
চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ (ICC Champions Trophy 2025) এর আয়োজক ছিল পাকিস্তান (Pakistan), কিন্তু টুর্নামেন্টের শেষে পুরস্কার মঞ্চে তাদের কোনও প্রতিনিধি উপস্থিত ছিল না, যা ইতিমধ্যেই নেটদুনিয়ায় বিতর্কের সৃষ্টি করেছে। এহেন পরিস্থিতিতে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) আরও একটি বিতর্ক সৃষ্টি করেছে। তাদের দাবি, চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের সময় দুবাইয়ে তারা উপস্থিত ছিলেন, কিন্তু তাদের প্রতিনিধিকে পুরস্কার মঞ্চে ডাকা হয়নি।
পাকিস্তানকে নামমাত্র আয়োজক হিসেবে চিহ্নিত করা হলেও, পুরো টুর্নামেন্ট জুড়ে তাদের ভূমিকা বারবার প্রশ্নবিদ্ধ হয়েছে। ম্যাচের আয়োজন, পরিকাঠামো এবং নিরাপত্তা নিয়ে নানা সংশয় তৈরি হয়েছে। নিরাপত্তাজনিত কারণে ভারত পাকিস্তানে না গিয়ে পুরো টুর্নামেন্ট দুবাইয়ে খেলেছে। কিন্তু এতসবের পরেও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাকিস্তান বোর্ডের কোনও প্রতিনিধি উপস্থিত না থাকায় নানা প্রশ্ন উঠছে।
অনেকে মনে করেছিলেন, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাকিস্তান বোর্ডের প্রতিনিধি হাজির থাকবেন, কিন্তু বাস্তবে তা হয়নি। পুরস্কার তুলে দেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ, বিসিসিআই সভাপতি রজার বিনিও এবং বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া।
পাকিস্তান বোর্ডের তরফে জানানো হয়েছে যে, তাদের প্রতিনিধি দুবাইয়ে উপস্থিত ছিলেন, তবে আইসিসির কাছে বিষয়টি জানানো হয়নি, যার ফলে তাঁকে মঞ্চে ডাকা হয়নি। পিসিবির পক্ষ থেকে বলা হচ্ছে, আইসিসি এ ব্যাপারে ভুল তথ্য পেয়েছে।
Pakistan was the host country but no one from PCB invited on the stage.
pic.twitter.com/pemi8As7YA
— Wokeflix (@wokeflix_) March 9, 2025
এছাড়া পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মহসিন নকভি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ায় তাঁর দুবাই যাওয়া সম্ভব হয়নি। তাই তাদের সিইও সুমের আহমেদকে পাঠানো হয়েছিল, কিন্তু আইসিসি তাদের উপস্থিতি সম্পর্কে অবহিত ছিল না, যার ফলে সুমেরকে পুরস্কার মঞ্চে ডাকা হয়নি।
এই বিষয় নিয়ে পাক বোর্ড ক্ষিপ্ত এবং তারা আইসিসির কাছে অভিযোগ জানাবে বলে জানিয়েছে। তবে, প্রশ্ন উঠছে যে, কেন পাকিস্তান বোর্ড বিষয়টি আগে থেকেই আইসিসির জানিয়ে দেয়নি?