এই ভারতীয় মিডফিল্ডারকে দলে টানার পথে এফসি গোয়া

পুরনো সমস্ত হতাশা ভুলে এবার দুরন্ত ছন্দে ধরা দিয়েছে এফসি গোয়া (FC Goa)। মরসুমের শুরুটা খুব একটা ভালো না হলেও ইন্ডিয়ান সুপার লিগ থেকেই ছন্দে ফিরেছিল এই ফুটবল দল। প্রথম ম্যাচে খালিদ জামিলের শক্তিশালী জামশেদপুর এফসির কাছে ধাক্কা খাওয়ার পর কলকাতা ময়দানের তৃতীয় প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে জয় পাওয়ার লক্ষ্য থাকলেও সেটা সম্ভব হয়নি। পয়েন্ট ভাগাভাগি করে শেষ করতে হয়েছিল সেই ম্যাচ। কিন্তু তৃতীয় ম্যাচ থেকেই ঘুরে দাঁড়ায় মানোলো মার্কুয়েজের ছেলেরা। অনায়াসেই তাঁরা পরাজিত করে দুর্বল ইমামি ইস্টবেঙ্গলকে।‌ তারপর আর খুব একটা অসুবিধা হয়নি বোরহা হেরেরাদের। সময় এগোনোর সাথে সাথে ছন্দে ফিরতে শুরু করে আইএসএলের এই ফুটবল ক্লাব।

এমনকি টুর্নামেন্টের প্রথম লেগে অনায়াসেই তাঁরা পরাজিত করেছিল এফসি গোয়া। স্বাভাবিকভাবেই একটা সময় মোহনবাগানের পাশাপাশি টুর্নামেন্টের লিগ শিল্ড জয়ের অন্যতম দাবিদার হয়ে উঠেছিল ইকের গ্যারেক্সোনারা। তবে কলকাতা ময়দানের সেই প্রধানের থেকে পয়েন্ট এর পার্থক্য ছিল অনেকটাই। স্বাভাবিকভাবেই তাঁদের টেক্কা দেওয়া যথেষ্ট কষ্টসাধ্য ছিল গোয়ার ফুটবলারদের কাছে। তাই শেষ পর্যন্ত শিল্ড জয়ের ভঙ্গ হয় দেশের এই ফুটবল দলের। সেই সমস্ত হতাশা ভুলে এবার প্রথমবারের জন্য আইএসএল জিততে বদ্ধপরিকর ছিল এফসি গোয়া। সেই মতো নিজেদের তৈরি করেছিলেন দলের ফুটবলাররা।

কিন্তু শেষ রক্ষা হয়নি। আইএসএলের সেমিফাইনালের দ্বিতীয় লেগে বেঙ্গালুরু এফসির কাছে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় আইএসএলের এই শক্তিশালী ফুটবল ক্লাব। যা নিঃসন্দেহে হতাশ করেছিল সমর্থকদের। তবে এবার প্যানাজিওটিস ডিলমপেরিসের পাঞ্জাব এফসিকে টেক্কা দিয়ে কলিঙ্গ সুপার কাপে পৌঁছে গিয়েছে গোয়া শিবির। আগামী বুধবার মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে এই টুর্নামেন্টের সেমিফাইনালের লড়াই। সেদিকে নজর রয়েছে সকলের। পাশাপাশি এখন থেকেই আগামী মরসুমের জন্য ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট।

বিশেষ করে নতুন কোচ নিয়োগ করার ক্ষেত্রে গত কয়েক মাস ধরেই যথেষ্ট সক্রিয় থেকেছে গোয়া শিবির। নজরে রয়েছে একাধিক হাইপ্রোফাইল কোচ। শুধুমাত্র কোচ নয়। দলের বেশ কিছু ফুটবলারদের নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পথে একবারের শিল্ড জয়ীরা। সেই সাথে বেশ কিছু ভারতীয় ফুটবলারদের দলে টানতে চলেছে আইএসএলের এই দল। সেক্ষেত্রে ব্যাপকভাবে উঠে আসতে শুরু করেছে হর্ষ পাত্রের নাম। বর্তমানে জেরার্ড জারাগোজার বেঙ্গালুরু এফসির সঙ্গে যুক্ত রয়েছেন এই তরুণ মিডফিল্ডার। খেলেছেন বেশ কিছু ম্যাচ। হিসাব অনুযায়ী দেখলে চলতি বছরের মে মাসেই তাঁর সঙ্গে চুক্তি শেষ হচ্ছে বেঙ্গালুরু শিবিরের। তারপরেই বছর বাইশের এই ফুটবলারকে দলে সই করাতে পারে গোয়া শিবির।

  • Related Posts

    ব্রাজিলিয়ান ডিফেন্ডার রিবেইরোকে দলে নিচ্ছে আইএসএল টিম

    ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) প্রাক্তন চ্যাম্পিয়ন হায়দ্রাবাদ এফসি তাদের দলে নতুন শক্তি যোগ করতে চলেছে। ব্রাজিলিয়ান সেন্টার-ব্যাক রাফায়েল রিবেইরো (Rafael Ribeiro) ২০২৫-২৬ মৌসুমের জন্য হায়দ্রাবাদ…

    সেমিফাইনালে লক্ষ্য খেতাব জয়! সমর্থকদের বার্তা দলের তরুণ ফুটবলারদের

    সুপার কাপ ২০২৫ (Super Cup 2025) মোহনবাগান সুপার জায়ান্টসের (Mohun Bagan) দুরন্ত যাত্রা অব্যাহত। হাই ভোল্টেজ কোয়ার্টার ফাইনালে কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে সাহাল আবদুল…