‘অপারেশন সিঁদুর’ পর ভারতীয় সেনাকে সম্মান জানাতে ধর্মশালায় বিশেষ অনুষ্ঠান

ভারতীয় সেনার (Indian Armed Forces) ‘অপারেশন সিঁদুর’র (Operation Sindoor) সফল বাস্তবায়নের পর সারা দেশ জুড়ে এক দেশাত্মবোধক আবহ তৈরি হয়েছে। সেই আবহেই বুধবার ইডেন গার্ডেন্সে জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয়েছিল কলকাতা নাইট রাইডার্স বনাম চেন্নাই সুপার কিংস আইপিএল ম্যাচ। একই পথেই হেঁটে এবার ধর্মশালার ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত হল এক বিশেষ অনুষ্ঠান। বৃহস্পতিবার আইপিএল ২০২৫ (IPL 2025) পঞ্জাব কিংস (PBKS) ও দিল্লি ক্যাপিটালস (DC) ম্যাচ শুরুর আগে ভারতীয় সেনাকে সম্মান জানিয়ে আয়োজন করা হল দেশাত্মবোধক গানের অনুষ্ঠান। মঞ্চে গান গাইলেন জনপ্রিয় গায়ক বি প্রাক।

আইপিএল কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বীর সেনাদের শ্রদ্ধা জানাতেই এই বিশেষ উদ্যোগ। ধর্মশালার আকাশে ভেসে উঠল গর্বের গান। দর্শক, খেলোয়াড় এবং কর্মকর্তারা একসাথে এই অনুষ্ঠান উপভোগ করেন। দেশপ্রেমে উদ্বেল হয়ে ওঠে গোটা স্টেডিয়াম। গায়ক বি প্রাক জানান, “এই মঞ্চে দাঁড়িয়ে দেশের সেনাদের জন্য গান গাইতে পেরে আমি গর্বিত ও কৃতজ্ঞ। এ এক অনন্য অনুভূতি।”

এই আবেগঘন পরিবেশের প্রেক্ষাপট ‘অপারেশন সিঁদুর’। মঙ্গলবার গভীর রাতে ভারতীয় সেনা এক অভূতপূর্ব অভিযানে পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয়। এই অপারেশনের মূল লক্ষ্য ছিল সেই সমস্ত জায়গা, যেখান থেকে জঙ্গিরা ভারতে অনুপ্রবেশ এবং হামলার পরিকল্পনা করছিল। পহেলগাঁওয়ে ২৬ জন নিরীহ ভারতীয়কে গুলি করে হত্যা করার ঘটনায় গোটা দেশ ক্ষোভে ফেটে পড়ে। সেই ঘটনার প্রতিশোধ হিসাবেই সেনার এই অভিযান বলে জানা গেছে। এই সামরিক অভিযানের নামকরণ করা হয় ‘অপারেশন সিঁদুর’—যা ভারতীয় নারীর মঙ্গলসূচক প্রতীক, সেই সঙ্গে রক্ত এবং আত্মত্যাগের প্রতীকও।

এর আগে ইডেন গার্ডেন্সে জাতীয় সঙ্গীত পরিবেশন করে দুই দলের ক্রিকেটাররা ভারতীয় সেনাকে সম্মান জানান। ধর্মশালায় সেই ভাবনারই পুনরাবৃত্তি ঘটল বৃহত্তর মাত্রায়। শুধু খেলাধুলা নয়, এই উদ্যোগের মাধ্যমে বোর্ড দেখিয়ে দিল, ক্রিকেটও হতে পারে দেশের প্রতি ভালোবাসা প্রকাশের এক গুরুত্বপূর্ণ মাধ্যম।

এইরকম উদ্যোগ ভবিষ্যতে আরও বেশি পরিমাণে দেখা যাবে বলে আশা করছেন অনেকে। সাধারণ দর্শক থেকে শুরু করে ক্রীড়াজগতের বিশিষ্ট ব্যক্তিরাও এই ধরনের অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেছেন। একজন দর্শক বলেন, “খেলা দেখতে এসে এমন কিছু প্রত্যক্ষ করব ভাবিনি। সত্যিই চোখে জল এসে গিয়েছিল। দেশের সেনার জন্য গর্ব হয়।”

ক্রিকেট মাঠে দেশের সেনার প্রতি সম্মান জানানোর এই নতুন রীতি ভারতীয় ক্রীড়াঙ্গনে একটি ইতিবাচক বার্তা বহন করছে। কেবল খেলার জয়-পরাজয় নয়, মাঠে এখন দেশের গর্ব, বীরত্ব আর আত্মত্যাগের কাহিনিও উঠে আসছে সম্মানের সঙ্গে।

  • Related Posts

    SAFF U-19 চ্যাম্পিয়নশিপ 2025 ফ্রী–তে কোথায় দেখবেন? জেনে নিন

    দক্ষিণ এশিয়ার তরুণ ফুটবল প্রতিভাদের লড়াইয়ের মঞ্চ, SAFF U-19 চ্যাম্পিয়নশিপের সপ্তম সংস্করণ, আগামী ৯ থেকে ১৮ মে ২০২৫ পর্যন্ত ভারতে অনুষ্ঠিত হতে চলেছে। ছয়টি দক্ষিণ…

    ভারতীয় মহিলা দল উজবেকিস্তানের বিরুদ্ধে প্রীতি ম্যাচের জন্য প্রস্তুত

    ভারতীয় মহিলা জাতীয় ফুটবল দল (Indian Women’s Football Team ) কোচ ক্রিসপিন চেত্রীর নেতৃত্বে, ২০২৬ সালের এএফসি মহিলা এশিয়ান কাপের যোগ্যতা পর্বের জন্য নিবিষ্টভাবে প্রস্তুতি…