পঞ্জাব ছেড়ে কেরালা ফিরতে পারেন এই ভারতীয় ফরোয়ার্ড

মিকেল স্ট্যাহরের হাত ধরে শুরু থেকেই অনবদ্য পারফরম্যান্স করার পরিকল্পনা ছিল কেরালা ব্লাস্টার্সের (Kerala Blasters)। তা বাস্তবায়িত হয়নি। সময় ম্যাচ যত এগিয়েছে ততই হতাশাজনক পারফরম্যান্স থেকেছে আইএসএলের এই ফুটবল দলের। যার প্রভাব এসেছিল আইএসএলের পয়েন্ট টেবিলে। যেটা কিছুতেই ভালোভাবে নেয়নি কেরালা ম্যানেজমেন্ট। স্বাভাবিকভাবেই এমন পরিস্থিতিতে ছাঁটাই করা হয়েছিল এই সুইডিশ কোচ সহ তাঁর সকল সাপোর্টিং স্টাফেদের। তারপর অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দলের দায়িত্বে আসেন থেক্কাথারা পুরুষোথামণ। সেইসাথে তাঁকে সাহায্য করে আসছেন টমাস টচর্জ। পূর্বে কেরালা ব্লাস্টার্সের যুব দলের দায়িত্বে ছিলেন টমাস। স্ট্যাহরের অবর্তমানে জুনিয়র দলের পাশাপাশি সিনিয়র দলের ও দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল তাঁর হাতে।

সময় এগোনোর সাথে সাথেই নিজেদের পুরনো ছন্দে ফিরতে শুরু করে দক্ষিণের এই ফুটবল ক্লাব। প্রথম লেগে তাঁদের সক্রিয়তা বোঝা না গেলেও দ্বিতীয় লেগের শুরু থেকেই চ্যাম্পিয়নশিপের দৌড়ের অন্যতম দাবিদার হয়ে উঠতে শুরু করেছিল নোয়া সাদাউরা। সেক্ষেত্রে লিগের বাকি অধিকাংশ ম্যাচে জয় সুনিশ্চিত করতে হত দক্ষিণের এই ফুটবল ক্লাবকে। কিন্তু সেটা সম্ভব হয়নি। মোহনবাগান সুপার জায়ান্ট এবং মানোলো মার্কুয়েজের এফসি গোয়ার কাছে পরাজিত হওয়ার পর জামশেদপুর ম্যাচ থেকে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা থাকলেও সেটা কার্যকরী হয়নি। সেই ম্যাচে এগিয়ে থেকেও আসেনি জয়।

স্বাভাবিকভাবেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছিল দক্ষিণের এই ফুটবল ক্লাবকে। সেই হতাশা ভুলে এবার ঘুরে দাঁড়ানোর লক্ষ্য কেরালার। তাই কলিঙ্গ সুপার কাপের আগেই ডেভিড কাতালাকে দেওয়া হয় দলের দায়িত্ব। বলতে গেলে এই নয়া কোচের হাত ধরেই মরসুমের শেষে চূড়ান্ত সাফল্য পেতে চাইছে আদ্রিয়ান লুনাদের ফুটবল ক্লাব। সেইমতো নিজেদের প্রস্তুত করছেন সকলে। তবে শুধুমাত্র সুপার কাপ নয়। এখন থেকেই নতুন সিজনের জন্য ঘর গোছানোর কাজ শুরু করতে চাইছে ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে উঠে আসতে শুরু করেছে একাধিক ফুটবলারদের নাম। পাশাপাশি দলে ফেরানো হতে পারে বেশকিছু ফুটবলারদের।

যার মধ্যে এবার শোনা যাচ্ছে নিহাল সুদেশের নাম। এবারের ইন্ডিয়ান সুপার লিগে প্যানাজিওটিস ডিলমপেরিসের পাঞ্জাব এফসির হয়ে খেলেছিলেন এই ভারতীয় ফরোয়ার্ড। সেখানে প্রায় কুড়িটি ম্যাচ খেলে একটি গোলের পাশাপাশি দুইটি অ্যাসিস্ট রয়েছে এই তারকার। হিসাব অনুযায়ী দেখলে চলতি বছরের মে মাসেই তাঁর সঙ্গে চুক্তি শেষ হতে চলেছে পাঞ্জাব এফসির। সেই কথা মাথায় রেখেই এবার তাঁকে দলে টানতে বদ্ধপরিকর দক্ষিণের এই ফুটবল ক্লাব। সেইমতো কথাবার্তা ও নাকি এগিয়ে গিয়েছে অনেকটা দূর। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই হয়তো পরিষ্কার হয়ে যাবে সমস্ত কিছু।

  • Related Posts

    অনবদ্য সৌম্যা! এক ম্যাচ বাকি থাকতেই ওমেন্স লিগ জয় লাল-হলুদের

    লিগের রঙ লাল-হলুদ। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার বিকেলে কল্যাণী স্টেডিয়ামে জাতীয় লিগের ম্যাচ খেলতে নেমেছিল অ্যান্থনি অ্যান্ড্রুজের মেয়েরা (East Bengal Women’s Team)। সম্পূর্ণ সময়ের…

    বেঙ্গালুরুর সামনে মোহনবাগানের শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ

    Kolkata, ১১ এপ্রিল ২০২৫: ভারতীয় ফুটবলের সবচেয়ে উত্তেজনাপূর্ণ মুহূর্ত এসে পৌঁছেছে। শনিবার সন্ধ্যায় কলকাতার বিখ্যাত সল্টলেক স্টেডিয়ামে ইন্ডিয়ান সুপার লিগ (ISL 2025) ২০২৪-২৫ মরশুমের ফাইনালে…