বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন এই তারকা গোলরক্ষক

এবারের ফুটবল সিজনের শুরুতে বড়সড় চমক দিয়েছিল মুম্বাই সিটি এফসি। দলের তিন কাঠির প্রহরী হিসেবে ভারতীয় গোলরক্ষক টি পি রেহেনেশকে (TP Rehenesh) যুক্ত করেছিল দলের সঙ্গে।  মূলত দলের রিজার্ভ বেঞ্চকে শক্তিশালী করতে তাঁকে দলে নিয়েছিল বানিজ্য নগরীর এই ফুটবল ক্লাব। তবে এবারের মরসুমে যখনই সুযোগ পেয়েছেন নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন রেহানেশ। দেশে প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলে চারটি ক্লিনশিট থেকেছে এই তারকার। যা নিঃসন্দেহে খুশি করেছে সকল সমর্থকদের। হিসাব অনুযায়ী দেখলে আগামী ২০২৭ সাল পর্যন্ত তাঁর সঙ্গে চুক্তি রয়েছে মুম্বাই সিটি এফসির।

স্বাভাবিকভাবেই নতুন সিজনে ও তাঁর উপর নজর থাকবে সকলের। তবে সময় যত এগোচ্ছে ফূর্বা লাচেনপার পর দলের অন্যতম ভরসাযোগ্য হয়ে উঠছেন তিনি। এসবের মাঝেই কেরালার এই গোলরক্ষককে নিয়ে উঠে আসলো নয়া তথ্য। এবার বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন রেহানেশ টিপি। কিছু ঘন্টা আগেই নিজের সোশ্যাল সাইটে সেই সম্পর্কিত বেশকিছু ছবি আপলোড করেন এই গোলরক্ষক। যেখানে শাড়ি-পাঞ্জাবীর এক অপূর্ব লুকে দেখা গিয়েছে এই নব দম্পতিকে। যেখানে প্রতিটি ক্ষেত্রেই রয়েছে দক্ষিণ ভারতের রীতি রেওয়াজ। এছাড়াও ভারত বিখ্যাত কথাকলি নাচের ছোঁয়া।

এমন ছবি নিঃসন্দেহে নজর কেড়েছে সকল ফুটবলপ্রেমীদের। পূর্বে খালিদ জামিলের জামশেদপুর এফসির হয়ে দলের তিনকাঠি সামাল দিয়েছিলেন রেহেনেশ। বেশকিছু ক্লিনশিট ও তাঁর ঝুলিতে। কিন্তু নয়া মরসুমের শুরুতেই তাঁকে বিদায় জানায় জামশেদপুর। পরবর্তীতে বেশকিছু ফুটবল ক্লাব রেহানেশকে নিতে আসরে নামলেও শেষ পর্যন্ত বাজিমাত করেছিল রনবীর কাপুরের এই ফুটবল ক্লাব। এই মরসুমে তাঁর নজরকাড়া পারফরম্যান্স যথেষ্ট নজর কেড়েছে পেট্র ক্র্যাটকির। নয়া সিজনে আদৌ কতটা সফল থাকেন সেদিকেই নজর থাকবে সকলের।

অন্যদিকে, নতুন মরসুমে বেশকিছু বদল দেখা যেতে পারে দলের অন্দরে। এক্ষেত্রে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে বিদেশি ফুটবলারদের নাম। আগামী কয়েকদিনের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে সেই সমস্ত কিছু।

  • Related Posts

    ইডেন গার্ডেন্সে ভারতীয় সেনাবাহিনীকে বিশেষ সম্মান সিএবি-র

    ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB) ভারতীয় সেনাবাহিনীর প্রতি তাদের অসাধারণ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের প্রশংসা কুড়িয়েছে। সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার পরিপ্রেক্ষিতে…

    ভারতীয় ক্রিকেট বিপদে? সীমান্ত উত্তেজনার মধ্যে দুটি বড় স্টেডিয়ামে বোমা হামলার হুমকি

    ১২ মে, ২০২৫, জয়পুরের সয়াই মানসিং স্টেডিয়ামে একটি বোমা হুমকির (Bomb Threats) ইমেল পাওয়া যায়। রাজস্থান স্পোর্টস কাউন্সিলের অফিসিয়াল ইমেল ঠিকানায় পাঠানো হয়েছিল। পুলিশ সুপার…