স্টিফেনের গোল, নর্থইস্টের বিপক্ষে এগিয়ে জামশেদপুর

20:44:22আন্তর্জাতিক বিরতির পর গতকাল থেকেই শুরু হয়েছে আইএসএলের নক আউট ম্যাচ। যেখানে শক্তিশালী মুম্বাই সিটি এফসিকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করেছে জেরার্ড জারাগোজার বেঙ্গালুরু এফসি। আজ জওহরলাল নেহরু স্টেডিয়ামে চলছে পরবর্তী ম্যাচ। যেখানে হুয়ান পেদ্রো বেনালির নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে খেলতে নেমেছে শক্তিশালী জামশেদপুর এফসি। এই ম্যাচে জয় আসলে অনায়াসেই সেমিফাইনালে চলে যাবে একটি দল। সেদিকেই নজর রয়েছে সকলের। তবে ঘরের মাঠে ম্যাচ থাকায় প্রথম থেকেই যথেষ্ট আত্মবিশ্বাসের সাথে খেলতে শুরু করেছিল পাহাড়ের এই ফুটবল ক্লাব।

কিন্তু সুযোগ বুঝেই প্রতি আক্রমণে উঠে আসতে থাকে জর্ডান মারেরা। যা সামাল দিতে গিয়ে কালঘাম ছোটার মতো পরিস্থিতি দেখা দিয়েছিল মহম্মদ আলি বেমামার থেকে শুরু করে মিচেল জাবাকো এবং আশির আখতারের মতো ফুটবলারদের। যারফলে গোল তুলে নিতে ও খুব একটা সমস্যা হয়নি। প্রথমার্ধের দ্বিতীয় কোয়ার্টারের শেষের দিকেই গোল তুলে নেন তারকা ফুটবলার স্টিফেন এজে। যা নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় দলের ফুটবলারদের। পরবর্তীতে বেশ কয়েকবার প্রতি আক্রমণে উঠে আসতে শুরু করেছিল জিথিন এমএসরা।

গোলের দেখা মেলেনি। নাহলে অনায়াসেই সমতায় ফিরে আসতে পারত এবারের ডুরান্ড জয়ীরা। যারফলে প্রথমার্ধের শেষে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে জামশেদপুর এফসি। ঘরের মাঠে পিছিয়ে থাকা যথেষ্ট চাপে রাখবে বেনালির ছেলেদের। এক্ষেত্রে আলাদিন আজারাইয়ের পাশাপাশি নেস্টারদের দিকেই তাকিয়ে থাকবেন নর্থইস্ট কোচ। তাছাড়া পরিস্থিতি বুঝে গুইলারমো ফার্নান্দেজকে ও মাঠে নামানোর কথা ভাবতে পারেন বেনালি। অ

পর দিকে, দ্বিতীয়ার্ধে ঘন ঘন আক্রমণ শানিয়ে ব্যবধান বাড়িয়ে নেওয়ার লক্ষ্য থাকবে জামশেদপুর এফসির। তবে কাজটা যে খুব একটা সহজ হবে না সেটা বলাই চলে। তবে এই ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে সেমিফাইনাল খেলতে চাইবেন খালিদ জামিল।

  • Related Posts

    অনবদ্য সৌম্যা! এক ম্যাচ বাকি থাকতেই ওমেন্স লিগ জয় লাল-হলুদের

    লিগের রঙ লাল-হলুদ। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার বিকেলে কল্যাণী স্টেডিয়ামে জাতীয় লিগের ম্যাচ খেলতে নেমেছিল অ্যান্থনি অ্যান্ড্রুজের মেয়েরা (East Bengal Women’s Team)। সম্পূর্ণ সময়ের…

    বেঙ্গালুরুর সামনে মোহনবাগানের শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ

    Kolkata, ১১ এপ্রিল ২০২৫: ভারতীয় ফুটবলের সবচেয়ে উত্তেজনাপূর্ণ মুহূর্ত এসে পৌঁছেছে। শনিবার সন্ধ্যায় কলকাতার বিখ্যাত সল্টলেক স্টেডিয়ামে ইন্ডিয়ান সুপার লিগ (ISL 2025) ২০২৪-২৫ মরশুমের ফাইনালে…