চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনালে ভারত-অস্ট্রেলিয়া লড়াই, বদল অজি দলে

রাত পোহালেই দুবাইয়ে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) প্রথম সেমিফাইনাল (Semifinal)। এই ম্যাচে ভারতের (India) মুখোমুখি হবে অস্ট্রেলিয়া (Australia)। অজিরা আগেভাগেই দুবাই পৌঁছে গিয়েছে এবং প্র্যাকটিসও শুরু করেছে। তবে অস্ট্রেলিয়ার দলে এসেছে একটি পরিবর্তন। চোট পাওয়া ম্যাট শর্টের বদলে দলে ডাক পেয়েছেন স্পিন অলরাউন্ডার কুপার কনোলি।

রবিবার নিউজিল্যান্ডকে ৪৪ রানে হারিয়ে ভারতের সেমিফাইনালে প্রতিপক্ষ নিশ্চিত হয়েছে। ম্যাচে ভারতের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন বরুণ (৫ উইকেট) এবং কুলদীপ (২ উইকেট)। এবার তারা দুবাইয়ের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামবে। অজিরা জানে এই মাঠে ভারতীয় স্পিনারদের মোকাবেলা করা একটা বড় চ্যালেঞ্জ হতে চলেছে, তাই তাদের প্র্যাকটিসে বিশেষভাবে স্পিন ব্যাটিংয়ের দিকে মনোযোগ দেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়ার দলের প্র্যাকটিসে যোগ দিয়েছিলেন সংযুক্ত আরব আমিরশাহির জাতীয় দলের তরুণ অফস্পিনার হর্ষিত শেঠসহ বেশ কয়েকজন অফস্পিনার। নেট বোলারদের বিশেষ লাইন লেংথে বোলিং করতে বলা হয়েছিল, যাতে অস্ট্রেলীয় ব্যাটাররা সেই অনুযায়ী স্পিন মোকাবেলা করতে প্রস্তুত হন।

অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডার অনুযায়ী রবিবার প্র্যাকটিসে ব্যাটিং করেন স্মিথরা। তবে সবচেয়ে বড় প্রশ্ন এখনো রয়ে গেছে, ট্রাভিস হেডের সঙ্গে ওপেন করবেন কে? চোটের কারণে ছিটকে গিয়েছেন ম্যাট শর্ট। তার জায়গায় কুপার কনোলিকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। কুপার ছিলেন সফরকারী রিজার্ভ দলেই, তার অন্তর্ভুক্তির ছাড়পত্র দিয়েছে আইসিসি। তবে অস্ট্রেলিয়া বিকল্প হিসেবে জেক ফ্রেসার ম্যাকগার্ককেও দলে আনতে পারত কিন্তু স্পিন অলরাউন্ডার কুপারের অন্তর্ভুক্তির মাধ্যমে ধারণা করা হচ্ছে, অস্ট্রেলিয়া একাধিক স্পিনার নিয়ে খেলতে পারে।

এখন ভারত এবং অস্ট্রেলিয়া দুজনই সেমিফাইনালের জন্য প্রস্তুত। তবে বিশেষ করে ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার প্রস্তুতি কীভাবে কাজ করবে, সেটাই এখন দেখার বিষয়।

  • Related Posts

    Nita Ambani on India’s Win: চ্যাম্পিয়ন ট্রফি জয়কে ঐতিহাসিক বলে নীতার শুভেচ্ছা ‘বয়েজ ইন ব্লু’কে

    ভারতীয় ক্রিকেট দল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৪ উইকেটের দাপুটে জয় ছিনিয়ে নিয়ে ইতিহাস গড়েছে। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে রোববার অনুষ্ঠিত এই…

    Champions Trophy 2025: মোদীর তৃতীয় দফায় ICC-খরা কাটছে ভারতের

    ২০০৭ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ৷ এগারোতে বিশ্বকাপ৷ তেরোতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি৷ মহেন্দ্র সিং ধোনির হাতে তখন আইসিসির সব ট্রফি৷ তবে তেরোতেই যেন শেষ৷ তারপর আইসিসি…