Mohammedan SC Plans: একাধিক বিদেশি বদলের পরিকল্পনা মহামেডানের

গত বছর আইলিগ জয়ের ফলে এবার আইএসএল খেলার ছাড়পত্র পেয়েছিল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC)। যা নিঃসন্দেহে বড়সড় পাওনা ছিল সকলের কাছে। তারপর অনবদ্য পারফরম্যান্সের মধ্য দিয়ে দেশের এই প্রথম ডিভিশন লিগ শুরু করেছিল সাদা-কালো ব্রিগেড। প্রথম ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের কাছে পরাজিত হতে হলেও ফুটবলারদের লড়াই সহজেই মন জয় করেছিল সমর্থকদের। তারপর দ্বিতীয় ম্যাচে শক্তিশালী এফসি গোয়ার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে ম্যাচ শেষ করার পর তৃতীয় ম্যাচে অনায়াসেই তাঁরা পরাজিত করেছিল শক্তিশালী চেন্নাইয়িন এফসিকে।

অ্যাওয়ে ম্যাচে দলের এই জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়েছিল দলের সকল ফুটবলারদের। যারফলে একটা সময় কলকাতা ময়দানের বাকি দুই প্রধানের তুলনায় কিছুটা উপরে ছিল মহামেডান। কিন্তু সেটা বজায় থাকেনি বেশিদিন। সময় এগোনোর সাথে সাথেই ক্রমশ পিছিয়ে পড়তে শুরু করে ব্ল্যাক প্যান্থার্সরা। তবে নতুন বছরের শুরু থেকে ঘুরে দাঁড়িয়ে পয়েন্ট টেবিলের উপরে উঠে আসার লক্ষ্য থাকলেও সেটা বাস্তবায়িত হয়নি। শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে অমীমাংসিত ফলাফলে ম্যাচ শেষ করার পর শক্তিশালী বেঙ্গালুরু এফসির বিপক্ষে জয় ছিনিয়ে সকলকে চমকে দিলে ও বজায় থাকেনি সেই ধারাবাহিকতা।

Also Read | ওয়েন কয়েলের হাত ধরে চেন্নাইয়িনের নয়া তারকা ইরফানের উত্থান 

দ্বিতীয় লেগে ওয়েন কোয়েলের চেন্নাইয়িন এফসি থেকে শুরু করে মুম্বাই সিটি হোক কিংবা মোহনবাগান। সকলের কাছেই বিরাট বড় ব্যবধানে পরাজিত হতে থাকে রেড রোডের এই ফুটবল ক্লাব। এমনকি গত ১০ ই মার্চ আইএসএলের শেষ ম্যাচে ও আটকে যেতে হয়েছিল প্যানাজিওটিস ডিলমপেরিসের শক্তিশালী পাঞ্জাব এফসির কাছে ও আটকে যেতে হয়েছিল সাদা-কালো শিবিরকে। সেই ম্যাচে রবি হাঁসদা গোল সকলের মন জয় করলেও অধিকাংশ ফুটবলারদের পারফরম্যান্স নিয়ে যথেষ্ট হতাশ থেকেছেন দলের অন্তর্বর্তীকালীন কোচ মেহরাজুদ্দিন ওয়াডু।

এমনকি দলের একাধি ফুটবলারদের গুনগত মান নিয়ে ও প্রশ্ন তুলেছিলেন তিনি। যদিও পুরনো সমস্ত কিছু ভুলে সুপার কাপে ভালো পারফরম্যান্স করাই এখন অন্যতম লক্ষ্য সকলের। তবে এসবের মাঝেই উঠে আসতে শুরু করেছে নয়া তথ্য। বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, আসন্ন ফুটবল মরসুমের কথা মাথায় রেখে একাধিক ফুটবলারদের পরিবর্তন করতে চলেছে মহামেডান। সেক্ষেত্রে আব্দুল মহম্মদ কাদিরি বাদ দিয়ে ছাঁটাই করা হতে পারে অন্যান্য ফুটবলারদের। যদিও তাঁর থাকার বিষয়টি এখনও পর্যন্ত চূড়ান্ত নয়। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে সমস্ত কিছু।

  • Related Posts

    Sangita Basfore: জাতীয় দলের অভিজ্ঞ বাঙালি মিডফিল্ডার সঙ্গীতা মশালবাহিনীতে

    জাতীয় দলের (Indian National Football Team) অভিজ্ঞ বাঙালি মিডফিল্ডার সঙ্গীতা বাসফোর (Sangita Basfore) ইস্টবেঙ্গল ক্লাবে (East Bengali FC) যোগ দিয়েছেন। ইন্ডিয়ান ওমেন্স লীগের পরবর্তী অংশ…

    Mohammedan SC Season Review: হতাশার মরসুম শেষে পুনর্গঠনের চ্যালেঞ্জে টিম ব্ল্যাকপ্যান্থার

    ইন্ডিয়ান সুপার লিগ (ISL) ২০২৪-২৫ মরসুমে প্রথমবার অংশ নেওয়া মহামেডান এসসি-র জন্য এটি ছিল একটি দুঃস্বপ্নের মতো অভিজ্ঞতা। কলকাতার ঐতিহ্যবাহী এই ক্লাব, যিনি গত মরসুমে…