
এবারের ইন্ডিয়ান সুপার লিগের শুরু থেকেই দুরন্ত ছন্দে ধরা দিয়েছিল মোহনবাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। সময় এগোনোর সাথে সাথেই তাঁদের পারফরম্যান্স নিঃসন্দেহে চমকে দিয়েছিল সকলকে। তবে সেখানেই শেষ নয়। সেই সময় দেশের অন্যান্য ফুটবল ক্লাব গুলিকে পেছনে ফেলে নুনো রেইসকে (Nuno Reis ) সই করায় মোহনবাগান ম্যানেজমেন্ট। একটা সময় এই পর্তুগিজ তারকাকে দলে টানার জন্য পড়শী ক্লাব আসরে নামলেও শেষ বেলায় চমক দেয় সবুজ-মেরুন। যারফলে নয়া ফুটবল সিজনে সপ্তম বিদেশি হিসেবে তিনি যোগদান করেন মোহনবাগানে। গত মরসুমে অস্ট্রেলিয়ার মেলবোর্ন সিটির হয়ে খেলেছিলেন জেমি ম্যাকলারেনের এই সতীর্থ ফুটবলার।
Also Read | এই ভারতীয় উইঙ্গারকে নিয়ে আগ্ৰহী বিদেশের দুই ফুটবল ক্লাব
রক্ষণভাগ সামাল দেওয়ার ক্ষেত্রে অন্যতম ভরসাযোগ্য ফুটবলার হিসেবে বিবেচিত হয়েছিলেন সেখানে। তবে এএফসির টুর্নামেন্টের কথা মাথায় রেখেই তাঁকে দলে এনেছিল বাগান ব্রিগেড। যারফলে অনেকেই মনে করেছিল যে আন্তর্জাতিক টুর্নামেন্টে হয়তো নিজের জাত চেনাবেন এই ফুটবলার। কিন্তু তাঁর আগেই বদলে যায় গোটা পরিস্থিতি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহের মধ্য দিয়ে বদলে যায় অনেক কিছু। যারফলে এবারের ইন্ডিয়ান সুপার লিগে ভালো পারফরম্যান্স করাই অন্যতম লক্ষ্য হয়ে ওঠে ময়দানের এই প্রধানের। সেটাই হয়েছে শেষ পর্যন্ত।
Also Read | জ্যাকসের অলরাউন্ড পারফরম্যান্সে মুম্বই ইন্ডিয়ান্সের গুরুত্বপূর্ণ জয়
গতবারের মতো এবারও টুর্নামেন্টের লিগ শিল্ড জয় করার পাশাপাশি শক্তিশালী বেঙ্গালুরু এফসিকে পরাজিত করে লিগ কাপ ও নিজেদের দখলে নিয়েছে মোহনবাগান। বর্তমানে সেই নিয়ে খুশির হাওয়া সবুজ-মেরুন শিবিরের অন্দরে। তবে আগামী কয়েকদিনের মধ্যেই শুরু হবে কলিঙ্গ সুপার কাপ। এই টুর্নামেন্টে ও নিজেদের সাফল্যের ধারা বজায় রাখার চেষ্টা করবেন বাগান ফুটবলাররা। সেইমতো বৃহস্পতিবার থেকেই অনুশীলন শুরু করে দিয়েছে দল। তবে জোসে মোলিনার পরিবর্তে জুনিয়র দলের কোচ বাস্তব রায়ের তত্ত্বাবধানেই এবারের এই টুর্নামেন্ট খেলবে মোহনবাগান।
শোনা যাচ্ছে এই ফুটবল টুর্নামেন্টেই জলের রক্ষণভাগ সামাল দেওয়ার ক্ষেত্রে দেখা যেতে চলেছে নুনো রেইসকে। গত বেশ কয়েক মাস ধরেই দলের সঙ্গে জোর কদমে অনুশীলন করে আসছেন এই ফুটবলার। এবার মাঠের নব্বই মিনিটে নিজের সেরাটা উজাড় করে দেওয়ার লক্ষ্য থাকবে তারকার।