Mohun Bagan SG: কত দূর এগোল বাগানের নির্বাচনী প্রক্রিয়া?

সোমবার মোহনবাগান ক্লাব (Mohun Bagan SG) তাদের নির্বাচনী প্রক্রিয়া (Election Process) আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল। ক্লাব তাঁবুতে এক কার্যকরী সমিতির বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান সিদ্ধান্তটি ছিল নির্বাচন সংক্রান্ত কমিটি গঠন। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে একটি পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে, যাদের হাতে আগামী ২০ মার্চ থেকে সমস্ত ক্ষমতা হস্তান্তর করা হবে। এই কমিটি নির্বাচনের দিনক্ষণ ও অন্যান্য সিদ্ধান্ত নির্ধারণ করবে।

বৈঠকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি কুণাল ঘোষ, সৌমিক বোস, প্রাক্তন ফুটবলার সত্যজিৎ চট্টোপাধ্যায়, মানস ভট্টাচার্য সহ ক্লাবের অন্যান্য সদস্যরা। কুণাল ঘোষ জানান, “আজকের বৈঠকে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০ মার্চ পরবর্তী বৈঠকে নির্বাচনী বোর্ডকে দায়িত্ব হস্তান্তর করা হবে।” এছাড়া সৃঞ্জয় বোসও ক্লাব তাঁবুতে উপস্থিত ছিলেন, যাকে ঘিরে উৎসাহী সমর্থকদের ভিড় ছিল।

লিগ শিল্ড জয় উপলক্ষে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোহনবাগান ক্লাবকে অভিনন্দন জানিয়ে একটি বার্তা পাঠিয়েছেন। তিনি বলেন, “আরও একবার আইএসএল লিগ শিল্ড জয় করল আমাদের প্রিয় মোহনবাগান। এই কৃতিত্বটি ইতিহাসে প্রথমবারের মতো পরপর দুবার অর্জিত হল। আমি ক্লাবের সকল খেলোয়াড়, সাপোর্ট স্টাফ, সদস্য এবং সমর্থকদের অভিনন্দন জানাই।”

এদিন ক্লাব তাঁবুতে পতাকা উত্তোলন অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। তবে, লিগ শিল্ড জয়ের পরও ক্লাবের ফুটবলাররা উপস্থিত ছিলেন না। কারণ, আইএসএল কাপ এখনও বাকি রয়েছে, এবং সেই লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত উৎসবে মাততে নারাজ কোচ মোলিনা।

এছাড়া, ক্লাব তাঁবুর পিছনে মালিদের জন্য ঘর নির্মাণের কাজও শেষ হয়েছে, যার উদ্বোধন ২০ মার্চ করা হবে।

Related Posts

ভারতের জয়ে বিজয় র‍্যালি ঘিরে ধুন্ধুমার, ভাঙচুর, পোড়ানো হল গাড়ি

ভোপাল: মরু শহরে কিউয়িদের পরাস্ত করে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ছিনিয়ে নেয় ভারত৷ সেই আনন্দে বিজয়োৎসব শুরু হয় গোটা দেশে৷ ভারতের জয় উদযাপনে সামিল হয়েছিল মধ্যপ্রদেশেও৷…

Rohit Sharma: রোহিতের ভূয়সী প্রশংসায় সেঞ্চুরি নিয়ে খোঁচা তৃণমূল সাংসদের!

রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) তৃতীয় শিরোপা জয় ভারতের (India)। একদিকে যেমন আনন্দের আবহে মেতে উঠেছে দেশবাসী, অন্যদিকে কিছু সমালোচকও…