IPL উদ্বোধনী ম্যাচে উপস্থিত ছিলেন বাগান কর্নধারসহ একাধিক ফুটবলার

গত শনিবার থেকেই শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (IPL) নতুন মরসুম। যেখানে বিরাট কোহলির রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে লড়াই করতে হয়েছিল গতবারের চ্যাম্পিয়ন দল কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে। ম্যাচের প্রথমদিকে কলকাতার দলের আধিপত্য থাকলেও সেটা বজায় থাকেনি শেষ পর্যন্ত। বিরাট কোহলিদের বিধ্বংসী ব্যাটে অনায়াসেই জয় ছিনিয়ে নিয়েছে আরসিবি। টুর্নামেন্টের শুরুতেই এমন জয় নিঃসন্দেহে স্বস্তি দেবে এই ক্রিকেট দলকে। আর এই ম্যাচ দেখতেই শনিবার সন্ধ্যায় ইডেন গার্ডেনসে উপস্থিত হয়েছিলেন মোহনবাগান সুপার জায়ান্টের একাধিক তারকা।

মাঠেই উপস্থিত ছিলেন সবুজ-মেরুন কর্নধার সঞ্জীব গোয়েঙ্কার পাশাপাশি একাধিক তারকা ফুটবলার। যাদের মধ্যে রয়েছেন অজি বিশ্বকাপার জেমি ম্যাকলারেন থেকে শুরু করে দিমিত্রি পেত্রাতোস গ্ৰেগ স্টুয়ার্ট এবং টম অলড্রেড। ঘন্টাখানেক আগেই সেই সংক্রান্ত ছবি নিজের সোশ্যাল সাইটে আপলোড করেন ম্যাকলারেন। সেই নিয়ে যথেষ্ট খুশি বাগান সমর্থকরা। বলাবাহুল্য, গত কয়েক সিজনের মতো এবারও দারুন ছন্দে ধরা দিয়েছে কলকাতা ময়দানের এই প্রধান। প্রথম দিকটা খুব একটা ভালো না হলেও সময়ের সাথে সাথেই দুরন্ত ছন্দে ধরা দেয় মেরিনার্সরা। মাঝে বেশ কয়েকটি ম্যাচে পয়েন্ট নষ্ট করতে হলেও সেখান থেকে ঘুরে দাঁড়াতে খুব একটা সমস্যা হয়নি।

যারফলে গত সিজনের মতো এবারও খুব সহজেই শিল্ড জয় করেছে মোহনবাগান। তবে সেখানেই শেষ নয়। এবারের এই মরসুমে টুর্নামেন্টের লিগ শিল্ড জয় করার পাশাপাশি আইএসএল ট্রফি নিজেদের ঘরে তুলতে বদ্ধপরিকর সকলে। সেইমতো নিজেদের প্রস্তুত করছেন দলের সকল ফুটবলাররা। আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহের দিকেই টুর্নামেন্টের প্রথম প্লে-অফ ম্যাচ খেলতে নামবে মেরিনার্সরা। তারপর রয়েছে কলিঙ্গ সুপার কাপ। ইন্ডিয়ান সুপার লিগ তথা দেশের এই প্রথম ডিভিশন লিগে চূড়ান্ত সাফল্য আনার পাশাপাশি সুপার কাপে ও এমন দুরন্ত পারফরম্যান্স চান সকলেই।

কিন্তু তাঁর আগেই আইপিএলের আমেজে ইডেনে দেখা গেল দলের এই তারকা ফুটবলারকে। চলতি ফুটবল লিগে জয়ের ধারা বজায় রেখেই শেষ পর্যন্ত শিল্ড চ্যাম্পিয়ন হয়েছে সবুজ-মেরুন। সেই ধারাবাহিকতার মধ্যে দিয়েই এবার ট্রফি আনার লড়াই স্টুয়ার্টদের কাছে।

Related Posts

‘জোর করে বাদ’ রুতুরাজের ভাইরাল ফুটবল ভিডিওতে তোলপাড় নেটদুনিয়া

চেন্নাই সুপার কিংসের (সিএসকে) জন্য বড় ধাক্কা। তাদের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের (Ruturaj Gaikwad) চোটের খবর। আইপিএল ২০২৫ মরশুম থেকে তিনি ছিটকে গেছেন কনুইয়ের চোটের কারণে।…

রুতুরাজের চোটে ধাক্কা, ধোনির হাতে ফের সিএসকে-র হাল

চেন্নাই সুপার কিংসের (CSK) জন্য একটি বড় ধাক্কা! দলের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়(Ruturaj Gaikwad) ২০২৫ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে ছিটকে গেছেন। এই খবর অনেকের…