দল ছাড়বেন বিক্রম প্রতাপ? ব্যাপক জল্পনা

গত বছর শক্তিশালী মোহনবাগান সুপার জায়ান্টকে পরাজিত করে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। সেই ম্যাচে পিছিয়ে থেকেও জয় নিশ্চিত করেছিল দেশের বাণিজ্য নগরীর ফুটবল ক্লাব। কিন্তু সেই ধারা বজায় থাকেনি এই বছর। ডুরান্ড কাপ হোক কিংবা ইন্ডিয়ান সুপার লিগ। প্রতিটি ক্ষেত্রেই হতাশাজনক পারফরম্যান্স নিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল মুম্বাই। দ্বিতীয় ম্যাচ থেকে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি। বরং একের পর এক ম্যাচে পরাজিত হতে হয়েছিল রণবীর কাপুরের দলকে। স্বাভাবিকভাবেই প্রভাব পড়েছিল পয়েন্ট টেবিলে।

তবু ও দ্বিতীয় লেগের শুরু থেকে ইতিবাচক পারফরম্যান্স ছিল পেট্র ক্র্যাটকির ছেলেদের। যারফলে একাধিক ফুটবল ক্লাবকে ছিটকে দিয়ে সুপার সিক্সে স্থান পাকা করে ফেলেছিল মুম্বাই। কিন্তু সেটা বজায় থাকেনি বেশিদিন। নক আউটের প্রথম ম্যাচেই সুনীল ছেত্রীদের বেঙ্গালুরু এফসির কাছে বিরাট বড় ব্যবধানে পরাজিত হয়ে ছিটকে যেতে হয় দেশের এই প্রথম ডিভিশন লিগ থেকে। এক কথায় বিরাট ধাক্কা ছিল সকলের কাছে। দলের এমন পারফরম্যান্স নিঃসন্দেহে হতাশ করেছে ম্যানেজমেন্টকে। সেই ধাক্কা কাটিয়ে এবার আসন্ন টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স করাই প্রধান লক্ষ্য এই দলের।

পাশাপাশি নতুন সিজনের জন্য ঘর গোছানোর কাজও শুরু করে দিয়েছে সিটি ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে বিদেশি ফুটবলারদের পাশাপাশি একাধিক ভারতীয় ফুটবলারদের ও রিলিজ করার পরিকল্পনা রয়েছে এই ফুটবল দলের। তাছাড়াও পারফরম্যান্সের ভিত্তিতে কয়েকজন ফুটবলারদের সঙ্গে চুক্তি বাড়ানোরও পরিকল্পনা রয়েছে আইএসএল জয়ী এই ফুটবল ক্লাবের। যাদের মধ্যে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে বিক্রম প্রতাপ সিংয়ের নাম। চলতি ফুটবল মরসুমে মুম্বাই দলের জার্সিতে প্রায় কুড়িটি ম্যাচ খেলেছেন তিনি।

তারমধ্যে একটি গোল ও রয়েছে এই ভারতীয় উইঙ্গারের। খুব একটা গোল না পেলেও দলের আপফ্রন্টকে যথেষ্ট শক্তিশালী করে তুলেছিলেন তিনি। কিন্তু সবদিক মাথায় রেখে তাঁর সঙ্গে চুক্তি বাড়ানোর পরিকল্পনা থাকলেও এখনও পর্যন্ত খুব একটা আগ্রহ প্রকাশ করেননি ভারতীয় ফুটবলার। যারফলে নতুন সিজনে আদৌ তিনি দলে থাকতে চাইবেন কিনা সেটা স্পষ্ট নয়। শোনা যাচ্ছে, আসন্ন মরসুমে অন্যকোন ও আইএসএল জয়ী দলে যোগদান করতে পারেন এই তারকা।

  • Related Posts

    স্বচ্ছতার প্রশ্নে সুপার কাপ থেকে নাম প্রত্যাহার চার্চিল ব্রাদার্সের

    ভারতীয় ফুটবলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে চার্চিল ব্রাদার্সের (Churchill Brothers) সুপার কাপ ২০২৫ থেকে নাম প্রত্যাহারের সিদ্ধান্ত। শনিবার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) কাছে এই…

    এফসি গোয়ার ব্রিসন পেলেন আইএসএল সেরা উদীয়মানের খেতাব

    ইন্ডিয়ান সুপার লিগ (ISL 2025) ২০২৪-২৫ মরসুমে এফসি গোয়ার মিডফিল্ডার ব্রিসন ফার্নান্ডেস (Brison Fernandes) নির্বাচিত হয়েছেন ‘ইমার্জিং প্লেয়ার অফ দ্য সিজন’। এই পুরস্কার ভারতীয় ফুটবলের…