যান্স
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। ওপেনার ডেভন কনওয়ে (৪৫) ও কেন উইলিয়ামসন (৫৭) দারুণ শুরু করলেও ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে বড় স্কোর গড়তে ব্যর্থ হয় কিউইরা। ভারতের বোলিং আক্রমণে নেতৃত্ব দেন আর্শদীপ সিং ও রবীন্দ্র জাদেজা। আর্শদীপ নেন ৩ উইকেট, আর জাদেজা গুরুত্বপূর্ণ ২ উইকেট তুলে নেন। শেষ পর্যন্ত নিউজিল্যান্ড ৫০ ওভারে ২৫২ রান তোলে।

ভারতের জয়সূচক ব্যাটিং
২৫৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারতীয় ওপেনার শুভমান গিল (৭৮) ও অধিনায়ক রোহিত শর্মা (৬৫) দারুণ শুরু করেন। বিরাট কোহলি (৪৬) ও শ্রেয়াস আইয়ার (৩৪) দলকে জয়ের আরও কাছে নিয়ে যান। শেষ পর্যন্ত, ৪৪ ওভারেই ৬ উইকেট হারিয়ে সহজেই জয় নিশ্চিত করে ভারত।

উল্লাসে মাতোয়ারা ভারতীয় শিবির
ম্যাচ জেতার পর ভারতের খেলোয়াড়রা মাঠেই উল্লাসে মেতে ওঠেন। বিশেষ করে আর্শদীপ সিং, রবীন্দ্র জাদেজা ও হর্ষিত রানা জনপ্রিয় ‘গ্যাংনাম স্টাইল’ নাচে মেতে ওঠেন, যা দর্শকদের মধ্যে দারুণ উচ্ছ্বাস সৃষ্টি করে। তাদের উদযাপনের মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

এই জয়ের ফলে ভারতীয় ক্রিকেট দল আরও একবার প্রমাণ করল কেন তারা বিশ্বের অন্যতম সেরা দল। চ্যাম্পিয়ন্স ট্রফি জয় ভারতের ক্রিকেট ইতিহাসে আরও একটি গৌরবোজ্জ্বল অধ্যায় যোগ করল।

Related Posts

Nita Ambani on India’s Win: চ্যাম্পিয়ন ট্রফি জয়কে ঐতিহাসিক বলে নীতার শুভেচ্ছা ‘বয়েজ ইন ব্লু’কে

ভারতীয় ক্রিকেট দল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪ উইকেটের দাপুটে জয় ছিনিয়ে নিয়ে ইতিহাস গড়েছে। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রোববার অনুষ্ঠিত এই…

Champions Trophy 2025: মোদীর তৃতীয় দফায় ICC-খরা কাটছে ভারতের

২০০৭ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ৷ এগারোতে বিশ্বকাপ৷ তেরোতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি৷ মহেন্দ্র সিং ধোনির হাতে তখন আইসিসির সব ট্রফি৷ তবে তেরোতেই যেন শেষ৷ তারপর আইসিসি…