ছিটকে গেল বেঙ্গালুরু! কীভাবে ম্যাচের রঙ বদলালেন বাবোভিচ?

কলিঙ্গ সুপার কাপে (Kalinga Super Cup 2025) ফের অঘটন। এবার টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেল বেঙ্গালুরু এফসি (Bengaluru FC )। হ্যাঁ শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। নির্ধারিত সূচি অনুযায়ী বুধবার বিকেলে সুপার কাপের প্রি-কোয়ার্টার ফাইনাল খেলতে নেমেছিল জেরার্ড জারাগোজার বেঙ্গালুরু এফসি যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল আইলিগের শক্তিশালী দল ইন্টার কাশীর সঙ্গে। পূর্ণ সময় শেষে সেই ম্যাচে জয় ছিনিয়ে নিল বারাণসীর এই ফুটবল ক্লাব। নির্ধারিত নব্বই মিনিট পর্যন্ত বজায় ছিল ১-১ গোলের অমীমাংসিত ফলাফল। স্বাভাবিকভাবেই ম্যাচ চলে যায় টাইব্রেকারে। সেখানেই ৫-৩ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নেয় ইন্টার কাশী।

Also Read |  ট্রাইব্রেকারে বেঙ্গালুরুকে আটকে সুপারকাপের কোয়ার্টার ফাইনালে হাবাসের কাশী

বলাবাহুল্য, এবারের এই ফুটবল টুর্নামেন্টে সাফল্য পাওয়া যে খুব একটা সহজ হবে না সেটা ভালো মতোই জানেন প্রত্যেকটি দলের কোচ। সেইমতো সকল ফুটবলারদের অনুশীলন করিয়েছিলেন ফুটবলারদের। এক্ষেত্রে প্রথম থেকেই যথেষ্ট আক্রমণাত্মক মেজাজে ধরা দিয়েছিল বেঙ্গালুরু এফসি। কিন্তু গোলের মুখ খোলা খুব একটা সহজ ছিল না তাঁদের পক্ষে। প্রতিপক্ষের জমাটবাঁধানো রক্ষণে আটকে যেতে হয়েছিল বারংবার। তবে দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটের মাথায় বিদেশি তারকা রায়ান উইলিয়ামসের করা গোলে এগিয়ে গিয়েছিল এবারের ইন্ডিয়ান সুপার লিগের রানার্সরা।

Also Read | হায়দরাবাদ ম্যাচের পূর্বে দলের মনোবল বাড়াতে বার্তা সেমিনলেন ডুঞ্জেলের

কিন্তু সেটা ধরে রাখা সম্ভব হয়নি। আসলে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই প্রবল চাপ বাড়াতে শুরু করেছিল ইন্টার কাশী। যারফলে ম্যাচের নির্ধারিত সময়ের মধ্যে গোল তুলে নিতে খুব একটা সমস্যা হয়নি তাঁদের পক্ষে। ৮৭ মিনিটের মাথায় দলকে সমতায় ফেরান মাতিজা বাবোভিচ। এই গোলের পর থেকেই আত্মবিশ্বাস ফিরতে শুরু করে আইলিগের এই ফুটবল ক্লাবের। নির্ধারিত নব্বই মিনিটের পরে ও বদলায়নি খেলার ফলাফল। স্বাভাবিকভাবেই ম্যাচ চলে যায় টাইব্রেকারে।

সেখানে আরও অপ্রতিরোধ্য হয়ে ওঠে অরিন্দম ভট্টাচার্যের ইন্টার কাশী। বিরাট বড় ব্যবধানে সুনীল ব্রিগেডকে পরাজিত করে পরের রাউন্ডে চলে যায় বারাণসীর এই ফুটবল ক্লাব। এবার সেই ধারা বজায় রাখাই অন্যতম লক্ষ্য সকলের।

  • Related Posts

    সুপার কাপে মহামেডান এসসি বনাম নর্থইস্ট ইউনাইটেড ম্যাচ ফ্রী-তে কোথায় দেখবেন? জেনে নিন

    কলিঙ্গা সুপার কাপ ২০২৫ (Kalinga Super Cup 2025)-এ অভিষেক ঘটছে মহামেডান স্পোর্টিং ক্লাবের (এসসি)। ২৪ এপ্রিল ভুবনেশ্বরের কলিঙ্গা স্টেডিয়ামে রাউন্ড অফ ১৬-এ তারা মুখোমুখি হবে…

    ট্রাইব্রেকারে বেঙ্গালুরুকে আটকে সুপারকাপের কোয়ার্টার ফাইনালে হাবাসের কাশী

    কলিঙ্গা সুপার কাপ ২০২৫ (Kalinga Super Cup 2025)-এর প্রি-কোয়ার্টার ফাইনালে ইন্টার কাশী আইএসএল ফাইনালিস্ট বেঙ্গালুরু এফসি-কে (Bengaluru FC vs Inter Kashi) নাটকীয় পেনাল্টি শ্যুটআউটে (৫-৩)…