Subhasish Bose Holi celebration: হোলির আমেজে বাগান অধিনায়ক, নেটমাধ্যমে বিশেষ পোস্ট

বিগত ফুটবল মরসুমের মতো এবার ও দুরন্ত ছন্দে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। শক্তিশালী মুম্বাই সিটি এফসির বিপক্ষে শুরুটা খুব একটা ভালো না হলেও সেখান থেকে ঘুরে দাঁড়াতে খুব একটা সমস্যা হয়নি বাগান শিবিরের। পরবর্তীতে সময় যত এগিয়েছে ততই নিজেদের পুরনো ছন্দে ধরা দিয়েছে মোহনবাগান। একের পর এক ম্যাচে খুব সহজেই এসেছে জয়। যারফলে একটা সময় পয়েন্ট টেবিলের কিছুটা নিচে থাকতে হলেও সেখান থেকে উপরে উঠে আসতে খুব একটা সমস্যা হয়নি। এমনকি অন্যান্য বছর গুলির মতো এবারও হাইভোল্টেজ ডার্বি ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব ইমামি ইস্টবেঙ্গলকে নাস্তানাবুদ করতে সক্ষম থেকেছে জেসন কামিন্সরা।‌সেই নিয়ে যথেষ্ট খুশির আমেজ দেখা দিয়েছিল বাগান সমর্থকদের মধ্যে ‌।

মাঝে কয়েকটি ম্যাচে পয়েন্ট নষ্ট করতে হলেও সেখান থেকে ও ঘুরে দাঁড়াতে খুব একটা সমস্যা হয়নি মেরিনার্সদের। যারফলে লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রাখার পাশাপাশি কয়েক ম্যাচ বাকি থাকতেই ইন্ডিয়ান সুপার লিগের লিগ শিল্ড নিশ্চিত করে ফেলে জোসে মোলিনার ছেলেরা। গত ফেব্রুয়ারির শেষের দিকেই শক্তিশালী ওডিশা এফসি‌কে পরাজিত করে শিল্ড নিশ্চিত করার পর বাকি দুইটি নিয়মরক্ষার ম্যাচে ও অপরাজিত থাকতে মরিয়া ছিল মোহনবাগান। সেটাই হয়েছে শেষ পর্যন্ত। লিগ শিল্ড জয়ের পর এবার দেশের এই প্রথম ডিভিশন ফুটবল লিগে চূড়ান্ত সাফল্য পেতে মরিয়া এই ফুটবল ক্লাব।

এখন সেদিকেই নজর রয়েছে সকল সমর্থকদের। তবে এসবের মাঝেই হোলির আমেজে মেতেছেন বাগান অধিনায়ক শুভাশিস বসু (Subhasish Bose)। শুক্রবার নিজেদের সোশ্যাল সাইটে সেই সম্পর্কিত বেশ কিছু ছবি আপলোড করেন শুভাশিস বসু। যেখানে তাঁর সহধর্মিনী কস্তুরী ছেত্রীর সঙ্গে বেশ কিছু ছবি আপলোড করতে দেখা যায় সবুজ-মেরুন অধিনায়ককে। নানা রকমের আবিরের পাশাপাশি আকর্ষণীয় সানগ্লাস পরিহিত অবস্থায় বন্ধুদের সঙ্গে বেশ কিছু ছবি আপলোড করেন। শুভাশিস বসু। যা নিঃসন্দেহে নজর কেড়েছে সমর্থকদের।

শিল্ড জয়ের পর এবার চূড়ান্ত সাফল্য পাওয়াই‌ অন্যতম লক্ষ্য জেমি ম্যাকলারেনদের। এখন সেদিকেই নজর রয়েছে সকলের। সেক্ষেত্রে এক অনন্য ইতিহাস সৃষ্টি করতে পারে মোহনবাগান সুপার জায়ান্ট।

Related Posts

India vs England: ইংল্যান্ড সফরে ভারতের ‘রহস্যময়’ স্পিনারকে দলে আনার দাবি সিধুর

ভারতীয় ক্রিকেট দলের জন্য ২০২৫ সালটা যেন একের পর এক চ্যালেঞ্জ নিয়ে এসেছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত জয়ের পর এবার সবার নজর ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট…

Sunil Chhetri: ক্যাপির আগমনে সংশয়ের পথে তিন তরুণ তুর্কির কেরিয়ার, কি হবে তাদের পরিণতি?

ভারতীয় ফুটবল দলের (Indian football Team) অন্যতম খেলোয়াড় সুনীল ছেত্রী (Sunil Chhetri) আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও, বিস্ময়করভাবে আবার ভারতীয় দলের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন।…