ভারতের জয়ে বিজয় র‍্যালি ঘিরে ধুন্ধুমার, ভাঙচুর, পোড়ানো হল গাড়ি

ভোপাল: মরু শহরে কিউয়িদের পরাস্ত করে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ছিনিয়ে নেয় ভারত৷ সেই আনন্দে বিজয়োৎসব শুরু হয় গোটা দেশে৷ ভারতের জয় উদযাপনে সামিল হয়েছিল মধ্যপ্রদেশেও৷ তবে শহরের জামা মসজিদ এলাকায় আচমকাই উৎসব বদলে যায় সংঘর্ষে। বিজয় মিছিলটি জামা মসজিদ এলাকায় পৌঁছানোর পর কিছু লোক র‍্যালি লক্ষ্য করে পাথর ছুড়তে শুরু করে। এর পরেই দু’পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয় এবং ক্রমেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়৷ দুটি গাড়ি ও দুটি দোকানে আগুনও ধরিয়ে দেওয়া হয়। স্থানীয়রা বলছেন, আতশবাজি নিয়ে বিরোধ থেকেই এই ঘটনা৷ পরিস্থিতি উত্তপ্ত হতেই অনেকেই মোটরসাইকেল রেখে পালিয়ে যান।

এদিকে খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ইন্দোর শহর ও রুরাল পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও উপস্থিতি হয়৷ কারণ ওই এলাকাটি ছিল মাও সেনা ক্যানটনমেন্ট৷ তবে আলাদা সেনা মোতায়েন করতে হয়নি।

ইন্দোর রুরাল এসপি হিতিকা বসাল বলেন, “এটি আতশবাজি নিয়ে বিরোধের ফল। এখন পরিস্থিতি পুরোপুরি শান্ত। পুলিশ টহল দিচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

ইন্দোর কালেক্টর আশিষ সিংহও জানান, “এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কীভাবে এই ঘটনা ঘটেছে, তা পরে জানানো হবে।” এদিকে, তিনজন আহত হয়েছেন, তবে তাদের অবস্থা এখন স্থিতিশীল। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে। গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে৷ 

  • Related Posts

    অনবদ্য সৌম্যা! এক ম্যাচ বাকি থাকতেই ওমেন্স লিগ জয় লাল-হলুদের

    লিগের রঙ লাল-হলুদ। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার বিকেলে কল্যাণী স্টেডিয়ামে জাতীয় লিগের ম্যাচ খেলতে নেমেছিল অ্যান্থনি অ্যান্ড্রুজের মেয়েরা (East Bengal Women’s Team)। সম্পূর্ণ সময়ের…

    বেঙ্গালুরুর সামনে মোহনবাগানের শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ

    Kolkata, ১১ এপ্রিল ২০২৫: ভারতীয় ফুটবলের সবচেয়ে উত্তেজনাপূর্ণ মুহূর্ত এসে পৌঁছেছে। শনিবার সন্ধ্যায় কলকাতার বিখ্যাত সল্টলেক স্টেডিয়ামে ইন্ডিয়ান সুপার লিগ (ISL 2025) ২০২৪-২৫ মরশুমের ফাইনালে…