Odisha FC vs Jamshedpur FC: জামশেদপুরকে পরাজিত করে সুপার সিক্সের আশা জিইয়ে রাখল ওডিশা

বর্তমানে সময় এগোনোর সাথে সাথেই ব্যাপক জমজমাট হয়ে উঠেছে আইএসএলের প্লে-অফের লড়াই। গত কয়েক দিনের মধ্যেই সুপার সিক্সের জন্য কোয়ালিফাই করে গিয়েছে পাঁচটি দল। এবার ষষ্ঠ দলের দিকেই নজর রয়েছে সকলের। এই স্পটের অন্যতম দাবিদার হিসেবে রয়েছে মুম্বাই সিটি এফসি এবং ওডিশা এফসি (Odisha FC vs Jamshedpur FC)। এবার এই দুই দলের মধ্যেই একটি দল পৌঁছে যাবে ইন্ডিয়ান সুপার লিগের নক আউট পর্বে। যদিও এক্ষেত্রে অনেকটাই এগিয়ে রয়েছে মুম্বাই। তবে নিজেদের সেরাটা দিয়ে লড়াইয়ে টিকে থাকাই অন্যতম লক্ষ্য ছিল ওডিশার।

সেইমর্মে বুধবার সন্ধ্যায় আইএসএলে নিজেদের শেষ ম্যাচ খেলতে নেমেছিল জগন্নাথের রাজ্যের এই ফুটবল ক্লাব। যেখানে তাঁদের লড়াই করতে হয়েছিল খালিদ জামিলের শক্তিশালী জামশেদপুর এফসির সঙ্গে। সম্পূর্ণ সময় শেষে সম্পূর্ণ সময়ের শেষে ৩-২ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নিল সার্জিও লোবেরার ছেলেরা। দলের হয়ে এদিন গোল করেন ডরিয়েল্টন গোমেজ এবং মরোক্কান তারকা হুগো বুমোস। ওডিশার জার্সিতে এদিন জোড়া গোল পেয়েছেন বুমোস সেই নিয়ে যথেষ্ট খুশি দলের সমর্থকরা। অন্যদিকে জামশেদপুর এফসির হয়ে গোল করে যান জর্ডন মারি এবং স্টিফেন এজে।

Also Read | ঘরের মাঠে আরকাদাগের কাছে পরাজিত ইস্টবেঙ্গল, ব্যর্থ ডায়মান্তাকস  

এই ম্যাচে জয়ের ফলে ২৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে বর্তমানে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে উঠে এসেছে ওডিশা এফসি। দুই ম্যাচ কম খেলে সমান সংখ্যক পয়েন্ট নিয়ে তাঁদের ঘাড়ের কাছেই নিঃশ্বাস ফেলছে পেট্র ক্র্যাটকির মুম্বাই সিটি। উল্লেখ্য, এদিন জামশেদপুর এফসির ঘরের মাঠে ম্যাচ থাকলেও প্রথম থেকেই ব্যাপক আক্রমণাত্মক মেজাজে ধরা দিয়েছিল ওডিশা ফুটবল দল। ম্যাচের দ্বিতীয় কোয়ার্টারেই প্রথম গোল করে যান ডরি ওরফে ডরিয়েল্টন। তারপর থেকেই বেশ কিছুটা রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে দেখা দিয়েছিল দেশের শিল্প নগরীর ফুটবল দলকে।

তবুও ভুলের মুখ খুলতে খুব একটা সমস্যায় পড়তে হয়নি ওডিশা এফসিকে। প্রথমার্ধের তৃতীয় কোয়ার্টারেই দলের হয়ে ব্যবধান বাড়িয়ে যান হুগো বুমোস। যারফলে প্রথমার্ধের শেষে ২-০ গোলের ব্যবধানে এগিয়ে ছিল দিয়াগো মাউরিসিওদের ক্লাব। এমনকি দ্বিতীয়ার্ধে ও সহজে গোল করে যান বুমোস। যারফলে অনায়াসেই জয় সুনিশ্চিত হয়ে গিয়েছিল ওডিশার। তবে শেষ কোয়ার্টারের মধ্যে একের পর এক আক্রমণ করে গোল তুলে নিতে থাকে জামশেদপুর। তবে ম্যাচে ফিরে আসা সম্ভব হয়নি। কিন্তু এই ম্যাচে জয় আসলেও সুপার সিক্সে যাওয়া এখনও নিশ্চিত নয় ওডিশার। এক্ষেত্রে তাঁদের নজর রাখতে হবে মুম্বাই ম্যাচের দিকেই।

Related Posts

East Bengal: তরুণ ফুটবলারদের পারফরম্যান্স নিয়ে যথেষ্ট খুশি বিনো জর্জ

ইন্ডিয়ান সুপার লিগের শুরুটা খুব একটা ভালো ছিল না ইমামি ইস্টবেঙ্গলের (East Bengal)। শক্তিশালী বেঙ্গালুরু এফসির কাছে পরাজিত হওয়ার পর ঘুরে দাঁড়ানো যথেষ্ট কঠিন হয়ে…

Chennaiyin FC vs Jamshedpur FC: জামশেদপুর বধ করে সুপার কাপের প্রস্তুতি নিতে চান ওয়েন কোয়েল

কিছু ঘন্টার অপেক্ষা। তারপরেই ইন্ডিয়ান সুপার লিগের শেষ ম্যাচ খেলতে নামবে চেন্নাইয়িন এফসি (Chennaiyin FC)। ইন্দোরের মাটিতে তাঁদের লড়াই করতে হবে খালিদ জামিলের শক্তিশালী জামশেদপুর…