হায়দরাবাদ ছাড়তে পারেন চেম্বাকাথ, ব্যাপক সম্ভাবনা

গতবারের মত এবারের আইএসএলে ও খুব একটা ভালো পারফরম্যান্স থাকেনি হায়দরাবাদ এফসির (Hyderabad FC)। প্রথম থেকেই একাধিক ম্যাচে পরাজিত হতে হয়েছিল নিজামের শহরের এই ফুটবল ক্লাবকে। সেই নিয়ে যথেষ্ট ছিল সমর্থকরা। তবে দল যে শীঘ্রই ঘুরে দাঁড়াবে সেই নিয়ে আশাবাদী সকলে। এক্ষেত্রে ভারতীয় কোচ থাংবোই সিংটোর উপরেই ভরসা রেখেছিল হায়দরাবাদ ম্যানেজমেন্ট। গত বছর সীমিত শক্তি নিয়েই লড়াই করেছিল এই ফুটবল ক্লাব। পয়েন্ট টেবিলের তলানিতে থাকতে হলেও খেলোয়াড়দের পারফরম্যান্স মন জয় করেছিল সকলের। তবে নতুন সিজন থেকে দলের ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি।‌

Also Read | ফুটবল ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটির বৈঠকে গৃহীত সেরা পাঁচ সিদ্ধান্ত

একটা সময় তাঁদের আইএসএল খেলা নিয়ে ধোঁয়াশা থাকলেও শেষ মুহূর্তে নয়া লগ্নিকারী সংস্থার হাতধরে টুর্নামেন্টে অংশগ্রহণ নিশ্চিত করে এই ফুটবল ক্লাব। তবে শেষ বেলায় দল গঠনের কাজ শুরু করার ফলে অনুশীলনের খুব একটা সুযোগ পায়নি একবারের আইএসএল জয়ীরা। মূলত দেশীয় ফুটবলারদের নিয়েই আইএসএল শুরু করতে হয়েছে তাঁদের। পরবর্তীতে সময় এগোনোর সাথে সাথে দলের সঙ্গে যোগ দিতে শুরু করেন বিদেশি ফুটবলাররা। তারপর চেন্নাইয়িন এফসিকে আটকে প্রথম পয়েন্ট পায় হায়দরাবাদ।

Also Read | রোহিতের ব্যর্থতায় মুম্বাই ইন্ডিয়ান্সের পাওয়ারপ্লে সংকটে!

কলকাতা ময়দানের তৃতীয় প্রধান মহামেডান স্পোর্টিং ক্লাবকে প্রথম জয় আসলেও সেটা ধরে রাখা সম্ভব হয়নি।পরবর্তীতে ফের পরাজয়। তা কিছুতেই ভালোভাবে নেয়নি ম্যানেজমেন্ট। এমন পরিস্থিতিতে ভারতীয় কোচ থাংবোই সিংটোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আইএসএলের এই ফুটবল ক্লাব। তারপর থেকেই সামিল চেম্বাকাথ এবং টমাস টর্চজের তত্ত্বাবধানে খেলতে নেমেছিল ফুটবল দল। চ্যাম্পিয়নশিপের দৌড়ে না থাকলেও বেশকিছু ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছিল হায়দরাবাদ এফসি। তবে এবার উঠে আসতে শুরু করেছে নয়া তথ্য।

বিশেষ সূত্র মারফত খবর চলতি ফুটবল মরসুমের শেষেই ক্লাব ছাড়তে চলেছেন ভারতীয় কোচ সামিল চেম্বাকাথ। মনে করা হচ্ছে হায়দরাবাদ এফসি থেকে আইলিগের কোনও ক্লাবের সঙ্গে যুক্ত হতে পারেন তিনি। তাই সবদিক মাথায় রেখেই নয়া ফুটবল ম্যানেজার নিয়োগে তৎপর আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব। সব ঠিকঠাক থাকলে আগামী কয়েক মাসের মধ্যে ঘোষণা করা হতে পারে নয়া কোচের নাম।

  • Related Posts

    অনবদ্য সৌম্যা! এক ম্যাচ বাকি থাকতেই ওমেন্স লিগ জয় লাল-হলুদের

    লিগের রঙ লাল-হলুদ। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার বিকেলে কল্যাণী স্টেডিয়ামে জাতীয় লিগের ম্যাচ খেলতে নেমেছিল অ্যান্থনি অ্যান্ড্রুজের মেয়েরা (East Bengal Women’s Team)। সম্পূর্ণ সময়ের…

    বেঙ্গালুরুর সামনে মোহনবাগানের শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ

    Kolkata, ১১ এপ্রিল ২০২৫: ভারতীয় ফুটবলের সবচেয়ে উত্তেজনাপূর্ণ মুহূর্ত এসে পৌঁছেছে। শনিবার সন্ধ্যায় কলকাতার বিখ্যাত সল্টলেক স্টেডিয়ামে ইন্ডিয়ান সুপার লিগ (ISL 2025) ২০২৪-২৫ মরশুমের ফাইনালে…