Chennaiyin FC Transfer: এই মরোক্কান তারকাকে দলে টানতে মরিয়া চেন্নাইয়িন

শক্তিশালী ওডিশা এফসিকে পরাজিত করে ইন্ডিয়ান সুপার লিগ শুরু করেছিল চেন্নাইয়িন এফসি‌ (Chennaiyin FC)। দ্বিতীয় ম্যাচে ময়দানের তৃতীয় প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে পরাজিত হতে হলেও সেখান থেকে ঘুরে দাঁড়াতে খুব খুব একটা সমস্যা হয়নি। কিন্তু সেটা বজায় থাকেনি বেশিদিন। স্বাভাবিকভাবেই প্রভাব পড়েছিল দলের পয়েন্ট টেবিলে। তলানিতে নেমে এসেছিল আইএসএল জয়ী এই ফুটবল দল। বিশেষ করে ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় লেগে জয়ের মুখ দেখা অনেকটাই কঠিন হয়ে উঠেছিল লুকাস বামব্রিলাদের কাছে। গত ডিসেম্বরে হায়দরাবাদ এফসিকে পরাজিত করার পর একের পর এক ম্যাচে ধাক্কা খেতে হয় দলকে।

তারপর থেকে বছরের প্রথম মাসে কোন ও ম্যাচেই জয় পায়নি দক্ষিণের এই ফুটবল ক্লাব। যা নিঃসন্দেহে হতাশ করেছিল সকলকে‌। তবে ফেব্রুয়ারিতে ইমামি ইস্টবেঙ্গল দলকে পরাজিত করে ছন্দে ফিরেছিল দল। জয়ের সরণিতে ফেরার পর প্লে-অফে যাওয়ার পরিস্থিতি তৈরি হলেও সেটা বজায় থাকেনি বেশিদিন। গত দুইটি ম্যাচে বেঙ্গালুরু এফসি পাশাপাশি শক্তিশালী নর্থইস্ট ইউনাইটেডের কাছে আটকে যায় চেন্নাইয়িন এফসি। এবারের আইএসএলে সেভাবে প্রভাব বিস্তার করা সম্ভব না হলেও আগত টুর্নামেন্টে নিজেদের সেরাটা দিতে মরিয়া লুকাস বামব্রিলারা।

সেইমতো নিজেদের প্রস্তুত করছেন দলের ফুটবলাররা। তবে এখন থেকেই নতুন মরসুমের জন্য দল গঠনের কাজ শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে এবার তাঁদের নজর রয়েছে মহম্মদ আলি বেমামারের দিকে। বর্তমানে জন আব্রাহামের সঙ্গে যুক্ত রয়েছেন এই মরোক্কান ফুটবলার। ইতিমধ্যেই সেই দলের হয়ে খেলে ফেলেছেন প্রায় একুশটি ম্যাচ। যার মধ্যে তিনটি গোল এবং একটি অ্যাসিস্ট রয়েছে এই তারকা ফুটবলারের। নয়া সিজনে তাঁকেই দলে টানতে চাইছে ওয়েন কোয়েলের ফুটবল ক্লাব। হিসাব অনুযায়ী দেখলে চলতি বছরের মে মাস পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি রয়েছে নর্থইস্ট ইউনাইটেডের।

তবে বেমামার চাইলে চুক্তি বাড়ানোর পরিকল্পনা করবে ম্যানেজমেন্ট। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরেই তাঁর সঙ্গে কথাবার্তা চালাচ্ছে দক্ষিণের এই ফুটবল ক্লাব। সেক্ষেত্রে সব ঠিকঠাক থাকলে আসন্ন আইএসএল মরসুমে চেন্নাইয়িন এফসির জার্সিতে খেলতে দেখা যেতে পারে বেমামারকে‌। যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি বিষয়টি।

Related Posts

অনবদ্য সৌম্যা! এক ম্যাচ বাকি থাকতেই ওমেন্স লিগ জয় লাল-হলুদের

লিগের রঙ লাল-হলুদ। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার বিকেলে কল্যাণী স্টেডিয়ামে জাতীয় লিগের ম্যাচ খেলতে নেমেছিল অ্যান্থনি অ্যান্ড্রুজের মেয়েরা (East Bengal Women’s Team)। সম্পূর্ণ সময়ের…

বেঙ্গালুরুর সামনে মোহনবাগানের শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ

Kolkata, ১১ এপ্রিল ২০২৫: ভারতীয় ফুটবলের সবচেয়ে উত্তেজনাপূর্ণ মুহূর্ত এসে পৌঁছেছে। শনিবার সন্ধ্যায় কলকাতার বিখ্যাত সল্টলেক স্টেডিয়ামে ইন্ডিয়ান সুপার লিগ (ISL 2025) ২০২৪-২৫ মরশুমের ফাইনালে…