Champions Trophy 2025: আই সি সি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫: ট্রাজিক হিরো শ্রেয়াস

শেষ হল চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) মহারণ। সহজ জয় না পেলেও রোহিত, শ্রেয়াস এবং পান্ডিয়ার ব্যাটিংয়ে ভর করে এবারের ট্রফি ঘরে তুলছেন রোহিত এন্ড টিম। তবে পুরস্কার বিতরণেও কিছুটা বিতর্ক থেকেই গেল। টুর্নামেন্টের সেরা হলেন ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার রাচিন রবীন্দ্র। কিন্তু পুরো সিরিজে ভালো খেলেও এই সম্মান পেলেন না ভারতীয় ক্রিকেটের তরুণ তুর্কি শ্রেয়াস আইয়ার। লড়াই করে দলকে জিতিয়েও তিনি যেন রয়ে গেলেন ট্রাজিক হিরো। শ্রেয়াস ধারাবাহিক ভাবেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে যথেষ্ট ভালো ব্যাটিং করেছেন। মোট রানের ভিত্তিতে রাচিন এগিয়ে থাকলেও শ্রেয়াসের ব্যাটিং দক্ষতা মুগ্ধ করেছে ভারতীয় দর্শক থেকে শুরু করেছে ক্রিকেটের বিদ্দজনেদের।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোট পাঁচটি ইনিংস ব্যাটিং করে তার সংগ্রহ ২৪৩ রান। প্রথম ম্যাচে রান পাননি শ্রেয়াস, ভালো ব্যাটিং করে দলকে জিতিয়েছিলেন শুভমান গিল। প্রসঙ্গত সেই ম্যাচের পরেই সঞ্জয় মঞ্জরেকার বলেছিলেন শুভমান গিল লম্বা রেসের ঘোড়া, কিন্তু শ্রেয়াস নন। তার এই মন্তব্য নিয়ে ক্রিকেট মহলে উঠেছিল গুঞ্জন। কিন্তু সমস্ত বিতর্ক গুঞ্জন কে মিথ্যে প্রমান করে লম্বা রানের ইনিংস খেলে ভারতীয় দলের হার বাঁচিয়েছেন শ্রেয়াস। আজকের ফাইনাল ম্যাচে হাফ সেঞ্চুরি না পেলেও ৪৮ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন তিনি কিন্তু সিরিজের সেরা হওয়ার শিকে ছিঁড়লনা তার ভাগ্যে।

তবে ব্যাটসম্যান হিসেবে রাচিন রবীন্দ্রর তুলনা মেলা ভার। তার দল ফাইনাল না জিততে পারলেও তার ব্যাটিংয়ের ম্যাজিকে মুগ্ধ ক্রিকেট বিশ্ব। সম্প্রতি গাব্বায় পাকিস্তানের বিরুদ্ধে একটি সিরিজে ক্যাচ ধরতে গিয়ে মারাত্মক আহত হন রবীন্দ্র। মাথায় পড়েছিল একাধিক সেলাই। তারপরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার জায়গা প্রায় অনিশ্চিত ছিল। তবুও সমস্ত আঘাত কে তুচ্ছ করে রবীন্দ্র পুরো আই সি সি র টুর্নামেন্ট খেললেন এবং ক্রিকেট প্রেমীদের মন জয় করলেন। তবে সিরিজ সেরার পুরস্কারের দাবিদার রাচিনের থেকে কিছু কম ছিলেন না শ্রেয়াস। বিদ্ধংসী ইনিংস না খেললেও দায়িত্ব নিয়ে ক্রিজে টিকে থেকে ধারাবাহিক ভাবে একাধিকবার দলকে জিতিয়েছেন তিনি। এবার না হলেও পরবর্তী আই সি সি টুর্নামেন্ট গুলোতে ক্রিকেট প্রেমীরা আশা করবেন যেন শ্রেয়াস সেরার মুকুট পরেন।

Related Posts

IPL 2025: KKR-এর বিরুদ্ধে IPL শুরুর আগে বেঙ্গালুরু পৌঁছলেন তরুণ অলরাউন্ডার

ইংল্যান্ডের তরুণ অলরাউন্ডার জ্যাকব বেটেল (Jacob Bethell) দীর্ঘদিন আঘাতের কারণে ভারত সিরিজ এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাইরে ছিলেন। অবশেষে তিনি বেঙ্গালুরু পৌঁছলেন রয়্যাল চ্যালেঞ্জার্স…

KKR in IPL 2025: গম্ভীরের পরিবর্তে কলকাতা নাইট রাইডার্সের নতুন মেন্টর, জানালেন তার লক্ষ্য

কলকাতা নাইট রাইডার্স (KKR) ২০২৪ আইপিএল শিরোপা জয়ের সাফল্যের পর গৌতম গম্ভীরকে মেন্টর হিসেবে বদলি করে এবার ডোয়েন ব্রাভো ২০২৫ আইপিএলে (IPL 2025) নতুন মেন্টর…