প্রশ্নের মুখে ফরাসি মিডফিল্ডারের ভবিষ্যৎ! কবে ফিরবেন আবার লাল-হলুদ জার্সিতে?

আইএসএল-এএফসি চ্যালেঞ্জ কাপ এখন অতীত। ইস্টবেঙ্গল (East Bengal FC) বাহিনীর নয়া পদক্ষেপ এবার সুপার কাপ। চোট এবং কার্ড সমস্যায় জর্জরিত হয়ে ইস্টবেঙ্গল তার আইএসএল মরসুম শেষ করেছে। বর্তমানে দলের খেলোয়াড়রা ছুটি কাটাচ্ছে। তবে মহেশ, জিকসন এখন শিলং পাড়ি দিয়েছেন। এখন চিন্তায় বিষয় দলের পরবর্তী প্রস্তুতি কি হবে?

অন্যদিকে দলের ভরসা যোগ্য খেলোয়াড় মাদিহ তালাল (Madih Talal) এখনো চোট থেকে বেরোতে পারেননি। আইএসএল চলাকালীন ওডিশা এফসির বিরুদ্ধে চোট পান তিনি। বেরিয়ে যান মাঠ ছেড়ে। এরপর টেস্ট করলে জানা যায় হাটুতে চোট পেয়েছেন তিনি। এবং পুরো মরসুর মাঠের বাইরে থাকতে হয় তাকে। এএফসি ম্যাচেও থাকতে পারেননি তিনি। তবে দলকে নিজের সোশ্যাল মিডিয়া সাইটে শুভেচ্ছা জানিয়েছেন। তাই এই মুহূর্তের বড় চিন্তার খবর কবে থেকে আবার লাল-হলুদ জার্সিতে দেখা যাবে এই ফরাসি মিডফিল্ডারকে?

লাল-হলুদ সমর্থকরা অবশ্য তালালের পাশে রয়েছেন। ঘরের মাঠে জামশেদপুরের বিরুদ্ধে তার নাম টিফো নামান। জানান দেন সমর্থকরা তার পাশে আছে। তিনি যেন আরও শক্তিশালী হয়ে মাঠে ফেরেন।

তবে যদি তাকে আবার না পাওয়া যায় তাহলে তার জায়গায় কাকে দেখা যাবে? রিচার্ড সেলিস নাকি অন্য কেউ? প্রশ্ন সেই দিকে।

  • Related Posts

    অনবদ্য সৌম্যা! এক ম্যাচ বাকি থাকতেই ওমেন্স লিগ জয় লাল-হলুদের

    লিগের রঙ লাল-হলুদ। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার বিকেলে কল্যাণী স্টেডিয়ামে জাতীয় লিগের ম্যাচ খেলতে নেমেছিল অ্যান্থনি অ্যান্ড্রুজের মেয়েরা (East Bengal Women’s Team)। সম্পূর্ণ সময়ের…

    বেঙ্গালুরুর সামনে মোহনবাগানের শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ

    Kolkata, ১১ এপ্রিল ২০২৫: ভারতীয় ফুটবলের সবচেয়ে উত্তেজনাপূর্ণ মুহূর্ত এসে পৌঁছেছে। শনিবার সন্ধ্যায় কলকাতার বিখ্যাত সল্টলেক স্টেডিয়ামে ইন্ডিয়ান সুপার লিগ (ISL 2025) ২০২৪-২৫ মরশুমের ফাইনালে…