Mumbai City FC Falls: কেরালার কাছে পরাজিত মুম্বই, সুপার সিক্সে যাওয়ার সম্ভাবনা ওডিশার

মোহনবাগান সুপার জায়ান্টের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেই আইএসএল শুরু করেছিল মুম্বাই সিটি এফসি (Mumbai City FC)। দ্বিতীয় ম্যাচ থেকে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি। পরবর্তীতে জামশেদপুর এফসির পাশাপাশি শক্তিশালী বেঙ্গালুরু এফসির কাছে ও আটকে যেতে হয়েছিল গতবারের আইএসএল জয়ীদের। সেই নিয়ে যথেষ্ট হতাশা দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। দলের এমন পারফরম্যান্স নিঃসন্দেহে প্রভাব ফেলেছিল ইন্ডিয়ান সুপার লিগের পয়েন্ট টেবিলে। সকলকে চমকে দিয়ে একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল দেশের বাণিজ্য নগরীর এই ফুটবল ক্লাব।

তবে টুর্নামেন্টের দ্বিতীয় লেগ থেকেই ছন্দে ফিরতে শুরু করে পেট্র ক্র্যাটকির ছেলেরা। গত গোয়া ম্যাচে বিরাট বড় ব্যবধানে পরাজিত হতে হলেও সেখান থেকে ঘুরে দাঁড়াতে খুব একটা সমস্যা হয়নি লালিয়ানজুয়ালা ছাংতেদের। হায়দরাবাদ এফসির সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে ম্যাচ শেষ করার পর তাঁরা আটকে দিয়েছিল শক্তিশালী মোহনবাগান সুপার জায়ান্টকে। একটা সময় সেই ম্যাচে দুইটি গোলের ব্যবধানে পিছিয়ে থাকতে হলেও সমতায় ফিরতে খুব একটা অসুবিধা হয়নি জন টোরাল থেকে শুরু করে থায়ের ক্রোমাদের। সেই ধারা বজায় রাখার লক্ষ্য নিয়েই গত শুক্রবার অ্যাওয়ে ম্যাচ খেলতে নেমেছিল মুম্বাই।

কোচির বুকে তাঁদের লড়াই করতে হয়েছিল থেক্কাথারা পুরুষোথামণের কেরালা ব্লাস্টার্সের সঙ্গে। সম্পূর্ণ সময় শেষে ১-০ গোলের ব্যবধানে সেই ম্যাচে জয় ছিনিয়ে নেয় দক্ষিণের এই ফুটবল ক্লাব। দলের হয়ে একটি মাত্র গোল করে যান কোয়ামি পেপরা। এই জয়ের ফলে ২৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের নবম স্থানে উঠে আসলো কেরালা ব্লাস্টার্স‌। পরের ম্যাচে জয় আসলে আর কিছুটা উপরে উঠে আসার সুযোগ থাকবে কেরালার কাছে। যদিও সেক্ষেত্রে পয়েন্ট নষ্ট করতে হবে ইমামি ইস্টবেঙ্গলকে। সেই ম্যাচের দিকে ও নজর থাকবে বহু ফুটবলপ্রেমীদের।

অপরদিকে কেরালা ম্যাচে মুম্বাই সিটি এফসি পয়েন্ট নষ্ট করার সুপার সিক্সে যাওয়ার সুযোগ বজায় থাকল ওডিশা এফসির। বর্তমানে ২৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে জগন্নাথের রাজ্যের এই ফুটবল ক্লাব। তবে এক ম্যাচ কম খেলে সমান সংখ্যক পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সপ্তম স্থানে রয়েছে লালিয়ানজুয়ালা ছাংতেদের মুম্বাই সিটি এফসি‌। আগামী ১১ই মার্চ অ্যাওয়ে ম্যাচে শক্তিশালী বেঙ্গালুরু এফসির বিপক্ষে খেলতে নামবে মুম্বাই শিবির। সেই ম্যাচে পয়েন্ট সংগ্রহ করলে অনায়াসেই সুপার সিক্সের স্থান করে নেবে মুম্বাই শিবির। কিন্তু সেই ম্যাচে ও পরাজিত হলে সুপার সিক্সে চলে যেতে পারে সার্জিও লোবেরার ছেলেরা। এখন সেদিকেই নজর রয়েছে সকলের।

Related Posts

East Bengal FC: আর্কাদাগের বিরুদ্ধে দ্বিতীয় লেগের ম্যাচের আগে আত্মবিশ্বাসী কোচ ব্রুজো

এএফসি চ্যালেঞ্জ লিগের (AFC Challenge League) কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে তুর্কমেনিস্তানের এফসি আর্কাদাগের (FC Arkadag)  বিরুদ্ধে ঘরের মাঠে ০-১ গোলে পরাজয়ের পর সেমিফাইনালে ওঠার লড়াই…

Neymar JR: নেইমারের ফর্মে উজ্জ্বল সান্তোস, ম্যাচে খেলার সম্ভাবনা

এটি প্রায় নিশ্চিত যে, সান্তোস (Santos) এবং করিন্থিয়ান্সের (Corinthians) ম্যাচে কোন দলই ক্লিন শিট নিয়ে শেষ করবে না। এই দুই দলের সেমি-ফাইন ফলাফল বেশ রোমাঞ্চকর…