Sunil Chhetri Comeback: ছেত্রীর প্রত্যাবর্তন আত্মবিশ্বাস বাড়াবে মানোলোর ছেলেদের

অবসর ভেঙে পুনরায় জাতীয় দলের জার্সিতে ফিরতে চলেছেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফে প্রকাশ করা হয় সেই তথ্য। যা রীতিমতো চমকে দিয়েছে সকলকে। উল্লেখ্য, গত বছরের জুন মাসে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন সুনীল ছেত্রী। সেবার সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে শক্তিশালী কুয়েতের সঙ্গে গোলশূন্যভাবে ম্যাচ শেষ করার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন বিশ্ব ফুটবলের অতি পরিচিত এই মুখ। তারপর কেটে গিয়েছে বেশ কয়েকটি মাস। তাঁর মধ্যেই ফের ভারতীয় ফুটবল দলের জার্সিতে প্রত্যাবর্তন ঘটতে চলেছে এই তারকা ফুটবলারের। এখন সেই দিকেই নজর রয়েছে দেশের সকল ফুটবলপ্রেমী মানুষদের।

হাতে মাত্র আর কয়েকটা দিন। তারপরেই আগামী ১৯ শে মার্চ মালদ্বীপের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে ব্লু টাইগার্সরা। তারপর কয়েকটা দিন বিশ্রাম নিয়েই আগামী ২৫ শে মার্চ প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে খেলতে হবে এশিয়ান কাপ কোয়ালিফায়ারের প্রথম লেগের ম্যাচ।‌সেজন্য গতকাল রাতেই ২৬ জন ফুটবলারদের একটি স্কোয়াড ঘোষণা করা হয় আইএফএফ এর তরফে। যেখানে একাধিক নতুন মুখের পাশাপাশি ফরোয়ার্ড লাইনে ঝড় তোলার ক্ষেত্রে দেখা গিয়েছে সুনীল ছেত্রী নাম। যারফলে সব ঠিকঠাক থাকলে এই দুই ম্যাচেই জাতীয় দলের জার্সিতে খেলতে পারেন এই তারকা।

Also Read |  Sunil Chhetri comeback: অবসর ভেঙে বাংলাদেশ-মালদ্বীপের বিরুদ্ধে খেলবেন সুনীল ছেত্রী

তাঁর ফিরে আসা নিঃসন্দেহে বাড়তি অক্সিজেন যুক্ত করতে চলেছে ভারতীয় দলকে। সেটিকে কাজে লাগিয়েই ভারতীয় দলের দায়িত্ব গ্রহণের পর প্রথম জয়ের স্বাদ পেতে চাইবেন মানোলো মার্কুয়েজ। বৃহস্পতিবার রাতে স্কোয়াডে সুনীল ছেত্রীকে রাখার প্রসঙ্গে এই স্প্যানিশ কোচ বলেন, ” এশিয়ান কাপের জন্য যোগ্যতা অর্জন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। টুর্নামেন্টের গুরুত্ব এবং সামনের ম্যাচগুলির কথা বিবেচনা করে, আমি সুনীল ছেত্রীর সাথে জাতীয় দলকে শক্তিশালী করার জন্য প্রত্যাবর্তনের বিষয়ে আলোচনা করেছি। তিনি সম্মত হয়েছেন, এবং তাই আমরা তাঁকে দলে অন্তর্ভুক্ত করেছি।”

অর্থাৎ সুনীল ছেত্রীকে সামনে রেখেই এবার বাজিমাত করতে চাইছে‌ন মানোলো। বলাবাহুল্য, গত ইন্টারকন্টিনেন্টাল কাপ থেকেই ভারতীয় ফুটবল দলের দায়িত্ব সামাল দিয়ে আসছেন মার্কুয়েজ। যার মধ্যে মোট চারটি ম্যাচের মধ্যে তিনটি ড্র থাকার পাশাপাশি ইন্টারকন্টিনেন্টাল কাপে শক্তিশালী সিরিয়ার কাছে পরাজিত হয়েছে ব্লু-টাইগার্সরা। যা স্বাভাবিকভাবেই হতাশ করেছিল সকলকে। সেখান থেকেই এবার ঘুরে দাঁড়ানোর লড়াই।

Related Posts

অনবদ্য সৌম্যা! এক ম্যাচ বাকি থাকতেই ওমেন্স লিগ জয় লাল-হলুদের

লিগের রঙ লাল-হলুদ। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার বিকেলে কল্যাণী স্টেডিয়ামে জাতীয় লিগের ম্যাচ খেলতে নেমেছিল অ্যান্থনি অ্যান্ড্রুজের মেয়েরা (East Bengal Women’s Team)। সম্পূর্ণ সময়ের…

বেঙ্গালুরুর সামনে মোহনবাগানের শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ

Kolkata, ১১ এপ্রিল ২০২৫: ভারতীয় ফুটবলের সবচেয়ে উত্তেজনাপূর্ণ মুহূর্ত এসে পৌঁছেছে। শনিবার সন্ধ্যায় কলকাতার বিখ্যাত সল্টলেক স্টেডিয়ামে ইন্ডিয়ান সুপার লিগ (ISL 2025) ২০২৪-২৫ মরশুমের ফাইনালে…