AFC Challenge League: আনোয়ারকে বাদ দিয়েই এশিয়া জয়ের যুদ্ধে নামলো মশাল বাহিনী

এএফসি চ্যালেঞ্জ লিগের (AFC Challenge League) কোয়ার্টার ফাইনাল খেলতে নামবে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC) আর্কাদাগের (FC Arkadag) বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রথম লিগের হাইভোল্টেজ ম্যাচ। ম্যাচ শুরু হবে ঠিক সন্ধ্যা ৭টায়। তার আগে প্রকাশিত হল প্রথম একাদশ। এই ম্যাচের দায়িত্বে রয়েছেন কাতারের রেফারি মহাম্মদ আহমেদ আল-শাম্মারি।

গত ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে হামস্ত্রিং-এ চোট পেয়েছেন আনোয়ার আলি। তাই তাকে বাদ দিয়েই প্রথম একাদশ সাজিয়েছেন কোচ ব্রুজো। পাশাপাশি নেই বিষ্ণুও। 

প্রথম একাদশ

ইস্টবেঙ্গল

লালচুংনুঙ্গা, জ্যাকসন সিং, রিচার্ড সেলিস, ডিমিত্রিওস ডায়ামান্তাকোস, মহাম্মদ রাকিপ, প্রভসুখান সিং গিল (গোকি), সউল ক্রেসপো (অ), সৌভিক চক্রবর্তী, মেসি বউলি, মাহেশ সিং, হেক্টর ইউসতে

এফসি আর্কাদাগ

গুইচমিরাট আন্নাগুলিইয়েভ, মেকান সাপারভ, বাশিমোভ আবদী (অ), হোজায়েভ রেসুল, দুরদিয়েভ দিদার, মাম্মেদোভ ইব্রায়ীম, তিরকিশোভ শানাজার, চারিএভ রাসুল, বেগেনচ আকমামেদোভ, মির্জা বেকনাজারভ, ইয়াজগিলিচ গুরবানভ

Related Posts

অনবদ্য সৌম্যা! এক ম্যাচ বাকি থাকতেই ওমেন্স লিগ জয় লাল-হলুদের

লিগের রঙ লাল-হলুদ। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার বিকেলে কল্যাণী স্টেডিয়ামে জাতীয় লিগের ম্যাচ খেলতে নেমেছিল অ্যান্থনি অ্যান্ড্রুজের মেয়েরা (East Bengal Women’s Team)। সম্পূর্ণ সময়ের…

বেঙ্গালুরুর সামনে মোহনবাগানের শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ

Kolkata, ১১ এপ্রিল ২০২৫: ভারতীয় ফুটবলের সবচেয়ে উত্তেজনাপূর্ণ মুহূর্ত এসে পৌঁছেছে। শনিবার সন্ধ্যায় কলকাতার বিখ্যাত সল্টলেক স্টেডিয়ামে ইন্ডিয়ান সুপার লিগ (ISL 2025) ২০২৪-২৫ মরশুমের ফাইনালে…