
এই বছর খুব একটা ভালো পারফরম্যান্স থাকেনি চেন্নাইয়িন এফসির (Chennaiyin FC)। দেশের প্রথম ডিভিশনের ফুটবল টুর্নামেন্ট তথা ইন্ডিয়ান সুপার লিগে সাফল্য পাওয়ার লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি ওয়েন কোয়েলের ছেলেদের পক্ষে। লিগ টেবিলের তলানিতে থেকেই শেষ হয়েছে এই ফুটবল টুর্নামেন্ট। যা কিছুতেই মেনে নিতে পারেননি দলের সমর্থকরা। এই হতাশা ভুলে এবারের কলিঙ্গ সুপার কাপে সাফল্য পাওয়ার লক্ষ্য থাকলেও ছিটকে যেতে হয়েছে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই। প্রি-কোয়ার্টার ফাইনালে শক্তিশালী মুম্বাই সিটি এফসির কাছে পরাজিত হতে হয়েছে বিরাট বড় ব্যবধানে। সেই নিয়ে যথেষ্ট হতাশ সমর্থকরা।
অপরদিকে বহু প্রত্যাশা নিয়ে এবছর দল গঠন করা হলেও আশানুরূপ ফল না হওয়ায় খুশি নয় টিম ম্যানেজমেন্ট। পুরনো সমস্ত কিছু ভুলে এখন থেকেই নতুন মরসুমের জন্য ঘর গোছানোর কাজ শুরু করে দিতে মরিয়া দক্ষিণের এই আইএসএল জয়ীরা। সেক্ষেত্রে বেশকিছু বদল দেখা যেতে পারে দলের অন্দরে। আক্রমণভাগের পাশাপাশি বদল ঘটানো হতে পারে মাঝমাঠের বেশকিছু ফুটবলারদের। সেক্ষেত্রে এবার বিভিন্ন মাধ্যমের তরফে ব্যাপকভাবে উঠে আসছে একাধিক বিদেশি ফুটবলারদের নাম। তার মধ্যেই ব্যাপকভাবে শোনা গিয়েছে লুকা মাজসেনের নাম। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।
বর্তমানে প্যানাজিওটিস ডিলমপেরিসের শক্তিশালী পাঞ্জাব এফসির সঙ্গে যুক্ত রয়েছেন এই তারকা ফরোয়ার্ড। দলের হয়ে করে ফেলেছেন প্রায় দশটি গোল। সেইসাথে তিনটি অ্যাসিস্ট ও রয়েছে এই স্লোভিয়ান তারকার। হিসাব অনুযায়ী দেখলে চলতি বছরের শেষেই তাঁর সঙ্গে চুক্তি শেষ হতে চলেছে আইএসএলের এই ফুটবল ক্লাবের। সবদিক মাথায় রেখেই এবার এই বিদেশি ফুটবলারকে দলে টানতে চাইছে ওয়েন কোয়েলের চেন্নাইয়িন। শেষপর্যন্ত আদৌও তা চূড়ান্ত হয় কিনা এখন সেটাই দেখায় বিষয়।
উল্লেখ্য, বহু প্রত্যাশা নিয়ে এবছর জর্ডান উইলমার গিলের উপর ভরসা রেখেছিল দক্ষিণের এই ফুটবল ক্লাব। কিন্তু খুব একটা সুবিধা করা সম্ভব হয়নি তাঁদের পক্ষে। সেজন্য এবার এই ফরোয়ার্ডকে নেওয়ার কথা ভাবছে ম্যানেজমেন্ট।