ISL 2025: এই স্প্যানিশ মিডফিল্ডারের দিকে নজর আইএসএলের দুই ক্লাবের

গত ফুটবল সিজনে খুব একটা ভালো পারফরম্যান্স ছিলনা বেঙ্গালুরু এফসির। সেবার দশম স্থানে থেকেই ইন্ডিয়ান সুপার লিগ (ISL 2025) শেষ করেছিল সুনীল ছেত্রীদের এই ফুটবল ক্লাব। সেই নিয়ে যথেষ্ট হতাশ ছিল সমর্থকরা। দলের এমন পারফরম্যান্স কিছুতেই মেনে নিতে পারেনি সমর্থকরা। তবে সেই হতাশা কাটিয়ে চলতি সিজনের শুরু থেকেই দুরন্ত ছন্দে ধরা দেওয়ার পরিকল্পনা ছিল আইএসএল জয়ী এই ফুটবল ক্লাবের। সেইমতো বহু আগে থেকেই দল গঠনের কাজে নেমেছিল ম্যানেজমেন্ট। এক্ষেত্রে গতবারের আইএসএল জয়ী মুম্বাই সিটি এফসির ঘর ভেঙে একাধিক ফুটবলারদের দলে টেনেছিল বেঙ্গালুরু।

এক কথায় যা চমকে দিয়েছিল সকলকে। তাঁদের মধ্যেই ছিলেন আলবার্তো নগুয়েরা। বলাবাহুল্য, গত ফুটবল মরসুমে পেট্র ক্র্যাটকির মুম্বাই সিটি এফসির আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই স্প্যানিশ মিডফিল্ডারের। মাঝমাঠ থেকে আক্রমণ শানিয়ে গোল করার পাশাপাশি গোল করানোর ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বছর পঁয়ত্রিশের এই ফুটবলারের। এমন অভূতপূর্ব পারফরম্যান্সের কথা মাথায় রেখেই গত বছরের জুলাইয়ে এই তারকা ফুটবলারকে দলে টেনে নেয় জেরার্ড জারাগোজার বেঙ্গালুরু এফসি।

Also Read | একাধিক বিদেশি বদলের পরিকল্পনা মহামেডানের

নগুয়েরার উপস্থিতি নিঃসন্দেহে অনেকটাই শক্তিশালী করে তুলেছে বেঙ্গালুরু এফসির মাঝমাঠকে। এবারের ইন্ডিয়ান সুপার লিগে এখনও পর্যন্ত প্রায় ২২টি ম্যাচ খেলে ফেলেছেন এই ফুটবলার। তারমধ্যে ৫টি গোলের পাশাপাশি ৩টি অ্যাসিস্ট ও রয়েছে এই স্প্যানিশ ফুটবলারের। অর্থাৎ মোট ৮টি গোল কন্ট্রিবিউশন থেকেছে আইএসএল জয়ী এই তারকার। এমনকি গত ইস্টবেঙ্গল ম্যাচে ও যথেষ্ট সক্রিয়তা দেখিয়েছিলেন তিনি। এবার সেই ধারা বজায় রেখেই প্লে-অফের লড়াইয়ে নিজের সেরাটা দিতে চাইবেন এই ফুটবলার। এখন সেদিকেই নজর থাকবে সকলের। তবে যতদূর খবর, আগামী ফুটবল মরসুমে আর হয়তো তাঁকে দলে রাখতে চাইবে না বেঙ্গালুরু ম্যানেজমেন্ট।

হিসাব অনুযায়ী দেখলে চলতি বছরের মে মাসেই বেঙ্গালুরু এফসির সঙ্গে চুক্তি শেষ হতে চলেছে আলবার্তো নগুয়েরার। সেইদিকে নজর রেখেই তাঁকে দলে নেওয়ার জন্য নাকি আগ্ৰহ প্রকাশ করেছে টুর্নামেন্টের দুই ফুটবল ক্লাব। সেইমতো কথাবার্তা ও নাকি এগিয়ে গিয়েছে অনেকটাই। তবে শেষ পর্যন্ত আদৌও তাঁকে বেঙ্গালুরু এফসি রাখার সিদ্ধান্ত নেয় কিনা এখন সেটাই দেখার বিষয়।

  • Related Posts

    অনবদ্য সৌম্যা! এক ম্যাচ বাকি থাকতেই ওমেন্স লিগ জয় লাল-হলুদের

    লিগের রঙ লাল-হলুদ। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার বিকেলে কল্যাণী স্টেডিয়ামে জাতীয় লিগের ম্যাচ খেলতে নেমেছিল অ্যান্থনি অ্যান্ড্রুজের মেয়েরা (East Bengal Women’s Team)। সম্পূর্ণ সময়ের…

    বেঙ্গালুরুর সামনে মোহনবাগানের শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ

    Kolkata, ১১ এপ্রিল ২০২৫: ভারতীয় ফুটবলের সবচেয়ে উত্তেজনাপূর্ণ মুহূর্ত এসে পৌঁছেছে। শনিবার সন্ধ্যায় কলকাতার বিখ্যাত সল্টলেক স্টেডিয়ামে ইন্ডিয়ান সুপার লিগ (ISL 2025) ২০২৪-২৫ মরশুমের ফাইনালে…