কেরালার বিপক্ষে মাঠে নামার আগে কী বললেন অস্কার?

কিছু ঘন্টার অপেক্ষা মাত্র। তারপরেই শুরু হতে চলেছে কলিঙ্গ সুপার কাপ‌ (Kalinga Super Cup 2025)। উল্লেখ্য, গত বছর শক্তিশালী ওডিশা এফসি‌কে হারিয়ে এই ফুটবল টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছিল ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ফুটবল ক্লাব। এবার সেই ধারা বজায় রাখাই প্রধান লক্ষ্য সৌভিক চক্রবর্তীদের। কিন্তু গতবারের তুলনায় এবার আমূল বদল এসেছে দলের টুর্নামেন্টের ফরম্যাটে। পূর্বে গ্রুপ পর্ব অতিক্রম করে নকআউটে পৌঁছানোর সুযোগ থাকলেও এবার সেটা একেবারেই নেই। মূলত প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচ দিয়ে শুরু হচ্ছে টুর্নামেন্ট। যেখানে প্রথম ম্যাচে শক্তিশালী কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে খেলতে নামবে ইস্টবেঙ্গল।

গত বছর কার্লেস কুয়াদ্রাতের হাত ধরে চ্যাম্পিয়ন হলেও এবার লড়াইটা যে খুব একটা সহজ হবে না সেটা ভালো মতোই জানেন ইস্টবেঙ্গলের নতুন কোচ অস্কার ব্রুজন‌‌‌ (Oscar Bruzon)। বিশেষ করে ফুটবলারদের চোট আঘাতের সমস্যা যথেষ্ট ভোগাচ্ছে ময়দানের এই প্রধানকে। তার উপরে অপর্যাপ্ত বিদেশি সমস্যা। এসবের মাঝেই সফল হওয়া যে যথেষ্ট চ্যালেঞ্জিং সেটা নতুন করে বলার অপেক্ষায় রাখে না। তাই প্রতিপক্ষ দলকে নিয়ে যথেষ্ট সাবধানী এই স্প্যানিশ কোচ। ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেরালা প্রসঙ্গে তিনি বলেন, ” আগামীকাল আমরা গত কয়েক বছরের মধ্যে ভারতীয় ফুটবলের একটি আইকনিক ক্লাব তথা কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হব।”

বিশেষ করে তাঁদের কোচ প্রসঙ্গে অস্কার বলেন, ” কেরালা দলে ও একজন নতুন কোচ এসেছে এবং তাঁরাও একই রকম পরিস্থিতিতে আছে। বলতে গেলে তাঁদের মরসুমও কার্যত অনিয়মিত ছিল। ব্যাপক হতাশার মধ্যে দিয়েই তাঁরা আইএসএল শেষ করেছে। তাই, আমি বিশ্বাস করি আগামীকাল উভয় দলই মাঠে সবকিছু ঢেলে দেবে। নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে দলের জয় সুনিশ্চিত করার চেষ্টা করবে।” অপরদিকে, পুরনো সমস্ত কিছু ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া আদ্রিয়ান লুনারা। বিশেষ করে দলে নতুন কোচ আশায় এবার বাড়তি আত্মবিশ্বাস নিয়েই সফল হতে চাইছে দক্ষিণের এই ফুটবল দল।

বলাবাহুল্য, এবারের ইন্ডিয়ান সুপার লিগে দুইবারের সাক্ষাতে একটি করে জয় পেয়েছে দুই ক্লাব। প্রথম লেগে কেরালা জয় সুনিশ্চিত করতে সক্ষম হলেও দ্বিতীয় লেগে অতি সহজেই জয় ছিনিয়ে নিয়েছে ইমামি ইস্টবেঙ্গল। এখন সেই ধারাই বজায় রাখতে চাইবেন মেসি বাউলিরা।

  • Related Posts

    ননন্দকাননে শাহরুখ ব্রিগেডের সম্মুখীনের পূর্বে হোঁচট খেল গিলের গুজরাট?

    গুজরাট টাইটান্সের (GT) জন্য এই মুহূর্তটি মিশ্র অনুভূতির। দিল্লি ক্যাপিটালসকে (Delhi Capitals) বিশাল ব্যবধানে হারানোর পর, আইপিএল (IPL 2025)পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে গুজরাট। তবে,…

    গুজরাট ম্যাচের আগেই এই কারণে বিতর্কের মুখে KKR!

    আইপিএল ২০২৫(IPL 2025) সিজনে বিতর্কের কেন্দ্রবিন্দুতে কলকাতা নাইট রাইডার্স (KKR)। এইবার তাদের সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। ভারতের সহকারী কোচের পদ থেকে অভিষেক নায়ারকে…