
গত সোমবার ইন্ডিয়ান সুপার লিগের হোম ম্যাচ খেলতে নেমেছিল চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল হুয়ান পেদ্রো বেনালির শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডের সঙ্গে। গত বেঙ্গালুরু ম্যাচের হতাশা ভুলে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি। বরং নিজেদের ঘরের মাঠেই ক্রমশ ব্যাকফুটে চলে যেতে শুরু করেন জর্ডান উইলমার গিলরা। সময় যত এগোয় ততই গোলের সংখ্যা বাড়তে শুরু করে জন আব্রাহামের নর্থইস্ট ইউনাইটেড। প্রথম কোয়ার্টারের মধ্যেই গোল করে দলকে এগিয়ে দেন নেস্টর আলবিয়াচ। তবে সুযোগ বুঝে পাল্টা আক্রমণে উঠে আসতে শুরু করেছিল কোনর শিল্ডসরা। কিন্তু কাজের কাজ হয়নি।