
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি (Champion Trophy 2025) জয়ী ভারত। নিউজিল্যান্ড কে চার উইকেটে হারিয়ে ট্রফি ঘরে তুলল রোহিত, বিরাটরা। ভারতের এই জয়ে ভারতবাসী যতটা আনন্দিত ঠিক ততটাই হতাশ বাংলাদেশী দর্শকরা। ২০২৩ সালে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে হেরে ট্রফি হাতছাড়া হবার পর সমাজ মাদ্ধমে বয়ে গেছিল ট্রোলের বন্যা। সেই সময় বাংলাদেশের দর্শকরা যথেষ্ট উচ্ছাস দেখিয়েছিলেন। সমাজমাদ্ধম ভরে গেছিল ভারতীয় টিম বিরুদ্ধ পোস্টে। এমনকি এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সেমি ফাইনালে ভারত অস্ট্রেলিয়ার কাছে হারবে বলেও প্রচুর মাতামাতি দেখা যায় বাংলাদেশি দর্শকদের মধ্যে। কিন্তু তাদের আশা এবার বিশ বাওঁ জলে, নিউজিল্যান্ড কে কার্যত পর্যুদস্ত করে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তুলল ভারতীয় ক্রিকেট দল।